নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এর বক্তব্য পর্যালোচনা....

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫২

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এর বক্তব্য পর্যালোচনা....

* ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

* তিনি বলেছেনঃ ''আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসব।"

* তিনি বলেছেনঃ "আজকে পুলিশ সদস্য কাজ করছে না। কারণ তাদের অনেকেই জেলে। র‍্যাব, বিজিবি প্যানিকড। দেশের শান্তিরক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। আনসার বাহিনী আছে। ৩০ হাজার সেনাবাহিনী সদস্য নিয়ে আমরা কীভাবে করব?"

* "আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি, ১৮ মাসের কথা বলেছিলাম। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।"

* ''সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে।"

* 'আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার।"

* ওয়াকার-উজ-জামান বলেন, "সেনাবাহিনীর ওপর আক্রমণ করবেন না। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কী কারণে জানি না। আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়। আমাদের উপদেশ দেন, আমি সবার কাছে স্মরণাপন্য হই, আমরা ভালো উপদেশ গ্রহণ করব, আমরা এক থাকতে চাই, দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই।"

* "একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, অপরাধীরা এর সুযোগ নিচ্ছে"- বলেও জানান তিনি।

দেশে এতো যে বিশৃঙ্খলা তা জেনারেল ওয়াকারের কথার অনেকটাই মেনে নেয়া উচিত। কিন্তু আমি তার কথা পুরোপুরি ভালোভাবে নিতে পারছিনা। তার বক্তব্যে উপদেশ, কি উচিত কি উচিত না, এইসব নিয়ে কিছু জরুরী আলাপ থাকলেও প্রচ্ছন্ন কিছু একটা যে আছে, সেটা উপেক্ষা করতে পারছিনা!

সার্বভৌমত্ব নিয়ে সমস‍্যা হলে দেশের সহস্রবাহিনী আছে, তারা কি করছে যে সার্বভৌমত্ব নিয়ে কেউ টানাটানি করার এতো সহজ সাহস পায়? কিকরে পায়? আবার আপনি তা কিকারণে সতর্ক ভঙ্গিতে ভয় হিসেবে সাধারণের ভেতর ইন্সটল করতে চাইছেন? কেন? ইট ডাজন্ট এলাইন প্রপারলি....কোথাও সমস‍্যা আছে।

পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে বারবার, এদেরকে দমন করেন শক্ত হাতে। এমনকি কেউ কোন বাহিনীর ওপর আক্রমণ করার সাহস দেখালে যে ই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, সারাজীবনের শিক্ষা দেয়ার ব‍্যবস্থা করেন- যেন কেউ চেইন অব কমান্ড ভাঙার সাহস না পায়।

আইন শৃঙ্ক্ষলা রক্ষা করার দায়িত্ব প্রাথমিক ভাবে পুলিশের। সরকার সেই জায়গায় সবার আগে সংস্কার করুক। আমরা তো হাসিনাবাহিনী, সে পুলিশেরই হোক বা তিনবাহিনীতে হোক, বদল চাই, অন্যায়কারীদের বিচার চাই।
সে যে ই হোক; অন‍্যায় করেছে কিন্তু "এখন তারা ভয়ে আছে, চাপে আছে, তদন্তে আছে…'- এই কথাগুলো কোনভাবেই আলোচনায় আসা উচিত না। তো সেজন‍্য তাই তারা সহযোগিতা করছেনা? তাদেরকে বলতে হবে, ‘যা করেছেন, ভুলে যান, রিল‍্যাক্স, মাস্তি করেন, আসেন কাজ করেন?’ আশ্চর্য‍্য!
আই ডোন্ট গেট ইট। আমরা তো ওদের বিচার চাই। সরকার ঢেলে সাজাক। দেশে শিক্ষিত বেকারের অভাব নাই- নতুন নিয়োগ হোক।

আবার একইসঙ্গে বিএনপি/জামাত/ কিছু ছাত্রসমন্বয়কদের ভেতরে যে অগ্রহণযোগ্য কোন্দল চলছে, সেই বিশ্রী অবস্থা থেকে দেশের ও দেশের মানুষের আসলেই মুক্তি দরকার।
ইট হ‍্যাজ গন বিয়ন্ড লিমিটস! এটার যে ডেফিনিট বেনিফিশিয়ারি শত্রুপক্ষ, সেটা বুঝতে কারোরই বৈজ্ঞানিক হওয়া লাগেনা। অথচ এরা সেটা দেখতে পাচ্ছে!

