নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এর বক্তব্য পর্যালোচনা....

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫২

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এর বক্তব্য পর্যালোচনা....

* ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

* তিনি বলেছেনঃ ''আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসব।"

* তিনি বলেছেনঃ "আজকে পুলিশ সদস্য কাজ করছে না। কারণ তাদের অনেকেই জেলে। র‍্যাব, বিজিবি প্যানিকড। দেশের শান্তিরক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। আনসার বাহিনী আছে। ৩০ হাজার সেনাবাহিনী সদস্য নিয়ে আমরা কীভাবে করব?"

* "আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি, ১৮ মাসের কথা বলেছিলাম। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।"

* ''সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে।"

* 'আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার।"

* ওয়াকার-উজ-জামান বলেন, "সেনাবাহিনীর ওপর আক্রমণ করবেন না। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কী কারণে জানি না। আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়। আমাদের উপদেশ দেন, আমি সবার কাছে স্মরণাপন্য হই, আমরা ভালো উপদেশ গ্রহণ করব, আমরা এক থাকতে চাই, দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই।"

* "একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, অপরাধীরা এর সুযোগ নিচ্ছে"- বলেও জানান তিনি।

দেশে এতো যে বিশৃঙ্খলা তা জেনারেল ওয়াকারের কথার অনেকটাই মেনে নেয়া উচিত। কিন্তু আমি তার কথা পুরোপুরি ভালোভাবে নিতে পারছিনা। তার বক্তব্যে উপদেশ, কি উচিত কি উচিত না, এইসব নিয়ে কিছু জরুরী আলাপ থাকলেও প্রচ্ছন্ন কিছু একটা যে আছে, সেটা উপেক্ষা করতে পারছিনা!

সার্বভৌমত্ব নিয়ে সমস‍্যা হলে দেশের সহস্রবাহিনী আছে, তারা কি করছে যে সার্বভৌমত্ব নিয়ে কেউ টানাটানি করার এতো সহজ সাহস পায়? কিকরে পায়? আবার আপনি তা কিকারণে সতর্ক ভঙ্গিতে ভয় হিসেবে সাধারণের ভেতর ইন্সটল করতে চাইছেন? কেন? ইট ডাজন্ট এলাইন প্রপারলি....কোথাও সমস‍্যা আছে।

পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে বারবার, এদেরকে দমন করেন শক্ত হাতে। এমনকি কেউ কোন বাহিনীর ওপর আক্রমণ করার সাহস দেখালে যে ই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, সারাজীবনের শিক্ষা দেয়ার ব‍্যবস্থা করেন- যেন কেউ চেইন অব কমান্ড ভাঙার সাহস না পায়।

আইন শৃঙ্ক্ষলা রক্ষা করার দায়িত্ব প্রাথমিক ভাবে পুলিশের। সরকার সেই জায়গায় সবার আগে সংস্কার করুক। আমরা তো হাসিনাবাহিনী, সে পুলিশেরই হোক বা তিনবাহিনীতে হোক, বদল চাই, অন্যায়কারীদের বিচার চাই।
সে যে ই হোক; অন‍্যায় করেছে কিন্তু "এখন তারা ভয়ে আছে, চাপে আছে, তদন্তে আছে…'- এই কথাগুলো কোনভাবেই আলোচনায় আসা উচিত না। তো সেজন‍্য তাই তারা সহযোগিতা করছেনা? তাদেরকে বলতে হবে, ‘যা করেছেন, ভুলে যান, রিল‍্যাক্স, মাস্তি করেন, আসেন কাজ করেন?’ আশ্চর্য‍্য!
আই ডোন্ট গেট ইট। আমরা তো ওদের বিচার চাই। সরকার ঢেলে সাজাক। দেশে শিক্ষিত বেকারের অভাব নাই- নতুন নিয়োগ হোক।

আবার একইসঙ্গে বিএনপি/জামাত/ কিছু ছাত্রসমন্বয়কদের ভেতরে যে অগ্রহণযোগ্য কোন্দল চলছে, সেই বিশ্রী অবস্থা থেকে দেশের ও দেশের মানুষের আসলেই মুক্তি দরকার।
ইট হ‍্যাজ গন বিয়ন্ড লিমিটস! এটার যে ডেফিনিট বেনিফিশিয়ারি শত্রুপক্ষ, সেটা বুঝতে কারোরই বৈজ্ঞানিক হওয়া লাগেনা। অথচ এরা সেটা দেখতে পাচ্ছে!

