নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মানুষ খুব অসহায়....

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৪

মানুষ খুব অসহায়....

সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে....
সাধারণ মানুষের জান-মালের বিনিময়ে যারা সংস্কার সংস্কার বলে ম্যাতকার করে তাদেরকে জনতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যেহেতু প্রশাসন আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারছেনা, সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে বাঁচার জন্য আইন নিজের হাতে তুলে নেওয়া নির্যাতিত নিপীড়িতদের অধিকার।

প্রকাশ্যে যারা রামদা দিয়ে কুপিয়ে, বন্দুক দিয়ে গুলি করে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে- তাদেরকে আমজনতা পিটিয়ে মেরে ফেললে, আগুন দিয়ে পুড়িয়ে ফেললে যদি মব জাস্টিস হয় তাহলে সেই মব জাস্টিসই চাই।

বাড়ি থেকে ডেকে এনে সচিব, আইজি পদে বসানোদের দিয়ে প্রশাসন চলবে না। যে সরকার অটো রিকশা ড্রাইভারদের নিয়ন্ত্রণ করতে পারেনা, সেই সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণ করবে কিভাবে! সংস্কার তো বহুত দুরস্ত!

নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এডহক ভিত্তিতে ১ মাসের ট্রেনিং দিয়ে যোগ্য শিক্ষিত বেকার এবং আগ্রহী ছাত্রদের মধ্য থেকে কমিউনিটি পুলিশ নিয়োগ দিয়ে শহরে আইন শৃংখলা সহনীয় রাখতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৪

সৈয়দ কুতুব বলেছেন: ছাত্রদের কাজ পুলিশিং করা নয়। লাখো বেকার পাশ করে বসে আছে। তাদের বাদ দিয়ে পড়ুয়া দের নিয়োগ দেয়া যাবে না।

সেনাবাহিনী ও বিজিবিকে একশন নিতে হবে। না হলে সরকার সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দিক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৩

জুল ভার্ন বলেছেন: ছাত্রদের শিক্ষাই ব্রত। তবু্ও ন্যাশনাল ক্রাইসিসের সময় ছাত্ররাই এগিয়ে এসেছিল ৫২, ৬৯, ৭১ এবং ২০২৪ সালে....কাজেই আপতকালিন সময়ে ছাত্রদের সহযোগিতা নেওয়ায় কোনো সমস্যা নাই। তবে শিক্ষিত যোগ্য বেকারদের কর্মসংস্থান সবার আগে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩৭

কামাল১৮ বলেছেন: জাতিসংঘের শান্তি বাহিনী মোতায়েন ছাড়া এদের কম্মনা শান্তি ফিরিয়ে আনা।এই দায়িত্ব হয়তো ভারতিয় বাহিনীই পাবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৫

জুল ভার্ন বলেছেন: দাদা, আপনাদের সেই স্বপ্ন কোনো দিন সফল হবে না। ওরা এদেশে এলে গাবুইরা মাইর খেয়েই জমির উর্বরতা বৃদ্ধি করবে।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:০২

রবিন_২০২০ বলেছেন: কি যে সংস্কার হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। দুই চারটা বদলি আর OSD করা ছাড়া কিছুই তো দৃশ্যমান নয়।
আমি পুরোপুরি মব জাস্টিস এর পক্ষে। দুষ্কৃতী কারী দের সাপ মারার মতো পিটিয়ে মারতে হবে। আমাদের দুর্নীতিগ্রস্ত বিচার ব্যাবস্থা অপরাধী কে প্রশ্রয় দেয়া ছাড়া আর তেমন কিছু করে না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: কোনো সংস্কার নাই, বৈষম্য বিরোধী ছাত্রদের দ্বারা রাজনৈতিক দল গঠন করার জন্যই যাবতীয় তাল বাহানা।
ব্যক্তিগত ভাবে আমি মব জাস্টিস এর পক্ষে নই, তবে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় আত্মরক্ষার জন্যই মব জাস্টিস এর পক্ষে।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শহরের পরিস্থিতি ভয়ানক হয়ে যাচ্ছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৪

জুল ভার্ন বলেছেন: অরাজক পরিস্থিতি!

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০১

কামাল১৮ বলেছেন: জাতিসংধের শান্তিরক্ষী বাহিনীকেই মার দিবেন?ভারতীয় বাহিনী আসবেনা,আসবে জতিসংঘের শান্তিরক্ষী বাহিনী।যদি এই সরকারের অধিনে নির্বাচন হয়।কারণ বিএনপি বলেই দিয়েছে,এই সরকারের অধিনে নির্বাচন নিরপেক্ষ হবে না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৪

জুল ভার্ন বলেছেন: জাতিসংঘ বাহিনীকে সম্মান করি। তারা বাংলাদেশে আসবে তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বিএনপি বলেনি- এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবেনা। বিএনপি বিভিন্ন কারণে সন্দেহ প্রকাশ করেছে। বিশেষ করে আওয়ামী প্রশাসন ক্ষমতায় থাককে নির্বাচন সুষ্ঠু হবে না।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৬

এইচ এন নার্গিস বলেছেন: মানুষ অসহায়। নির্বাচনের নামে কাল ক্ষেপণ ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৫

জুল ভার্ন বলেছেন: একমত।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: কিছু একটা সমস্যা হচ্ছেই। কিন্তু সলিউশনের উপায় যে কী

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৬

জুল ভার্ন বলেছেন: ভয়ের কিছু নাই, "যত মুশকিল তিত আসান"!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.