নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

জীবন থেকে নেওয়া....

০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৪

জীবন থেকে নেওয়া....

'গুম এবং অতঃপর' বইটি একান্তই আমার জীবনে ঘটে যাওয়া সত্যিকার ঘটনা এলোমেলো ভাবে লেখা একটি বই। আমাকে কিভাবে গুম করা হয়েছিল, গুম অবস্থায় জিজ্ঞাসাবাদ, নির্যাতনের বর্ননা এবং গুহার মতো যায়গায় কিভাবে গুম কালীন সময়ে ছিলাম- সেইসব লেখার সাথে লিখেছি গুম জীবনে S M Sagor ফসিউল আলম এর সাথে কয়েক মিনিটের কথা। শেষ রাতে সহযোদ্ধা Zahid Hassan, Rezwanul Haque Shovan (ব্লগার শের শায়েরী) Rajon Bapari Wasim Iftekharul Haque এর সাথে দেখা হওয়া থেকে জেল জীবনের কথা....

গুম জীবনে গুহাবন্দী অবস্থায় আমার চোখ বাঁধা এবং দুইহাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ লাগানো থাকতো সব সময়। দশ দিনের মধ্যে আমার একটি বারের জন্যও দিন/রাতের সময় জ্ঞান ছিলো না। আন্দাজ করি- গুমের দ্বিতীয় দিন আমাকে গুহা থেকে টেনেহিচড়ে বের করে নিয়ে যায় টর্চার সেলে...

প্রশ্নঃ 'আবু সুফিয়ান কে? তার সাথে আপনার সম্পর্ক কি? তিনি একটা নিউজ করেছেন- আপনি নিখোঁজ....'!

আমি জবাব দেই- "আবু সুফিয়ান আমার অনুজ প্রতীম বন্ধু। বাংলাভিশন টেলিভিশন চ্যানেলের রিপোর্টার ছিলেন। পরে নিজেই একটা অনলাইন নিউজ পোর্টাল করেছেন। তার সাথে অনেক দিন আমার যোগাযোগ নাই....'। এই নিয়ে অনেক অবান্তর প্রশ্ন-
'যার সাথে যোগাযোগ নাই সে কিভাবে তোর নিখোঁজ সম্পর্কে নিউজ করে?'

যার জবাব সত্যিই আমার জানা নাই, কারণ, আমিতো ওদের হাতে বন্দী। কারোর সাথে দেখা সাক্ষাৎ, কথা বলারও কোনো সুযোগ নাই। তবুও আমার দোষ! অতএব, চালাও নির্যাতন.... শুরু হলো বেধড়ক মারধর....

জেল থেকে মুক্তি পেয়ে আমার স্ত্রীর কাছে জানতে পারি- আমার নিখোঁজের পর সম্ভাব্য সব যায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে আমার স্ত্রী এবং ছোট ভগ্নীপতি মিজান সাংবাদিক Abu Sufian ভাইকে জানায়। সুফিয়ান ভাই সাথে সাথে নিজে রিপোর্ট করে এবং তার পরিচিত অন্যান্য সাংবাদিকদের আমার নিখোঁজ সম্পর্কে নিউজ করতে বলে। অন্যদিকে আমাকে যখন ষ্টীমার থেকে তুলে নিয়ে আসে তখন বিবিসি এবং ডেইলি স্টার এর সিনিয়র সাংবাদিক মোরশেদ আলী খান সাহেব আমার পাশেই ছিলেন। তিনিও তার অনুজ প্রতীম সাংবাদিকদেরও জানিয়ে দেন- "হুমায়ুন কবির নামে এক জনকে ষ্টীমার থেকে সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে জোরজবরদস্তি তুলে নিয়ে গিয়েছে...."!

একদিকে সুফিয়ান ভাই অন্যদিকে মোরশেদ আলী খান সাহেবের সামান্য সূত্রের খবর একই দিনে ১০/১২ টা জাতীয় দৈনিক এবং সোশ্যাল মিডিয়া নিউজ পোর্টাল প্রচার করে। ব্লগার বন্ধু বিদ্রোহী ভৃগু ( Mim Masqur) এবং অস্ট্রেলিয়া প্রবাসী ব্লগার Mostofa Kamal Palash আমার গুম বিষয়ে ব্লগে পোস্ট দেয়। সব নিউজেই আমার ছবির যোগানদার উল্লেখ্য দুই ব্লগার এবং বন্ধু স্বজন আবু সুফিয়ান ভাই। আমার গুমের খবর খুব দ্রুত মিডিয়ায় চাউর হওয়ায় আমার উপর শারীরিক নির্যাতনের মাত্রা বেড়ে গেলেও ক্রস ফায়ার থেকে রক্ষা পেয়েছিলাম।
সাংবাদিক মোরশেদ আলী খান এবং আবু সুফিয়ান ভাই সম্পর্কে আমার বইতে লিখেছি....