আমরা বরং রাজনৈতিক দল ও পক্ষগুলিকে আহ্বান জানাই, ‘মাইন্ড ইওরস’ মন্ত্র নিয়ে কে কতোটা দেশ রক্ষায় একটিভ থাকতে পারে, সে বিষয়ে। কারা কারা সরাসরি ঘটমান সন্ত্রাস, সহিংসতা রুখতে সরকারকে উপদেশ ও সরাসরি সহযোগিতা করতে পারে, কতটা করতে পারে।
যারা সমাজও দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ ডেডিকেশন নিয়ে কাজ করবে, তাদেরকেই মানুষ নেতা বানাবে, শুধু দলীয় বক্তৃতা আর একে অন‍্যরে সাথে কে কতটা ক্ল‍্যাশ-সফল, তা দেখে না। সবকিছু যতোটা সহজ দেখায়, ততোটা নয়। এটা একটা প্রাইম টাইম- যে জিতবে সেই টিকবে।

দৃঢ়ভাবে বলতে চাই-
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- বি ডি আর হত্যাকারীরা অবশ্যই বি ডি আর সদস্যরা। কিন্তু নেপথ্যে কলকাঠি নাড়িয়েছে আওয়ামী লীগ। আমরা বিডিআর ম‍্যাসাকারের বিচার চাই।

** ভালোর মধ্যে মন্দঃ
(১) ডক্টর ইউনুস সরকার প্রধান, বিশ্ববরেণ্য সম্মানীয় ব্যক্তিত্ব, তাকে একটু সম্মান করে সম্বোধন করা উচিৎ ছিলো।

(২) অমন হুমকি ধামকি শেখ হাসিনাও দিয়েছে......সবাই কিন্তু ভয় পায়না।

মন্তব্য ৬৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০০

সৈয়দ কুতুব বলেছেন: সেনা প্রধান কাকে হুমকি দিয়েছে? :-* । তিনি যদি কড়া না হন তবে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ছাড়া করে মরবে। তিনি বার বার বলেছেন উনার ক্ষমতার প্রতি লোভ নেই। আসলে তো তাই। নির্বাচন দেরিতে হওয়ার জন্য নানা অজুহাত সৃষ্টি করা হচ্ছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: যারা গন্ডগোল করার পায়তারা করছে তাদেরকেই হুমকি দিয়েছেন, বিডিআর ম্যাসাকার নিয়েও হুমকি দিয়েছেন- যেখানে স্পষ্টতই ঐ বিষয় নিয়ে আর কোনো বিতর্ক না করার নির্দেশ দিয়ে থাকতে পারেন। আমরাঈ মনে প্রাণে বিশ্বাস করি তিনি ক্ষমতা লোভী নন।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: তার বক্তব্যের সাথে এক মত। রাজনৈতিক দলগুলো যা শুরু করেছে তাতে তার এমন অবস্থান না হয়ে উপায় নেই।

আর একটা হচ্ছে তিনি যদি সত্যি ক্ষমতা দখল করতে চাইতেন করতে পারতেন। এমন কি চাইলে এখনও পারেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: একমত। তিনি মোটেই ক্ষমতা লোভী নন। তার মতো পরিচ্ছন্ন সেনাপ্রধান নিকট অতীতে একজনও ছিলেন না। স্যালুট হিম।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৬

ঢাবিয়ান বলেছেন: দেশের বর্তমানের সকল অরাজকতার মুল হোতা হচ্ছে আর্মি । আইন শৃংখলা বাহিনী ও বিচার বিভাগকে পুরোপুরি নিষ্ক্রিয় করে রেখেছে আর্মি। উপদেষ্টাগুলো এখন অনেকটাই ডামির ভুমিকায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৬

জুল ভার্ন বলেছেন: যদি তাই হয় তবে তা অত্যন্ত দুঃখ জনক!

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবশেষে সেনা প্রধানকে সেলুট। ক্লান্তি কালে সাথে ছিলেন। এবার যাই হোক এই দেশের মানুষ যদি ভালো চায় ভালটা মিলবে না হয় যেমন কপালে রয়েছে তাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৮

জুল ভার্ন বলেছেন: ক্লান্তিকাল নয়, ক্রান্তিকাল। আপনার বক্তব্যের সাথে একমত।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৩

এ পথের পথিক বলেছেন: ক্যান্টনমেন্টে খুনিদের আশ্রয় দিয়েছিল কারা আর পালিয়ে যেতে দিয়েছিল কারা তার কাছ থেকে এ উত্তর পাওয়া যেতে পারে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৯

জুল ভার্ন বলেছেন: এমন প্রশ্ন সকল শ্রেণীর মানুষের মধ্যে আছে.....

