নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসায় নবুয়ত প্রাপ্তি......

২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৬

চল্লিশ বছরে পদার্পণ.....

সেইভাবে জীবনে কোন প্ল্যানটেলান আমার কোনদিনই ছিলনা। একটাই প্ল্যান ছিলো, সেটা হল- বিয়ে করার প্ল‍্যান। একটা নয়, অসংখ্য বিয়ে করার প্ল্যান ছিলো- সেই ছোট্টবেলা থেকেই! অসংখ্য বাচ্চাকাচ্চা হবে... বিয়েটা স্রেফ রূপকথা মনে হত তখন, মানে এখনও হয় আর কি! খালি রূপকথার শেষটুকু জানা নেই। আসলে জানার প্রয়োজনও বোধ করিনি কোনদিনই।

আমি প্রতিদিনই ভালো খেতে পছন্দ করতাম, বই পড়তাম। বিয়ে করেই বুঝলাম- 'বিয়ে কি বিপদজনক সুন্দর'! বিয়ে করেই বুঝলাম -বিয়ে করার মতো কঠিন কাজ দুনিয়ায় আরও একটা আছে সেটা হচ্ছে আমার প্রথম পছন্দ- 'প্রতিদিনই ভালো খাবার জোগাড় করা'!

উনচল্লিশ বছর কেটে গেল!
'কি যাতনা বিষে, বুঝিবে সে কি সে- আশী বিষে দংশেনি যারে....'- অনেক কথাই রাখা হয়নি। সব কথা মনে রাখতে নেই। এইতো সেদিনের কথা। হু হু করে সময় চলে গেল কোথা দিয়ে বুঝতেই পারলাম না। এই যে আমি প্রায়শই 'বৌ-খোশ' চা-কফি বানাই, বৌকে ফাটাফাটি রান্নাটান্না করে খাওয়াই, বেসুরো গলায় গানটান শোনাই, বাধ‍্য স্বামীর মতো ঘুরতে নিয়ে যাই- এটা কিন্তু কোন ভয়ভক্তির কেস না। নিন্দুকেরা এরকমভাবে বিষয়টা দেখতে চাইলেও আসলে পুরোটাই 'পিওর লাভ' অর্থাৎ ফেয়ার এন্ড লাভলী!

একটা কথা জানিয়ে রাখি- ওই কূলের প্রচণ্ড বিরোধিতার মুখে যখন বিয়ে করি তখন বিরোধিতাকারীদের প্রধান কয়েকজনকে নিজ হাতে বিবাহত্তর অনুষ্ঠানে দাওয়াত পত্রে লিখেছিলাম-
"....
.... তারিখ অনুষ্ঠানে এসে দোয়া করবেন। দোয়া ও উৎসাহ পেলে আবারও বিয়ে করবো।

বিনীত-
আপনারা যারা আমাকে গুণ্ডা-মাস্তান খেতাব দিয়েছেন।


পুরো সময়টা যে মসৃণ হাইওয়েতে গাড়ি চলার মত জীবনটা চলেছে তা অবশ‍্যই নয়। রূপকথা ভাবার চেষ্টা করলেও জীবনটাতো আর সত‍্যিই রূপকথা নয়।

বহু ওঠাপড়া, অনেক কষ্ট, কিছু দুঃখের মাঝে আমাদের সংসারটা ভরসার মত করে, স্পর্ধার মত করে, অকালবসন্তের মত করে ভালবাসায়, ঝগড়ায়, অভিমানে আর অনুরাগে রঙিন হয়ে আছে গেল উনচল্লিশ বছর। আশা করি ভালোবাসার নবুয়ত প্রাপ্তিতে আরও পূর্ণতা পাবে।

সত‍্যি বা অলীক রূপকথার গল্পের মতোই হাঁটতে চাই আজীবন....

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৭

নতুন বলেছেন: নিন্দুকেরা এরকমভাবে বিষয়টা দেখতে চাইলেও আসলে পুরোটাই 'পিওর লাভ' অর্থাৎ ফেয়ার এন্ড লাভলী!

আজীবন পিওর লাভ চলতে থাকুক। :D

২৭ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২০

জুল ভার্ন বলেছেন: থ্যাংক য়্যু সো মাচ ❤️

২| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৯

শেরজা তপন বলেছেন: অভিনন্দন ভাই।ঠিক আমার ডাবল!! চল্লিশ দেখে যেতে পারব কিনা ভীষন সন্দিহান।
আপনাদের ভালবাসার অটুট বন্ধনের গল্পে মুগ্ধ হলাম।
এরকমটা অতি সৌভাগ্যবানদের ব্যাপার। আমরাতো এখনই ছেড়ে দে মা কেঁদে বাচি অবস্থা :)

২৭ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২১

জুল ভার্ন বলেছেন: অনেক দোয়া। ইন শা আল্লাহ দাম্পত্য জীবন পূর্নতা পাবে।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জুন এ ২৩ বছর হবে। হুহু করে সময় চলে যায়

আপনাদের সুন্দর ভালোবাসা টিকে থাকুক অনন্তকাল

২৭ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২২

জুল ভার্ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন।
শুভ কামনা নিরন্তর। ❤️

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৭

ঢাবিয়ান বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।

২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই ❤️

৫| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবিরাম শুভকামনা।

২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই ❤️

৬| ২৮ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫০

জটিল ভাই বলেছেন:
অনেক অনেক শুভ কামনা এবং অভিনন্দন :)

২৮ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.