![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ব্লগার ঢাবিয়ান,
গতকাল আমার একটা পোস্টে আপনার মন্তব্যকে কেন্দ্র করে আমার মন্তব্য যথাযথ হয়নি। আমার ধৈর্য্য ধরা উচিৎ ছিলো, সংযত হওয়া উচিত ছিল। আমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে আপনার মনে কষ্ট দিয়েছি- সেজন্য আমি অনুতপ্ত। লজ্জিত।
আপনার সাথে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করার অন্য কোনো মাধ্যম জানা না থাকায় ব্লগে পোস্ট দেওয়া ছাড়া উপায় ছিলো না।
শুভ কামনা।
বিনীত-
জুলভার্ন।