![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
মানুষ খুব অসহায়....
সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে....
সাধারণ মানুষের জান-মালের বিনিময়ে যারা সংস্কার সংস্কার বলে ম্যাতকার করে তাদেরকে জনতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যেহেতু প্রশাসন আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারছেনা, সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে বাঁচার জন্য আইন নিজের হাতে তুলে নেওয়া নির্যাতিত নিপীড়িতদের অধিকার।
প্রকাশ্যে যারা রামদা দিয়ে কুপিয়ে, বন্দুক দিয়ে গুলি করে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে- তাদেরকে আমজনতা পিটিয়ে মেরে ফেললে, আগুন দিয়ে পুড়িয়ে ফেললে যদি মব জাস্টিস হয় তাহলে সেই মব জাস্টিসই চাই।
বাড়ি থেকে ডেকে এনে সচিব, আইজি পদে বসানোদের দিয়ে প্রশাসন চলবে না। যে সরকার অটো রিকশা ড্রাইভারদের নিয়ন্ত্রণ করতে পারেনা, সেই সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণ করবে কিভাবে! সংস্কার তো বহুত দুরস্ত!
নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এডহক ভিত্তিতে ১ মাসের ট্রেনিং দিয়ে ছাত্রদের মধ্য থেকে কমিউনিটি পুলিশ নিয়োগ দিয়ে শহরে আইন শৃংখলা সহনীয় রাখতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩৭
কামাল১৮ বলেছেন: জাতিসংঘের শান্তি বাহিনী মোতায়েন ছাড়া এদের কম্মনা শান্তি ফিরিয়ে আনা।এই দায়িত্ব হয়তো ভারতিয় বাহিনীই পাবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৪
সৈয়দ কুতুব বলেছেন: ছাত্রদের কাজ পুলিশিং করা নয়। লাখো বেকার পাশ করে বসে আছে। তাদের বাদ দিয়ে পড়ুয়া দের নিয়োগ দেয়া যাবে না।
সেনাবাহিনী ও বিজিবিকে একশন নিতে হবে। না হলে সরকার সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দিক।