![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
"মন রে, কৃষি কাজ জান না।
এমন মানব-জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা...."।
এখন আর কারোর বিরুদ্ধেই কোন অভিযোগ করতে ভাল লাগেনা। তর্ক করতে ইচ্ছে করেনা। একটা সময় কত এনার্জি ছিল- নিজেকে সঠিক প্রমাণ করার। কী প্রণান্তকর চেষ্টা করতাম, আমিই ঠিক সেটা বোঝাবার।প্রত্যেককে বোঝাতে যেতাম, 'আমার কোন দোষ নেই। আমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি ভালো করতে'।
কোনো কাজের প্রত্যাশা কেউ আমার ওপর চাপিয় দিয়েছিল এমনটা নয়। কেউ বলেনি- তোমাকে এটা করতেই হবে, নয়তো তোমায় ফাঁসি দেওয়া হবে। বরং নিজের ওপরেই নিজে বোঝাটা চাপিয়ে নিয়েছি সব সময়!
কী প্রবল আত্ম প্রত্যয় নিয়ে জীবন শুরু করেছিলাম! অযথা নিজেকে বড়ো করার জন্য নিজের সাথে প্রতিযোগিতা। সবার থেকে ওপরে, সবার থেকে আলাদা প্রমাণ করার কী হাস্যকর চেষ্টা! গলার শির ফুলিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চেষ্টা করেছি। .... এখন চিৎকার করলেও ফেরার পথ নাই।
আমি লক্ষ্যভ্রষ্ট হয়েছি।
যা করার কথা ছিল তার কিছুই হয়নি!
এখন এককাপ চা নিয়ে জানালার ধারে বসলে মনে হয়,কলুষতা গুলো ধীরে ধীরে মুছে যাক। প্রত্যাশা, সন্দেহ, অবিশ্বাস সব ধুয়ে মুছে যদি সাফ হয়ে যেত!যদি জীবন থেকে অপমান, অসম্মান, আরও কত কত ছোট হওয়া, নিজেকে ছোট করা গুলো এক নিমেষে ইরেজার দিয়ে মুছে ফেলা যেত! যদি ভাবতে পারতাম, আমাকে কে ছোট করবে, কে অপমান করবে যদি নিজের চোখে নিজে না ছোট হই!
মাঘ মাস শেষ হয়ে ফাল্গুন মাস আসতে চললো। গাছের সব পুরোন পাতা ঝরে নতুন পাতা গজাবে। নতুন সবুজ পাতায়, পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়ায় সেজে উঠবে আমার শহর। আমৃত্যু আমি শুধু সেই রূপ অনুভব করার মন পাবনা, চোখ পাবনা। নিজের মনের ভেতরেই যে শান্তি থাকে তাকে কোনদিন ছুঁতেও পারবোনা। ররি ঠাকুরের এই লাইন দুটি আমি মিলিয়ে নিতে পারবোনা জীবনের সঙ্গে-
"না চাহিতে মোরে যা করেছো দান /আকাশ আলোক তনু মন প্রাণ /দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য করে......"।
এই করতে করতেই মহার্ঘ্য জীবনের সময় শেষ হয়ে আসবে। চলতে চলতে থেমে যাওয়ার সময় হয়ে যাব। মৃত্যু বলবে চলো.. ITS OVER.....
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৫
জুল ভার্ন বলেছেন: তাইতো মনে হয়।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৪
সাইফুলসাইফসাই বলেছেন: বিচিত্র জীবন যাপন ভাবনার মতো হয় না
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৬
জুল ভার্ন বলেছেন: এখানেই তো স্রষ্টার নিয়ন্ত্রণ।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৫
শাওন আহমাদ বলেছেন: জীবন কল্পনায় বেশি সুন্দর আর উপভোগের।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৩
জুল ভার্ন বলেছেন: এতো টুকু সুখই বেঁচে থাকার জন্য যথেষ্ট!
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২২
এম ডি মুসা বলেছেন: জীবন কখনো ইচ্ছের মত হয়না সবার
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৪
জুল ভার্ন বলেছেন: একমত।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৩১
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার প্রকাশ ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৭
এ পথের পথিক বলেছেন: জীবন কি এমন ই ?