নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

জীবন সুন্দর হোক......

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৮

জীবন সুন্দর হোক......

একটা প্রবাদ আছে- "টাকা দিয়ে সব কেনা যায় না"। যেমন- সুখ, সম্মান, ভালোবাসা ইত্যাদি। আমি এই প্রবাদে একেবারেই বিশ্বাসী না। এই ভীষন প্রতিযোগিতামূলক পৃথিবীতে একটা মিনিমাম ভদ্রোচিত জীবন কাটাতে হলে অবশ্যই অর্থের দরকার আছে- তবে টাকা দিয়ে এসব কেনা যায় না। এগুলো মার্কেটের শপ থেকে শপিং করা যায় না এটা ঠিক।

কিন্তু আপনাকে সম্মানজনক একটা জীবন করতে হলে একটা সম্মানজনক পেশাতে থাকতেই হবে এই যুগে। দেখেনতো একজন বেকারকে সমাজ সম্মান করে? কঠিন সত্য হচ্ছে, লেখাপড়ার পেছনে অর্থ, সময় পরিশ্রম ইনভেস্ট করে যখন আপনি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাঙ্কার, শিক্ষক, ল'য়ার, বিজনেস ওনার কিম্বা একজন কর্পোরেট এক্সিকিউটিভ হয়ে উঠবেন- তখন যে সম্মান সমাজ আপনাকে দিবে তা আপনি বিশ্বের তুখোড় সুন্দরী, ম্যাচোম্যান হয়েও কখনোই পাবেন না বেকার থাকলে, দোকানদার হয়ে, আম গুড় কেক বিক্রেতা হয়ে অথবা বসে বসে বাবার সম্পত্তি ভোগ করে। শুনতে রুঢ় হলেও এটাই বাস্তবতা।

ভালোবাসা পেতে হলেও অবশ্যই আপনার একটা সাউন্ড এবং সিকিউরড ফাইন্যান্সিয়াল সেটেল লাইফ লাগবে এ যুগে। নাহলে একজন পুরুষ হলে আপনি কখনোই একজন প্রশাসনে ভালো অবস্থানে থাকা স্ত্রী পাবেন না। আজকাল তো ডাক্তার, ইন্জিনিয়ার, বহুজাতিক কোম্পানির পদস্থ ইত্যাদি পেশাদার পুরুষেরা বিয়ের সময়ে আলাদা করে বলেই দেয়- মিনিমাম অনার্স পাশ হতে হবে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এলাকার সোনা মিয়া ব্যাপারী কলেজ থেকে না। ছেলেরাও এখন চায় পেশাগত মানানসই একজন যোগ্য স্ত্রী, শোকেসে সাজিয়ে রাখার জন্য তুলতুলে পাপেটিং স্ত্রী নয়। বেকার শোপিছ স্ত্রী এখন আর কোন স্ট্যান্ডার্ড পুরুষ চায় না।

জরুরী না কখনোই সমাজের সব ছেলেদের স্ত্রীকে প্রথম শ্রেণির জব করা উপযুক্ত স্ত্রী পেতেই হবে। তবে সমস্যা হচ্ছে, আজকাল অধিকাংশ পুরুষই আশা করে একজন স্ট্যাব্লিসড নারীকে স্ত্রী হিসেবে। কিন্তু যখন নিজের অযোগ্যতার জন্য তা পান না তখন এই ব্যার্থ পুরুষেরাই ইনফিরিওরিটি কমপ্লেক্স থেকে এসব বলে বেড়ায়- "উচ্চ শিক্ষিত চাকরি করা নারীরা সংসারী হয় না"। আরে উজবকু, উচ্চ শিক্ষিত কর্মজীবি নারীর তো নিজেরই হ্যাডাম আছে সংসার সাজানোর জন্য ঘর তৈরি করার। সে কেন একজন ঘরহীন, পরিচয়হীন, কম শিক্ষিত, চরিত্রহীন, financially unstable পুরুষের ফাঁদে পা দিয়ে নিজের জীবনকে আমৃত্যু দৌঁড়ের উপরে রাখবে? এক দুদিন চলে বেকার পুরুষকে পোষা কিন্তু আজীবন বেকার, আনহেলদি লাইফ স্ট্যাইল মেইনটেইন করা পুরুষকে বেবি সিটিং করার কোন মানেই হয় না। পুরাই সময় নষ্ট প্রোজেক্ট এটা। শিক্ষিত এবং ফাইন্যান্সিয়ালী সেটেল কোনো নারী কেন এই ঝুঁকি নিবে? সে কি হাবা নাকি? একজন ফাইন্যান্সিয়ালী সেটেল পুরুষই বা কেন আইডেন্টিহীন বেকার নারীকে পালবেন এই যুগে? পুরুষের ক্লাস বোঝা যায় তার স্ত্রীকে দেখে, ইট'স জাস্ট সিম্পল।

