![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
বই রিভিউ
‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’
রুপক বিধৌত সাধু
বরাবরের মতোই এবারের একুশে বই মেলা থেকে অনেক বই কিনেছি। ইচ্ছে ছিল ব্লগার বন্ধুদের বইগুলো পড়ে ছোট করে হলেও পাঠপ্রতিক্রিয়া শেয়ার করবো। রুপক বিধৌত সাধুর 'কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ বইটা কিনেছি দুই সপ্তাহ আগে। বইয়ের নাম রবি ঠাকুরের একটি বিখ্যাত গানের একটা চরন....
কয়েকটা গল্প পড়ে মনে হয়েছে সাধুর বইয়ের গল্প আগেও ব্লগে পড়েছি, তবে ভিন্ন আংগিকে। পুরনো লেখা পড়ার প্রতি আগ্রহে ভাটা পড়ে, তবুও পড়েছি- পাঠপ্রতিক্রিয়ার লিখে লেখককে উৎসাহিত করার জন্য।
লেখক সাধুর এটাই প্রথম প্রকাশিত গল্পের বই হলেও তিনি লেখালেখিতে পুরনো। এই বইয়ের আগে তার দুইটি কবিতার বই প্রকাশিত হয়েছে। কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ গল্পের বই না বলে গল্পগুচ্ছ বই বলাই শ্রেয়। আবার গল্পগুচ্ছ বলতেই বাংলা সাহিত্যের অন্যতম সেরা রত্ন রবীন্দ্রনাথ ঠাকুরের "গল্পগুচ্ছ"'র কথা মনে করিয়ে দেয়। সাধুর বইটিতে মোট ২৪ টা গল্প আছে। বেশীরভাগ গল্পই লেখকের জীবনের গল্প। এই গল্প সংকলনটিতে লেখকের জীবনের বিভিন্ন সময়ের ঘটনাবলী নিয়ে ছোট ছোট গল্পগুলো অন্তর্ভুক্ত হয়েছে, যা সমাজের বিভিন্ন স্তরের জীবনযাত্রা, মানুষের মনস্তত্ত্ব, এবং সম্পর্কের জটিলতা তুলে ধরে। তাঁর গল্পগুলো শুধুমাত্র কাহিনী নয়, বরং একটি সময়ে বাঁধা সমাজের প্রতিচ্ছবি। এই গল্পগুলো আমাদের সামনে এক গভীর জীবনদর্শন তুলে ধরে, যা এখনো সমকালীন।
গল্পগুলোর বৈচিত্র্যঃ
"কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’"র অন্যতম আকর্ষণ এর গল্পগুলোর বৈচিত্র্য। গল্পগুলোতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। যেমন, "কোচিংয়ের গল্প", " মোহভঙ্গ", "...... প্রতারিত হওয়ার কেচ্ছা",- ইত্যাদি। "আমি আর আমার দুষ্টু ছাত্রীরা" গল্পে দেখা যায় এক দরিদ্র গৃহশিক্ষকের জীবনসংগ্রাম এবং তার ছাত্রীর সঙ্গে এক স্নেহমাখা সম্পর্ক। অন্যদিকে "থাকে শুধু অন্ধকার" গল্পটি আশাভঙ্গ, সামাজিক বাধ্যবাধকতা এবং সম্পর্কের তিক্ততা নিয়ে লেখা।
মানবিকতা ও সম্পর্কের জটিলতাঃ
লেখক তাঁর প্রতিটি গল্পে মানবিকতার এক গভীর দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলেছেন। সম্পর্কের জটিলতা, আত্মপরিচয়, প্রেম-বিরহ, এবং সামাজিক বাধা সবই গল্পগুলোতে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তাঁর প্রতিটি গল্পের শেষে একটি গভীর মানবিক বার্তা থাকে, যা পাঠককে ভাবতে বাধ্য করে।
ভাষার সরলতা ও সৌন্দর্যঃ
আপনার লেখ্য ভাষা অত্যন্ত সরল, অনেকটা কথ্য ভাষা কিন্তু গভীরতর। বর্ণনা এবং সংলাপগুলো এতটাই জীবন্ত যে পাঠক সহজেই গল্পের পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে। প্রতিটি গল্পে পারিপার্শ্বিক এবং পরিবেশ পরিস্থিতির চিত্রধারণের ক্ষমতা, সংবেদনশীলতা এবং মানবিক চিন্তাভাবনা চোখে পড়ে।
উপসংহারঃ
"কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’" শুধুমাত্র গল্পের সংকলন নয়, এটি আমাদের মতো সাধারণ মানুষের আবেগ, অনুভূতি, সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার এক অনবদ্য প্রতিফলন। যারা যাপিত জীবনের গল্প ভালোবাসেন, তাদের জন্য এই বইটি প্রত্যাশা পূরণ করবে। লেখক সাধুর জন্য অনেক সাধুবাদ।
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ বইটি উৎসব প্রকাশনী থেকে এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইয়ের গল্পের মতো বইয়ের বাঁধাই খুব সুন্দর হয়েছে। বইমেলা শেষ হয়েছে। তারপরও বইটি পাওয়া যাবে রকমারিতে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৯
জুল ভার্ন বলেছেন: আপনার সুন্দর গল্পের বইয়ের জন্যও ধন্যবাদ।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
ধুলোপরা চিঠি বলেছেন:
@রূপক বিধৌত সাধু ,
বই প্রকাশ করতে আপনার নিজের পকেট থেকে টাকা দিতে হয়েছে কিনা? যদি টাকা দিয়ে থাকেন, কি পরিমাণ দিয়েছেন?
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
এইচ এন নার্গিস বলেছেন: নাম টা শুনেই ইচ্ছা হচ্ছে পড়তে ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৯
জুল ভার্ন বলেছেন: হ্যা নামটা খুব সুন্দর!
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ধুলোপরা চিঠি বলেছেন:
@রূপক বিধৌত সাধু, বই প্রকাশ করতে আপনার নিজের পকেট থেকে টাকা দিতে হয়েছে কিনা? যদি টাকা দিয়ে থাকেন, কি পরিমাণ দিয়েছেন?
প্রকাশক আর আমার খরচ অর্ধেক অর্ধেক ছিল। মার্কেটিংসহ আনুষঙ্গিক সব কাজ প্রকাশকের। আমাকে অর্ধেক বই দেওয়ার কথা। টাকার অঙ্কটা এখানে বলতে চাচ্ছি না। আমার মেইলে নক দিতে পারেন।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০০
মেহবুবা বলেছেন: বই না পড়া হোল, রিভিউ দেখা তো হোল।
ব্লগার যে নামে আছেন সেটাই ওনার নাম? বইয়ের লেখকের নাম দেখে বলছি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১১
জুল ভার্ন বলেছেন: তেমন জিজ্ঞাসা আমারও....... তারপর ভাবলাম, নাম দিয়ে কি হবে!
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৫
সামিয়া বলেছেন: রিভিউ পড়ে বইটি পড়তে ইচ্ছে করছে। আপনাদের দুজনের জন্য রইল শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: সংক্ষিপ্তভাবে এত সুন্দর রিভিউয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ।