নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ধুর.....

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০২


ধুর.....


আমরা অনেক সময়ই বিরক্ত হয়ে বলি- ধুর!
এই ধুর শব্দটা আমরা অনেকেই হরহামেশা ব্যবহার করি এবং সবাই এটাকে চলতি বিরক্তি শব্দ কিম্বা কখনও তাচ্ছিল্য হিসেবে প্রয়োগ করি, কেউ দোষ হিসাবে নেই না। নিছক কথার কথা হিসেবে নেই। তবে চা বাগান শ্রমিকদের কাছে 'ধুর' শব্দের অর্থ কুকুর, তাও ভালো জাতের কুকুর নয়, স্রেফ নেড়িকুত্তা! আবার কচ্ছপ প্রজাতির মধ্যেও এক প্রকার কচ্ছপের নাম ধুর।

এই লেখায় ধুর শব্দটা প্রয়োগ করছি- চা বাগানের শ্রমিকদের ধুর হিসাবে। কেউ চাইলে কচ্ছপ প্রজাতির ধুরও মনে করতে পারেন। কারণ দুটোই একই শ্রেণীর।

ওহে ফালতু, কেউ যদি মরে যায় তাহলে তোমার মা, বৌ কিম্বা বোন যদি বিধবা হয়ে যায় সেজন্য আগাম সুখ প্রকাশ করছি।
ধুর!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৩

শায়মা বলেছেন: হা হা ধুর মানে কুত্তা ?

আবার কচ্ছপও!!


ভাইয়া এখন থেকে তাইলে এই শব্দ ব্যবহার করবো........ মানেও বুঝিয়ে দেবো রাগ হলে আর কি। :P

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৪

জুল ভার্ন বলেছেন: কুত্তাটা আমার পেছনে সার্চ লাইট লাগিয়ে রেখেছি। মাঝেমধ্যে কাঁইকুই করে, আবার কচ্ছপের মতো নাক বের করে....

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: তাইলে এখন থেকে শুধুই ধুর ধুর আর ধুর...... হা হা হা :P

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯

জুল ভার্ন বলেছেন: আসলে সেতো ধুর এর চাইতও অধম।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউ যদি নিজের অবস্থান বুঝতে নাপারে সেটাই বড় ব্যর্থতা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬

জুল ভার্ন বলেছেন: ছাগলের মতো সর্বত্র মুখ দেওয়া স্বভাবের হাড়বজ্জাত দামরাটার জীবনের ষোলো আনাই ব্যর্থতায় হাবুডুবু।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫০

রবিন.হুড বলেছেন: কিচ্ছু বলার নাই

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

জুল ভার্ন বলেছেন: যখন বলার কিছু থাকেনা, তখন জুতানোই একমাত্র উপায়।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি বিরক্ত হয়ে এরকম বলি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৩

জুল ভার্ন বলেছেন: যেহেতু আপনি চায়ের দেশের মানুষ, সেহেতু চা বাগান শ্রমিকদের কাছে ঘৃন্য 'ধুর' শব্দ সম্পর্কে আমার চাইতে অনেক বেশি জানার কথা।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯

পারস্যের রাজপুত্র বলেছেন: গল্প: জুলাই বিপ্লব, অলটারনেটিভ রিয়েলিটি

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা ❤️

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮

জটিল ভাই ২.০ বলেছেন:
হাহাহাহাহা.....

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৯

জুল ভার্ন বলেছেন: ধুর আপাতত দূর হয়েছে..... কিন্তু তার রক্ষিরা রয়ে গিয়েছে.....

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা দারুণ মজা পাইছি ভাইজান।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৭

জুল ভার্ন বলেছেন: কিন্তু জোকার গুরুর জোকারি থেকে সাময়িক বিরতিতে হতাশ হবেন না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.