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার পোস্ট হিট !

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪০

জুল ভার্ন বলেছেন: আমি হিট সিকার/ এটেনশন সিকার ব্লগার নই।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন ভাইয়া, ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৭

কৃষ্ণের মুরলী বলেছেন: খারাপ কিছু বলেন নাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪২

জুল ভার্ন বলেছেন: খারাপ ভালো দুটিই বলেছি। আশা করবো- ভালোটা সত্য হোক।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৯

কামাল১৮ বলেছেন: সংবিধানের কিছু ধারা বাদ না দিয়ে আর্মির ক্ষমতা দখল নিরাপদ না।১/১১ সরকারের মতো হতে পারে।বর্তমান সরকারও তাই। কিন্তু পার্থক্য আর্মি ততটা ক্ষমতা দেখাছে না।১/১১ সরকারের পরিণতি ভাল ছিলো না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

জুল ভার্ন বলেছেন: সেইজন্যই সতর্ক পদক্ষেপ। নতুন কিংস পার্টি বৈ ছা আ।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

কৃষ্ণের মুরলী বলেছেন: আমি জেনারেল ওয়াকারের কথা বলেছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০০

জুল ভার্ন বলেছেন: বি ডি আর ম্যাসাকার নিয়ে বক্তব্যটা ছাড়া সবই ভালো লেগেছে।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৯

এ পথের পথিক বলেছেন: জুল ভার্ন ভাই প্রথম কিংস পার্টি কিন্তু বিএনপি, ছাত্ররা তাদের দেখে শিখছে হয়ত :)
( যদিও আপনি বয়সে আমার অনেক বড় তারপরও ভাই বললাম, ভাই শব্দ আমার পছন্দের )

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:১১

জুল ভার্ন বলেছেন: সমস্যা নাই 'ভাই' আমাদের জাতীয় চরিত্র।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪২

আদিত্য ০১ বলেছেন: আহারে কি কষ্ট! আহ! আজ আর ঘুম হবে না আপনার। ওয়াকার কেন এগুলো বললো! ইশ! কি দুঃখ! কেন জুল ভার্নের মনের মত বললো না। কালই সামুর টীম আর আপনার ব্লগার বাহিনী নিয়ে মব ভায়োলেন্সে নামুন। কেন ওয়াকার আপনাদের মনের মত করে বললো না

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৯

জুল ভার্ন বলেছেন: কি উস্কানিমূলক মন্তব্য! আমি কি কোথাও বলেছি- সেনাপ্রধান আমার মনের মতো বলেননি? কিম্বা আমি আমার প্রত্যাশার কথা বলেছি! সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের একটা মিনিমাম স্টান্ডার্ড থাকে, কোয়ালিটি থাকে- লিখতে পড়তে না পারলেও চুপচাপ থাকে। সেখানে আপনার মতো অশিক্ষিত মূর্খ বেকুব টোকাই কিভাবে এই ব্লগে আছে! সোনার গু-বমির অধম আপনি!

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৬

মেঘনা বলেছেন: সেনাপ্রধান পূর্ণ প্রটোকল ফলো করে, সেনা হেলিকপ্টারে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:১৮

জুল ভার্ন বলেছেন: সত্য।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৯

কামাল১৮ বলেছেন: সমস্ত দলের অংশ গ্রহনে নির্বাচনের কথা বলেছেন সেনা প্রধান।এটা আমেরিকার নির্দেশ।সমস্ত দলের জন্য কড়া হুসিয়ারী দিয়েছেন সেনা প্রধান।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:২১

জুল ভার্ন বলেছেন: আপনি এবং আপনারা কখনও আমেরিকার উপর দোষ চাপিয়ে শান্তনা পান, আবার কখনও আমেরিকার উপর খুশিতে ডুগডুগি বাজান! রুট লেস!

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:২৭

কাঁউটাল বলেছেন: পিলখানা হ*ত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত এই দুইজন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:২১

জুল ভার্ন বলেছেন: লিংক ধরিয়ে নয়, নিজের মতো করে দুই লাইন হলেও লিখুন।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৪৪

কাঁউটাল বলেছেন:





২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:২৩

জুল ভার্ন বলেছেন: পুরনো ছবি।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:২৭

এভো বলেছেন: নেপথ্যের কালকাটি নেড়িয়েছে আওয়ামী লীগ
এত বড় মিথ্যা কথা কি করে এই লেখক লিখে ??
'পিলখানা হত্যাকান্ড বিডিআর সদস্যরা ঘটিয়েছে, এখানে কোন যদি কিন্তু নাই, বাড়াবাড়ি করে ক্ষতি ছাড়া কোন লাভ হবে না।' -সেনা প্রধান।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৩

জুল ভার্ন বলেছেন: এটা শুধু আমা একার কথাই না- বহুজনের কথা। আমি আমার বিশ্বাসের কথা, উপলব্ধির কথা বলবো। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকারীই বলবো। ভালো না লাগলে বর্জন করতে পারেন।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০০

ঢাবিয়ান বলেছেন: বিএনপি সমর্থকরা গনহারে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানাতে দেখছি সোস্যাল মিডিয়ায় । বিষয়টা খুবই এলার্মিং আমাদের দেশের জন্য। এর অর্থ বিএনপির সাথে আওয়ালীগ ও ভারতের সমঝোতা হয়ে গেছে। অথচ সেনা প্রধানের সমালোচনায় উত্তাল সোস্যাল মিডিয়ায় আমজনতা। মুখ খোলা শুরু করেছে বিডিয়ার হত্যাকান্ডে নিহত অফিসারদের স্বজনেরা। তারা সেনা প্রধানের পিলখানা হত্যাকান্ড সম্পর্কিত বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সরাসরি তার উদ্দেশ্যে চ্যলেঞ্জ ছুড়েছে।

সময় এসেছে বিএনপি সহ সকল দেশদ্রোহী ষঢ়যন্ত্রকারীদের বিরুদ্ধে আবারো ঐক্যজোট গড়ার। পিলখানা হত্যাকান্ড নিয়ে সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন ইঊটিউবে আসছে আজই। সেই সাথে ইলিয়ার , পিনাকি ভটাচার্য , কনক সারোয়ারের এই ইস্যূ্তে টক শো। দুই হাজারের অধিক তরুন দেশে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যসিবাদ ফিরিয়ে আনার জন্য রক্ত দেয়নি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৪

জুল ভার্ন বলেছেন: "বিএনপি সেনা প্রধানের বক্তব্যকে স্বাগত জানানোর অর্থ এই নয় যে আওয়ামী লীগ, ইন্ডিয়ার সাথে সমঝোতা হয়ে গিয়েছে'- এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। সেনাপ্রধান এর বক্তব্যের বিরোধিতা কি আপনাদের দল কিম্বা আপনি নিজে এখন পর্যন্ত করেছেন?

আপনি বলেছেন- সময় এসেছে বিএনপি সহ সকল দেশদ্রোহী ষঢ়যন্ত্রকারীদের বিরুদ্ধে আবারো ঐক্যজোট গড়ার- সাবধান করে দিচ্ছি- এধরণের রাজাকারী উস্কানি আর হুমকি দিবেন না। একাত্তরের গণহত্যাকারীদের মুখে এমন হুংকার বেমানান। আপনারা আপনাদের পিনাকী-ইলিয়াস- মিনা ফারাদের ইসলাম কায়েম করতে পারলে করেন, কেউ বাঁধা দিচ্ছে না। কিন্তু চোখ রাংগাবেন না। ভেবেছেন কি? আমাদের মেরে ফেলবেন- যেভাবে স্বাধীনতা যুদ্ধের সময় মেরেছিলেন? এটা বাংলাদেশ, আমরা মুক্তিযুদ্ধ করে অর্জন করেছি। রাজাকারদের উত্তরসূরি স্থান এদেশে হবেনা।

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই সরকারের প্রথম ভুল হলো ক্ষমতায় এসেই আম্লিগকে সাইজ করতে পারেনাই তার মাসুল এখন দিতে হচ্ছে এখনো আম্লিগের হোতার গুরুত্বপূর্ণ যায়গা দখল করে আছে।



ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৬

কামাল১৮ বলেছেন: বাস্তবতার প্রতিফলন থাকে মন্তব্যে।বাইডেন সরকার আর ট্রাম সরকার এক না।সেনা প্রধানের আজকের বক্তব্য আর প্রথম দিনের বক্তব্য আকাশ পাতাল পার্থক্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৮

জুল ভার্ন বলেছেন: রাজনীতি সূর্যের মতো স্থির নয়, সময় এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে।

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৫

শ্রাবণধারা বলেছেন: আপনার পর্যালোচনাটি ভালো লেগেছে। তার বক্তব্যের কিছু কিছু অংশ শুনেছি, আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তার কথার মধ্যে একধরনের স্বচ্ছতা আছে, যা শুনলে মনে হয় তিনি সত্য কথা বলছেন। গত ১৬ বছরে আমরা এত প্রতারণামূলক কথা শুনেছি যে, আমাদের কানই নষ্ট হয়ে গেছে!