আমরা বরং রাজনৈতিক দল ও পক্ষগুলিকে আহ্বান জানাই, ‘মাইন্ড ইওরস’ মন্ত্র নিয়ে কে কতোটা দেশ রক্ষায় একটিভ থাকতে পারে, সে বিষয়ে। কারা কারা সরাসরি ঘটমান সন্ত্রাস, সহিংসতা রুখতে সরকারকে উপদেশ ও সরাসরি সহযোগিতা করতে পারে, কতটা করতে পারে।
যারা সমাজও দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ ডেডিকেশন নিয়ে কাজ করবে, তাদেরকেই মানুষ নেতা বানাবে, শুধু দলীয় বক্তৃতা আর একে অন‍্যরে সাথে কে কতটা ক্ল‍্যাশ-সফল, তা দেখে না। সবকিছু যতোটা সহজ দেখায়, ততোটা নয়। এটা একটা প্রাইম টাইম- যে জিতবে সেই টিকবে।

দৃঢ়ভাবে বলতে চাই-
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- বি ডি আর হত্যাকারীরা অবশ্যই বি ডি আর সদস্যরা। কিন্তু নেপথ্যে কলকাঠি নাড়িয়েছে আওয়ামী লীগ। আমরা বিডিআর ম‍্যাসাকারের বিচার চাই।

** ভালোর মধ্যে মন্দঃ
(১) ডক্টর ইউনুস সরকার প্রধান, বিশ্ববরেণ্য সম্মানীয় ব্যক্তিত্ব, তাকে একটু সম্মান করে সম্বোধন করা উচিৎ ছিলো।

(২) অমন হুমকি ধামকি শেখ হাসিনাও দিয়েছে......সবাই কিন্তু ভয় পায়না।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০০

সৈয়দ কুতুব বলেছেন: সেনা প্রধান কাকে হুমকি দিয়েছে? :-* । তিনি যদি কড়া না হন তবে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ছাড়া করে মরবে। তিনি বার বার বলেছেন উনার ক্ষমতার প্রতি লোভ নেই। আসলে তো তাই। নির্বাচন দেরিতে হওয়ার জন্য নানা অজুহাত সৃষ্টি করা হচ্ছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: যারা গন্ডগোল করার পায়তারা করছে তাদেরকেই হুমকি দিয়েছেন, বিডিআর ম্যাসাকার নিয়েও হুমকি দিয়েছেন- যেখানে স্পষ্টতই ঐ বিষয় নিয়ে আর কোনো বিতর্ক না করার নির্দেশ দিয়ে থাকতে পারেন। আমরাঈ মনে প্রাণে বিশ্বাস করি তিনি ক্ষমতা লোভী নন।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: তার বক্তব্যের সাথে এক মত। রাজনৈতিক দলগুলো যা শুরু করেছে তাতে তার এমন অবস্থান না হয়ে উপায় নেই।

আর একটা হচ্ছে তিনি যদি সত্যি ক্ষমতা দখল করতে চাইতেন করতে পারতেন। এমন কি চাইলে এখনও পারেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: একমত। তিনি মোটেই ক্ষমতা লোভী নন। তার মতো পরিচ্ছন্ন সেনাপ্রধান নিকট অতীতে একজনও ছিলেন না। স্যালুট হিম।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৬

ঢাবিয়ান বলেছেন: দেশের বর্তমানের সকল অরাজকতার মুল হোতা হচ্ছে আর্মি । আইন শৃংখলা বাহিনী ও বিচার বিভাগকে পুরোপুরি নিষ্ক্রিয় করে রেখেছে আর্মি। উপদেষ্টাগুলো এখন অনেকটাই ডামির ভুমিকায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৬

জুল ভার্ন বলেছেন: যদি তাই হয় তবে তা অত্যন্ত দুঃখ জনক!