এবার আসুন সুখের বিষয়ে। সুখ এক অলীক বিষয়। একে দেখা যায় না, ধরা যায় না। শুধু অনুভব করা যায়। মানে পুরোটাই মাইন্ড সেটের বিষয়। আপনার যখন পেটে হেলদি ফুড থাকবে, মাথার উপরে নিশ্চিত ছাদ থাকবে, ভদ্রোচিত শৌখিন পোশাক থাকবে আলমারিতে, শরীর মনের যত্ন নিতে আপনি ক্যাপাবল থাকবেন তখন মন খারাপ বলুন আর অসুখ বলুন, সবকিছু কিউর করার জন্য আপনি উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু টাকা পয়সা না থাকলে রুম বন্ধ করে ফ্যাচফ্যাচ করে কান্নাকাটি করা আর ভিক্টিম কার্ড প্লে করা ছাড়া আর কিছুই করতে পারবেন না।

সুতরাং উঠুন, রেডি হন, বেরিয়ে পড়ুন ক্লাস করতে কিংবা অফিসের দিকে। অনেক অর্থের দরকার নেই জীবনে, কিন্তু মিনিমালিস্টিক লাইফ স্ট্যাইল মেইনটেইন করার জন্য অতোটুকু অর্থ সৎ পথে রোজগার করুন। নারী পুরুষ সবার জন্যই কথাগুলো প্রযোজ্য।

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২২

নতুন বলেছেন: পুরুষের ক্লাস বোঝা যায় তার স্ত্রীকে দেখে, ইট'স জাস্ট সিম্পল।

B:-) এইটা নিয়ে আপনার আরেকটা ব্লগ লিখতে হবে।


মানুষের আয়ের একটা সিকিউরিটি আর প্রজ্ঞা থাকলে সম্ভবত সে সুখী জীবন শুরু করতে পারে। কারন পকেটে যথেস্থ টাকা না থাকলে মানুষ স্থির হতে পারেনা। এবং প্রজ্ঞা থাকলে ঐ স্থির অবস্থায় বুঝতে পারে যে আর টাকার পেছনে ছুটা ঠিক না বরং জীবনকে পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, আত্নীয়দের নিয়ে উপভোগ করতে হবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৪

জুল ভার্ন বলেছেন: একমত। এবং সংশ্লিষ্ট বিষয়ে আরও একটা পোস্ট লিখেছি।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১১

সৈয়দ কুতুব বলেছেন: ভালো লিখেছেন। অবিবাহিত রা অনেক কিছু শিখতে পারবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩০

জুল ভার্ন বলেছেন: আবেগ নয়, বাস্তবতা।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১

সাইফুলসাইফসাই বলেছেন: সাদাসিধা চলতেও বিস্তর লাগে টাকা
কিছুই করার থাকে না, না থাকলে টাকা।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

মায়াস্পর্শ বলেছেন: সত্য কথাগুলো লিখেছেন। আবেগ দিয়ে সবকিছু চলে না। অর্থ দিয়ে চালিয়ে নিতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.