সবশেষে বলবো, ভাগ্যিস আমাদের জেনারেল ওয়াকার উজ্জামানের মত একজন সেনাপ্রধান ছিলেন, নইলে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা গং কয়েক লক্ষ মানুষ মেরে ফেলতো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩০

জুল ভার্ন বলেছেন: আসলেই সবইতো আমাদের নিজ নিজ পছন্দের হভে না। ভালো এবং মন্দ থেকেই ভালোটুকু গ্রহণ করতে হবে। ধন্যবাদ।

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৩

যারীন তাসনীম আরিশা বলেছেন: ওনার বক্তৃতা দেওয়া বাদ দিয়ে কাজ করে যেতে হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩১

জুল ভার্ন বলেছেন: বক্তব্যে দিক নির্দেশনা দেওয়া হয়....

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: জেনারেল ওয়াকার ক্ষমতালোভী নন! কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়-
আর্মি কি ভুলের উর্ধ্বে?
আর্মির মধ্য কি ডিজিআইফের জিয়াউল হাসান ই একমাত্র ক্রিমিনাল? দেশ ত্যাগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার পর ও কিভাবে তারেক সিদ্দিকী, মন্ত্রী-এমপি সরকারী আমলারা দেশ ত্যাগ করেন? অভিযোগ উঠেছে বিপুল অর্থের বিনিময়ে তাদের নাকি সেফ প্যাসেজ দেওয়া হয়েছে। এইসব বিষয়গুলো ক্লিয়ার করলে আরো ভাল হতো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৪

জুল ভার্ন বলেছেন: আমরা কেউই ভুলের উর্ধ্বে নই। জেনারেল ওয়াকার ৫ আগষ্টের আগে পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশই পালন করেছেন। জনমতের চাপে হোক, কিম্বা নৈতিকতাবোধে উজ্জিবীত হয়েই হোক- আমজনতার পক্ষে দাঁড়িয়েছেন। এমন অবস্থায় সেনাবাহিনীর সবাইকে আস্থায় আনতেই ধীরস্থির ভাবে তাকে পদক্ষেপ নিতে হচ্ছে। পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে ভেবেই অনেক সিনিয়র অফিসারদের বিরুদ্ধে যতটা সম্ভব ব্যবস্থা নিয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আরও ব্যবস্থা নিবেন বলেই ঘোষণা দিয়েছেন। ফ্যাসিবাদের দোসর যারা সেনাবাহিনীর আশ্রয়ে থেকে পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া আমজনতার দাবী।

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


২৯ মিলিয়নের ভাগীদার তো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫২

জুল ভার্ন বলেছেন: আপনার ভাগে কিছু পড়েছে?

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
"জেনারেল ওয়াকার ৫ আগষ্টের আগে পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশই পালন করেছেন। জনমতের চাপে হোক, কিম্বা নৈতিকতাবোধে উজ্জিবীত হয়েই হোক- আমজনতার পক্ষে দাঁড়িয়েছেন। এমন অবস্থায় সেনাবাহিনীর সবাইকে আস্থায় আনতেই ধীরস্থির ভাবে তাকে পদক্ষেপ নিতে হচ্ছে। পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে ভেবেই অনেক সিনিয়র অফিসারদের বিরুদ্ধে যতটা সম্ভব ব্যবস্থা নিয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আরও ব্যবস্থা নিবেন বলেই ঘোষণা দিয়েছেন।"

আপনার করা মন্তব্য। ++

এই পোস্টে যথার্থ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৬

ঢাবিয়ান বলেছেন: ভাই আপনার কাছ থেকে এইরকম ব্লগার কালবৈশাখি, কলাবাগান মার্কা কমেন্ট একেবারেই আশা করি নাই। আমি বিএনপির সমালোচনা করেছি, আপনার নয়। আপনার কাছ থেকে এরকম দলান্ধ সমর্থকদের মত ট্যগিং কমেন্ট একেবারেই কাম্য নয়। তাহলে আপনার আর লীগের ঐ সব ট্যাগবাজদের পার্থক্য কোথায় ? আসলে আপনারাই আপনাদের কথায় ও কাজে প্রমান দিচ্ছেন যে , আওয়ামিলীগ ও বিএনপি আসলে মুদ্রার এপিঠ ওপিঠ।

