নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

২০২৪ সালের শেষ পোস্ট....

৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯

২০২৪ সালের শেষ পোস্ট....

ব্লগ- ফেসবুকে এটাসেটা কিছু একটা লিখে ফেলা আমার অভ‍্যাস। এই যখন যা মনে হয়, বা যখন যা ভাবি টাবি- তখন তা লিখে ফেলি। অর্থাৎ 'বারোয়ারী লেকাজোকা'।

বন্ধুদের মধ্যে কেউ কেউ তা পড়েন, কেউ তা ভালোবাসেন, কেউ বাসেন না‌- সে তো আছেই। আবার কেউ কেউ মন্তব‍্য করেন। তাতে তাদের সাথে হৃদ‍্যতা বাড়ে। আবার লিখি, আবারও কেউ কেউ পড়েন, কেউ কেউ ব্লগে শুধু আমাকে নিয়েই গবেষণা করে বিষোদগার করেন। এভাবেই চলতে থাকে। এ চলাচলে দেনা-পাওনা নেই, যা আছে সবই মনের ভাব বিনিময়। ভালো লাগে।

রুটিরুজিতে পেট ভরলেও মন ভরেনা। অতএব দুটোই ভরাতে হবে। উদর আগে আর তার গায়ে গায়েই হৃদয়। হৃদয় ছাড়া আবার কিছু হয় নাকি? ওটা পেতে হয় আবার দিতেও হয়। নিজের উদর ভরলে অন‍্য কারো উদর ভরেনা। হৃদয়ে দেওয়া-নেওয়া দুটোই হয়। আর তাই হৃদয় একটু হলেও জিতে যায়। কারণ ওখানে আশ্রয় দেওয়া যায়।

হঠাৎ মানসিক টানাপোড়েনের কথা লিখলাম কেন?
গত পনেরো বছর কেটেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রক্তচক্ষুর আতংকে.... এখন আতংক নেই- সেটাও একধরণের আতংক বটে!
আসলে আমার আজ অন‍্য কিছু লেখার নেই। অসম্ভব ব্যস্ততার মাঝেও একটা অলস অলস ছুটির দিন দুপুরের মতোই মনটা যেন কেমন ক্ষত বিক্ষত। এ বছরটাইতো আসলে তাই। কলম/কীবোর্ড জুড়েও সেই একই বিষন্নতা!

"উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর।।
ডাকে পথে বাঁকা তব নয়না
উচাটন মন ঘরে রয় না।"

শেষ হয়ে যাওয়া বছরের মতো আসছে বছরও আমার আর ভালো থাকা হবেনা জানি, আপনারা ভালো থাকুন। সবার জন্য শুভ কামনা।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: হ্যাপী নিউ ইয়ার এডভান্স!

৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ❤️

২| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও একটা পোস্ট দিয়াম। দেখি সময় যদি পাই

আগামী দিনগুলো সুন্দর হউক আরও

৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৫

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা ❤️

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬

জটিল ভাই বলেছেন:
কেউ কেউ পড়েন, কেউ কেউ ব্লগে শুধু আমাকে নিয়েই গবেষণা করে বিষোদগার করেন।

এটা না করলে যে হজমের সমস্যা দূর হবেনা =p~
শুভ নব বর্ষ ♥♥♥ (হ্যাপি নিউ ইয়ার না লিখায় বিষোদগার শুরু হলো বলে =p~ )

৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

জুল ভার্ন বলেছেন: পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্লগার বলে কথা!

শুভ কামনা ❤️

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: শেষ মানেই নয়কো শেষ, খারাপ সময় রবেনা শেষ-মেশ।

খারাপ সময় গিয়ে ভাল সময় আসবেই। আর তাই অভাব-অভিযোগ সহ পুরাতন বছরের সকল অপ্রাপ্তি-জরাজীর্ণতাকে পাশে রেখে আপনার জন্য রইলো নতুন বছরের প্রাণঢালা শুভেচছা।

শুভ নববর্ষ ২০২৫।

৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

জুল ভার্ন বলেছেন: বছর চলে যায়, নতুন বছর আসে কিন্তু আমজনতার জীবনের ঘানি টানা শেষ হয় না
শুভ কামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.