নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

বিষন্নতা......

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১১

কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে যুবদল নেতার মৃত্যু.....
পরিকল্পিত হত্যাকারীর বিচার 'প্রত্যাহার' হতে পারে না। যেভাবে যুবদল নেতাকে হত্যা করছে, সেই একই প্রক্রিয়ায় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরও বিচার চাই।


.

বিষন্নতা......

কিছুই লিখতে পারছিনা!
বিষন্নতা আমাকে জড়পদার্থ বানিয়ে দিয়েছে!! চিন্তাশক্তিও অদৃশ্য দেওয়ালে আটকে রেখেছে!!!
কারণ, পারিপার্শ্বিক অবস্থাটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে চেপে বসেছে। বর্তমান সময়ের গ্লানি, অনিরাপত্তাবোধ- সবকিছু মিলে আজ এক কালো ধোঁয়াশা চারিদিকে। আর আমি এখন এক গা সওয়া নাগরিক, যে বাঁচতে পারে মৃত্যুর ভ্রুকুটির সাথে হাত মিলিয়ে। যে বাঁচতে শিখেছে অন্যায়ের প্রতিবাদ না করে। যে বাঁচতে শিখেছে প্রতিদিন খুঁটে খুঁটে খেয়ে বা না খেয়ে .....
যে বাঁচতে শিখেছে অশ্বডিম্ব সামাজিক সুরক্ষার ঘোষণার নীচে। যে বাঁচতে শিখছে বিনা ত্রাণের পরিত্রানে....। একই সাথে এর বিপরীত সত্য হচ্ছে- কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ-অভিমাণ না রেখেই আমি মৃত্যুকে হাসিমুখে বরণ করার জন্যও প্রস্তুত।

আজকাল চোখ বুজলেই ঘুমোতে পারিনা, আমি ঘুমের মধ্যেও যে স্বপ্ন দেখি তা পরাবাস্তবতার হাত ধরে কোনো জীর্ণ পাতাঝরা কবিতা হয়ে যায় না, যেখানে কেউ রূপকের আড়ালে দুঃখ বা যন্ত্রণার কথা বলে না।
পরাবাস্তবতা আজ চূড়ান্ত কঠিন বাস্তব, যে নগ্ন হয়ে প্রতিদিন সংবাদ পত্রের প্রথম পাতায় হাজির হয় 'সুপ্রভাতের' সাথে।

হাজার মাইল হেঁটে আসা পথভোলা পথিক আমি। আত্মনির্যাতনে যার অনিবার্য মৃত্যুর মুখোমুখি।
তাই আজ আমি নিশ্চুপ...

আমার বাকশক্তি নেই, আমার কোন শব্দ ছিলোনা। আমার কোন শব্দ নেই যেটা দিয়ে আমি খুব জোরের সাথে বলতে পারি...
আর নয় বেশিক্ষন এ দুঃস্বপ্নের প্রহর...
দূর থেকে আজও পৃথিবীর রং সবুজে নীল...
আমার বরফ শীতল জিভ
জড়িয়ে আসছে...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৬

সৈয়দ কুতুব বলেছেন: সেনাবাহিনী ব্যারাকে ফেরত নেয়া সময়ের দাবী। তারা নানা ধরণের অপকর্ম জড়িত হয়ে পড়ছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৩

জুল ভার্ন বলেছেন: তাহলে নৈরাজ্য রুখতে পারবেনা। কাজেই সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নয়, তাদেরকে সংযত রাখতে হবে। এখনো আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী ভাবা থেকে বের হয়ে জনগণের সেনাবাহিনী হতে হবে। অতীতের অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত করে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৮

কামাল১৮ বলেছেন: আগস্ট বিপ্লবের ফল।এরাই ঘটিয়ে ছিলো আগস্ট বিপ্লব।সেনা বাহিনীর একটা অংশ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৯

জুল ভার্ন বলেছেন: এরাই এখন দেশজুড়ে খুন খারাবী, অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় আসার পরিকল্পনা করেছে....ঠিক ১/১১ পূর্বাবস্থা তৈরির পায়তারা।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২২

হাসান কালবৈশাখী বলেছেন: আমি আগেও বলেছে এরপর বারবার বলছি -
জুলাই আগস্ট কোন গণঅভ্যুত্থান ছিল না, ছিল মেটিকুলাস প্ল্যান। এটা বর্তমানে সবাই জানে।

২রা আগস্ট পর্যন্ত এটা ছিল কোটা বিরোধী আন্দোলন সাধারন।
কিন্তু ভারাটে ১ লাখের মত প্রশিক্ষিত রেডি ছিল। অস্ত্রধারি ও লাঠিয়াল।
৩রা আগস্ট সেনাবাহিনী প্রধান থেকে ওকে সিগন্যাল আসার পর সবাই রেডি হয়ে সরকার পতন আন্দোলন এক দফা ঘোষনা।
এটি প্রফেসর ইউনুস সেনা প্রধান এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বিভিন্ন স্থানে বক্তব্যে তারা নিজেরাই স্পষ্ট করেছেন।
মাত্র ৩ দিনের আন্দলন, কিন্তু এখন বলছে - গণ-অভ্যুত্থান সাগরের মতো বিশাল - সুপার হাস্যকর।
এই আন্দোলন বা মেটিকুলাস প্লানের নেপথ্যে প্লানার ছিল জামাত-শিবির। আন্দোলনের সকল খরচ বহন করেছে জামাত-শিবির ব্রাদারহুড, । আমেরিকার মাধ্যমে সেনাপ্রধানকে হাত করে সব কিছু করা হয়েছে। এখনো নেপথ্যে ক্ষমতায় জামাত-শিবির।

ব্লগের কথিত কিছু বিএনপি সমর্থকরা ছিল ছদ্মবেশী শিবির, এরা এখন আর বিএনপিকে চিনে না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৯

জুল ভার্ন বলেছেন: ভারতীয় তাবেদার এক ফ্যাসিস্ট শেখ হাসিনাকেই শুধু সরিয়েছে- নতু আর এক স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে- যেখানে বাহিনীগুলো ছাত্র-জনতার ক্ষোভকে কাজে লাগিয়েছে। ঠিক যেভাবে ১/১১ সরকার এসেছিলো।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৫

নতুন বলেছেন: এখনো যদি মানুষকে উঠিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলে সাজা হিসেবে প্রত্যাহার করা হয় তবে সমাজে পরিবর্তন কিভাবে আসবে?

@হাকা ভাই কি জানে সেনাপ্রধান শেখ হাসিনার কি ধরনে আত্নীয়?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৫

জুল ভার্ন বলেছেন: হাকা ভাই সব জানে, কিন্তু স্বভাব বদলায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.