আপনার কমেন্টটা আমি কপি করে রাখছি ভবিষ্যতের জন্য যে কিভাবে আওয়ামিলীগ ও বিএনপির দলান্ধ সমর্থকরা দলের সমালোচনা শুনলে একই ধারার ট্যগিং এর মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৮

জুল ভার্ন বলেছেন: আপনি বিএনপিকে 'দেশদ্রোহী, রাষ্ট্র বিরোধী' ট্যাগ দিবেন আর আমি আপনাকে সম্মান করবো- তেমন সাধুতা আমি দেখাতে পারবো না। আপনি আমার মন্তব্য কপি রেখেছেন ভালো, এখন ওই মন্তব্য পানিতে ভিজিয়ে সকাল বিকাল খাবেন- যাতে শৈলে পিনাকীয় জোশে দেশ অস্থিতিশীল করে ঘোলা পানিতে উদ্দেশ্য হাসিল করতে পারেন।

২৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

ঢাবিয়ান বলেছেন:

১১ই নভেম্বর ভাইরাল হওয়া এই ছবি সম্পর্কে কি বলবেন আপনি ? প্রেসিডেন্ট চুপ্পুকে ক্ষমতা থেকে সরাতে পারেনি অন্তবর্তী সরকার বিএনপির কারনে। জুলাই প্রক্লেমেশন ও ঘোষনা করা যায়নি বিএনপির বিরোধিতার জন্য। সংস্কারের বিষয়ে শুরু থেকেই বাগড়া দিচ্ছে তারা। তাদের এইসব কার্যকলাপ আপনার কাছে বাংলাদেশপন্থী মনে হলেও তরুন প্রজন্মের কাছে তা মনে হচ্ছে না।

আপনাকে একজন দলান্ধ সমর্থক হিসেবে দেখতে চাই না। আশা করব আপনি যুক্তি খন্ডন করবেন পালটা যুক্তি দিয়ে , লীগের মত ট্যগিংবাজি করে নয়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০০

জুল ভার্ন বলেছেন: ১১ই নভেম্বর ওসব নিয়ে আপনি গবেষণা করেন। সেই সংগে আপনাকে মনে করিয়ে দিতে চাই- গতবছর ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন আপনার দলকে নিষিদ্ধ করেছিলো তখন বিএনপি ই তার প্রতিবাদ জানিয়েছিলো। আজ আপনারাই অন্য একটা দলকে নিষিদ্ধ করতে চান!

আর একটা কথা বলতে দ্বিধা করবোনা- আমি অবশ্যই দলান্ধ, যেমন দলান্ধ বৈশাখী-কলাবাগান গং। ওদের দলান্ধতাকে আমি অসম্মান করিনা, ওরাও আমার দলান্ধতা নিয়ে গত ১৫/১৬ বছরে আমার সাথে কখনও অসৌজন্যতা দেখায়নি, আমিও ওদের অবস্থানকে সম্মান করেই তর্ক বিতর্ক করেছি। ওদের সাথে, আমার সাথে আপনার পার্থক্য হচ্ছে- আপনি সুশীলতার মোড়কে ভণ্ডামি করেন- জামাতিদের আদর্শ। কাজেই আপনার সাথে তর্ক করতে চাইনা।

২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

এস.এম.সাগর বলেছেন: সংবিধান পরিবর্তন, চুপ্পু সরানো ইত্যাদি ইস্যুতে সরকার নিজে যদি কাজগুলো করতো বিএনপি কি বিক্ষোভ প্রদর্শন করতো? এনার্কি করতো অবরোধ হরতাল ভাঙচুর ইত্যাদি যা এদেশের রাজনীতির কালচার তা করতো? না তো। তবে কোন ভয়ে কেন করেনি এগুলো এই সরকার যদি এতটাই প্রয়োজন মনে করতো?
জুলাই হত্যার বিচার করতে কি বিএনপি আটকে রেখেছে? আহতদের সঠিক চিকিৎসা কি বিএনপি আটকে রেখেছে? বিডিআর ম্যাসাকারের বিচার কি বিএনপি আটকে রেখেছে? কি আটকে ধরে রেখেছে বিএনপি যা জনগণ চায় কিন্তু এই সরকার করতে পারেনি বিএনপির বাধার মুখে! কিছুই না। বিএনপি যেদিন এসব করার জন্য বাধা দিতে তার দলগত পাওয়ার খাটাবে সেদিন বিএনপির বিচার করতে বসবেন, এর আগে না।
একটা কথা বলে রাখি বিএনপিকে যেসকল ব্যক্তিরা দেশ বিরোধী বলে তারাই বাংলাদেশের শত্রু