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবশেষে সেনা প্রধানকে সেলুট। ক্লান্তি কালে সাথে ছিলেন। এবার যাই হোক এই দেশের মানুষ যদি ভালো চায় ভালটা মিলবে না হয় যেমন কপালে রয়েছে তাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৮

জুল ভার্ন বলেছেন: ক্লান্তিকাল নয়, ক্রান্তিকাল। আপনার বক্তব্যের সাথে একমত।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৩

এ পথের পথিক বলেছেন: ক্যান্টনমেন্টে খুনিদের আশ্রয় দিয়েছিল কারা আর পালিয়ে যেতে দিয়েছিল কারা তার কাছ থেকে এ উত্তর পাওয়া যেতে পারে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৯

জুল ভার্ন বলেছেন: এমন প্রশ্ন সকল শ্রেণীর মানুষের মধ্যে আছে.....

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার পোস্ট হিট !

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪০

জুল ভার্ন বলেছেন: আমি হিট সিকার/ এটেনশন সিকার ব্লগার নই।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন ভাইয়া, ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৭

কৃষ্ণের মুরলী বলেছেন: খারাপ কিছু বলেন নাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪২

জুল ভার্ন বলেছেন: খারাপ ভালো দুটিই বলেছি। আশা করবো- ভালোটা সত্য হোক।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৯

কামাল১৮ বলেছেন: সংবিধানের কিছু ধারা বাদ না দিয়ে আর্মির ক্ষমতা দখল নিরাপদ না।১/১১ সরকারের মতো হতে পারে।বর্তমান সরকারও তাই। কিন্তু পার্থক্য আর্মি ততটা ক্ষমতা দেখাছে না।১/১১ সরকারের পরিণতি ভাল ছিলো না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

জুল ভার্ন বলেছেন: সেইজন্যই সতর্ক পদক্ষেপ। নতুন কিংস পার্টি বৈ ছা আ।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

কৃষ্ণের মুরলী বলেছেন: আমি জেনারেল ওয়াকারের কথা বলেছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০০

জুল ভার্ন বলেছেন: বি ডি আর ম্যাসাকার নিয়ে বক্তব্যটা ছাড়া সবই ভালো লেগেছে।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৯

এ পথের পথিক বলেছেন: জুল ভার্ন ভাই প্রথম কিংস পার্টি কিন্তু বিএনপি, ছাত্ররা তাদের দেখে শিখছে হয়ত :)
( যদিও আপনি বয়সে আমার অনেক বড় তারপরও ভাই বললাম, ভাই শব্দ আমার পছন্দের )

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪২

আদিত্য ০১ বলেছেন: আহারে কি কষ্ট! আহ! আজ আর ঘুম হবে না আপনার। ওয়াকার কেন এগুলো বললো! ইশ! কি দুঃখ! কেন জুল ভার্নের মনের মত বললো না। কালই সামুর টীম আর আপনার ব্লগার বাহিনী নিয়ে মব ভায়োলেন্সে নামুন। কেন ওয়াকার আপনাদের মনের মত করে বললো না

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৬

মেঘনা বলেছেন: সেনাপ্রধান পূর্ণ প্রটোকল ফলো করে, সেনা হেলিকপ্টারে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছেন।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৯

কামাল১৮ বলেছেন: সমস্ত দলের অংশ গ্রহনে নির্বাচনের কথা বলেছেন সেনা প্রধান।এটা আমেরিকার নির্দেশ।সমস্ত দলের জন্য কড়া হুসিয়ারী দিয়েছেন সেনা প্রধান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.