নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সত্য কথায় যতো দোষ!

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২০

বিএনপি মহাসচিব মহোদয় বলেছেন- "অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে"- এই গুরুত্বপূর্ণ বক্তব্য মহাসচিব সাহেবের রাজনৈতিক দুরদর্শিতার পরিচয়। মির্জা ফখরুল সাহেবের এই বক্তব্যে বেজায় চটেছেন সমন্বয়ক সিন্ডিকেট!




কারণ, 'জুলাই ২৪ এর 'ছাত্র-জনতার আন্দোলন' কে ছাত্র সমন্বয়ক এবং জামায়াতে ইসলাম দলটি একক কৃতিত্ব দাবী করছে। আবার জামায়াতের আমীর সাহেব "দেশের একমাত্র দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জামায়াতে ইসলাম" বলে ঘোষণা দিয়েছেন! আপামর ছাত্র-জনতার আনদোলনের ফসল জামায়াত ঘেঁষা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ 'ইঁচড়েপাকা ছাত্র সমন্বয়ক'রা এবং তাদের নির্দেশনা মোতাবেকই সরকার পরিচালিত হচ্ছে। সেই ক্ষমতাসীন সমন্বয়করাই সরকারের তথা প্রশাসনের প্রচ্ছন্ন সহযোগিতায় একটা রাজনৈতিক দল গঠনে সক্রিয়। সেক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ভাবেই নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৮

সৈয়দ কুতুব বলেছেন: চিন্তার কোন কারণ নাই। নাহিদ রা তরুণ আমরা কি বুড়া নাকি! বিএনপির সাপোর্ট দিন দিন বেড়ে যাচ্ছে। ব্লগে কারো কথায় মন খারাপ করিয়েন না।

জামায়াত বিএনপির বিরুদ্ধে ৩০ হাজার অনলাইন একটিভিস্ট নিয়োগ দিয়েছে। একেই বলে দুধ কলা দিয়ে কালসাপ পোষা।

নাহিদের কথা পাত্তা দেয়ার দরকার নাই। ফখরুল সাহেবের ডোজ জায়গায় মতো পড়েছে। তাই এত জোরে আওয়াজ বেরোচ্ছে।

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪১

জুল ভার্ন বলেছেন: মির্জা ফখরুল সাহেব পোড় খাওয়া রাজনৈতিক ব্যাক্তিত্ব। ছাত্র সমন্বয়করা যোগ্যতার চাইতে বেশী প্রাপ্তিতে ধরাকে সড়া জ্ঞান করছে। অন্যদিকে জামায়াত অন্যের মাথায় কাঠাল ভেঙে খাচ্ছে এবং ফায়দা হাসিল করতে চায়।

২| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩০

নতুন বলেছেন: জামায়াতের আমীর সাহেব "দেশের একমাত্র দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জামায়াতে ইসলাম" =p~

বুঝতে পারলাম না, সেনাপ্রধান এর আমেরিকার এম্বাসির প্রভাব থাকা সত্তেও কিভাবে জামাত এই রকমের এক্সেস পাইলো।

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৪

জুল ভার্ন বলেছেন: অপ্রত্যাশিত প্রাপ্তির খুশিতে মাথা ঠিক নাই।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: । আসল কথা এখন পাইলাম। মির্জা সাহেব বলছে একটা আর বট বাহিনী রটাইতেছে আরেকটা। মির্জা সাহেব নাকি ১/১১ এর মত সরকার চাইতেছে এই কথা সয়লাব সোশ্যাল মিডিয়া।

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:১১

জুল ভার্ন বলেছেন: ওদের বোঝার মতো জ্ঞান হয়নি। আওয়ামী ফ্যাসিবাদের অস্র ছিলো প্রহসনের নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে থাকার। আর এরা চাচ্ছে নির্বাচন ছাড়াই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৯

এস.এম.সাগর বলেছেন: উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব এর নিরপেক্ষ সরকার এর দাবীর বিরোধিতা করে প্রমাণ করলেন, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ থাকবে না।
জাতীয় সরকার দীর্ঘ হবে এই আশঙ্কায় বিএনপি জাতীয় সরকার গঠন করতে রাজি হয় নাই, বিএনপি জাতীয় সরকার চেয়েছে নির্বাচনের পরে- এটি বিএনপির অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ। রাজনীতি সচেতন মানুষ সমর্থন করবে।
বিএনপি নির্বাচিত হয়ে জাতীয় সরকার এর কথা বলে আসছে ২০২২ সাল থেকে। বিএনপি তার পজিশনে স্থির আছে।
এই দুটি বিষয়ে সামনে আসায় গণতন্ত্রের প্রতি বিএনপির কমিটমেন্ট আবারও প্রমাণিত হয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৪

জুল ভার্ন বলেছেন: বিএনপি নির্বাচন চায় তাতে দোষ, সব দলের অংশগ্রহণ মূলক নির্বাচন চায় তাতে দোষ। আর ওরা নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায়- সেটাই নাকি গনতন্ত্র!

৫| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৯

তাবরিযি বলেছেন: বিএনপি আসলে আওয়ামীলীগ। হাসিনার পাপেট। আগের সেই বিএনপি বিলুপ্ত হয়েছে ওই বালুর ট্রাকের পিছনেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.