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০২

জুল ভার্ন বলেছেন: বিবেক বর্জিত কারোর সাথে যত কম কথা বলবে ততই আত্মসম্মান রক্ষা হবে।

২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

এস.এম.সাগর বলেছেন:
ঢাবিয়ান বলেছেন: ১১ই নভেম্বর ভাইরাল হওয়া এই ছবি সম্পর্কে কি বলবেন আপনি ? প্রেসিডেন্ট চুপ্পুকে ক্ষমতা থেকে সরাতে পারেনি অন্তবর্তী সরকার বিএনপির কারনে।
কাঠাল পাতা খেলে এমন কথা মাথা থেকে আসে! ( আল বটর )
সংবিধান পরিবর্তন, চুপ্পু সরানো ইত্যাদি ইস্যুতে সরকার নিজে যদি কাজগুলো করতো বিএনপি কি বিক্ষোভ প্রদর্শন করতো? এনার্কি করতো অবরোধ হরতাল ভাঙচুর ইত্যাদি যা এদেশের রাজনীতির কালচার তা করতো? না তো। তবে কোন ভয়ে কেন করেনি এগুলো এই সরকার যদি এতটাই প্রয়োজন মনে করতো?
জুলাই হত্যার বিচার করতে কি বিএনপি আটকে রেখেছে? আহতদের সঠিক চিকিৎসা কি বিএনপি আটকে রেখেছে? বিডিআর ম্যাসাকারের বিচার কি বিএনপি আটকে রেখেছে? কি আটকে ধরে রেখেছে বিএনপি যা জনগণ চায় কিন্তু এই সরকার করতে পারেনি বিএনপির বাধার মুখে! কিছুই না। বিএনপি যেদিন এসব করার জন্য বাধা দিতে তার দলগত পাওয়ার খাটাবে সেদিন বিএনপির বিচার করতে বসবেন, এর আগে না।
একটা কথা বলে রাখি বিএনপিকে যেসকল ব্যক্তিরা দেশ বিরোধী বলে তারাই বাংলাদেশের শত্রু

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৪

জুল ভার্ন বলেছেন: উলু বনে জ্ঞানের বর্তিকা জ্বালিয়ে লাভ নাই।

৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৮

ঢাবিয়ান বলেছেন: সংবিধান পরিবর্তন, চুপ্পু সরানো ইত্যাদি ইস্যুতে সরকার নিজে যদি কাজগুলো করতো বিএনপি কি বিক্ষোভ প্রদর্শন করত?

নাহ এতটা নিল্লজ্জ তারা নিশ্চই না। কিন্ত এই অন্তবর্তী সরকার কোন নির্বাচিত সরকার নয়। দেশের বিরাজমান রাজনৈ্তিক দলগুলোকে সাথে নিয়েই তাদের চলতে হয় । কাজেই যে কোন ইস্যূ্তে তারা বিরোধিতা করলে , অন্তবর্তী সরকারের পক্ষে সেটা বাস্তবায়ন করা সম্ভব না। দেশের নাজুক আইন শৃংখলা ও বিচার বিভাগের নিষ্ক্রিয়তায় বিএনপির হাত আছে বলেই বিভিন্ন কর্মকান্ডে প্রতীয়মান হচ্ছে। বর্তমানের অপদার্থ স্বরাস্ট্র উপদেষ্টা বিএনপি মনোনিত। কিন্তু এই পদে সে অযোগ্য প্রমানিত হবার পরেও বিএনপি আইন শৃংখলা ইস্যূ্তে কিছুই বলছে না। ১/১১ এর সময় অন্তবর্তী সরকার যখন ক্ষমতা নিয়েছিল তখন খোদাবক্স নামে এক আইজি খুবই ভাল কাজ দেখিয়েছিল। সেই পিরিয়ডে দেশের আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভাল ছিল। এই খোদাবক্সকে স্বরাস্ট্র উপদেষ্টা করার পরামর্শ দেয়া হলে বিএনপি তা বিরোধিতা করেছে বলে জানা গেছে। কারন ১/১১ সরকার ছিল বিএনপির যম। আর বিচারবিভাগতো এখন বিএনপিপন্থী আইনিজীবিদের দখলে। আসিফ নজরুল বিএনপি পন্থী শিক্ষক। আদালতে ১/১১ সময়কালে করা একের পর এক মামলা থেকে বিএনপি নেতারা খালাশ পাচ্ছে !! বিএনপি ছাড়া আমজনতার কাউকেতো বিচার পেতে দেখা যাচ্ছে না।

যাক বিএনপির সমালোচনা করলে লীগের ট্যগিং কালচারের ধারা এবার আপনারা চালু রাখবেন , বোঝাই যাচ্ছে =p~ @ এস.এম.সাগর

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১১

জুল ভার্ন বলেছেন: আমিও আপনাকে আগে এভাবে উষ্কানীমূলক মন্তব্য করতে দেখিনি। প্লিজ, আপনি বিশ্রাম নিন। আজ আপনি অতিরিক্ত গিলেছেন- তাই শুরুই করেছেন আক্রমনাত্মক মন্তব্য করেছেন। সুস্থ হলে আবারও মন্তব্য করবেন। তবে মনে রাখবেন- ইট মারলে পাটকেল খেতে হবে।
শুভ কামনা।

৩১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৩

এস.এম.সাগর বলেছেন: ঢাবিয়ান বলেছেন যাক বিএনপির সমালোচনা করলে লীগের ট্যগিং কালচারের ধারা এবার আপনারা চালু রাখবেন , বোঝাই যাচ্ছে =p~ @ এস.এম.সাগর
ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বিরোধি দলদের ট্যাগ দিতো ঠিক একই ভাবে দেশ বিরোধী একটা পক্ষ বিএনপিকে ট্যাগ দিতে দেখা যাচ্ছে! বিগত ফাসিস্ট দেশে কিছু হলে সপ্নে বিএনপিকে দেখতো, ঠিক তেমনি একটা পক্ষ সেই সপ্ন দেখতেছে। ইনশাআল্লাহ সপ্ন সপ্নই থেকে যাবে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: বাস্তবতা।

৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১১

ঢাবিয়ান বলেছেন: আমি সত্যিই আজ অত্যন্ত মর্মাহত হলাম। এই ব্লগে প্রায় সাত/ আট বছর ধরে ব্লগিং করছি। আপনি খুব ভাল করেই জানেন যে আমি প্রবাসী ব্লগার। আপনি আমাকে বিএনপির সমালোচনা করায় জামাতী বলে সম্বোধন করছেন ঠিক যেভাবে ব্লগার কলাবাগান, সোনাগাজী এবং চট্টগ্রামের জনৈক ব্লগার করত আওয়ামিলীগের সমালোচনা করায়। আপনাকে আজ তাদের একই কাতারে দেখতে পেয়ে খুবই খারাপ লাগছে।

আপনি নিজ মুখেই অবস্য স্বীকার করলেন যে ''আমি অবশ্যই দলান্ধ, যেমন দলান্ধ বৈশাখী-কলাবাগান গং''। এরপরে আমার আর কিছুই বলার নাই । খুশি হব এই কমেন্টের প্রতিউত্তর না দিলে।

৩৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৭

রানার ব্লগ বলেছেন: ঢাবিয়ান @ সত্য কথা বললেই ট্যাগিং মনে হবার কারন কি ?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩১

জুল ভার্ন বলেছেন: ১৭/১৮ বছরের অভিজ্ঞতায় ট্যাগিং নিয়ে আমার কোনো বিকার নাই! বরং আমি আমার দল নিয়ে গর্ব করি।

৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৭

জ্যাকেল বলেছেন: সেনাপ্রধান যে বাংলাদেশের স্বার্থের থোরাই কেয়ার করে তার জ্বলজ্যান্ত প্রমাণ হইল পিলখানা হত্যাকান্ড বিচার বন্ধে তার কঠোর হস্তক্ষেপ। আর এখন হুমকি ধামকি দিয়ে সবাইকে ভয় দেখাতে চাচ্ছে।

ভাইসাহেব, খুবই দুঃখজনক যে পাপিষ্টা হাসিনার শিষ্যরা আজো বহাল তবিয়তে আছে!

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৫

জুল ভার্ন বলেছেন: সেই জন্যই 'শ্রেনী শত্রু খতম' করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.