সুফিয়ান ভাই বর্তমানে দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক/ রিপোর্টার। তিনি নিজেও 'ক্রসফায়ারের নীলনকশা' নামে অত্যন্ত পরিশ্রমী অনুসন্ধানী মূলক একটা বই লিখেছেন, যা এবারের বই মেলায় অন্যতম বেস্টসেলার তালিকায় স্থান পেয়েছে। অন্যদিকে সিনিয়র সাংবাদিক মোরশেদ আলী খান সাহেব আমার গুম মামলার একমাত্র চাক্ষুষ সাক্ষী।

কয়েক দিন আগে আবু সুফিয়ান ভাই তার লেখা 'ক্রসফায়ারের নীলনকশা' বইটি আমাকে গিফট করেছেন। আমিও তার অফিসে গিয়ে আমার দেশ সম্পাদক শ্রদ্ধেয় মাহামুদুর রহমান ভাইকে এবং আবু সুফিয়ান ভাইকে আমার লেখা বই গিফট করেছি।

(ছবি তোলক Mohammad Emran Hossain)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৫:০৩

নতুন বলেছেন: মানুষ এতো নিস্ঠুর কিভাবে হয়?

আর অন্যায়ের তো একটা লিমিট আছে। আমার বস বললেই তো আমি অমানুষ হয়ে যাবো না।

আমাদের দেশের জনগন ভালো নতুবা,

বিশ্বের অনেক দেশেই এমন গুম বা অপহরনের পরে যদি কেউ কারা করেছে খোজ পায় তবে অনেকেই তাদের মেরে ফেলতো। অনেকেই অনেক বছর পরেও তার উপরে অত্যাচারের প্রতিশোধ নিতো। :|

০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৫

জুল ভার্ন বলেছেন: পোস্টে উল্লেখিত আমি এবং আরও একজন ছাড়া সবাইকে গুম করেছে যার যার বাড়ি থেকে, আত্মীয় স্বজনদের সামনে থেকে। তারা অন্তত জানতো কারা তুলে নিয়ে গিয়েছে। কিন্তু আমার বেলায় ছিলো ভিন্ন পরিস্থিতি। আমাকে সাদা পোশাকের লোকজন অস্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়, যেখানে আমার পরিচিত কেউ ছিলো না এবং আমাকে কেউ চিনতো না.....

এভাবে হঠাৎ আমার নিখোঁজ হয়ে যাওয়ায় আমার স্ত্রী সন্তান ঢাকা শহরের সকল থানা হাসপাতালে খুঁজেছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি, পুলিশ কমিশনার, র‍্যাব ডিজি, ডিবি, এসবি, সি আই ডি অফিসে প্রতিদিন ধর্ণা দিয়েছে। পত্রিকায়, টিভি নিউজে নদীতে ভাসমান, রেললাইনের পাশে যেখানে 'অজ্ঞাতনামা লাশ' পাওয়ার সংবাদ পেয়েছে- সেখানেই ছুটে গিয়েছে। হাসপাতালের মর্গে থাকা লাশের মধ্যে আমাকে খুঁজেছে.....

২| ০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৫:২৯

ধুলোপরা চিঠি বলেছেন:



পোষ্টের ২য় ছবি কি মাহমুদুর রহমানের সাথে?

০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৯

জুল ভার্ন বলেছেন: জ্বি। ওনার সাথে আমার দীর্ঘ বছরের পরিচয় এবং ঘনিষ্টতা। ২০০১ সালে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ ক্লাবের সভাপতি। আমিও এমবিএ ক্লাবের সদস্য। সেই হিসেবে চেনাজানা।

৩| ০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০০

ধুলোপরা চিঠি বলেছেন:



কি কারণে গুম করেছিলো, কোন ধারণা?

০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১০

জুল ভার্ন বলেছেন: আমি বিএনপি সমর্থক। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দুর্নীতি, গুম খুন এবং ভোট ডাকাতির বিরুদ্ধে লিখতাম.....

৪| ০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

ধুলোপরা চিঠি বলেছেন:




শাহবাগ আন্দোলনের সময়, সাংবাদিক মাহমুদুর রহমান, মোল্লা শফি ও বেগম জিয়া বলেছিলেন, "ব্লগারেরা নাস্তিক"; ইহার পর ১৭ জন ব্লগারকে হত্যা করা হয়েছিলো ও ৩৯ জন আহত হয়েছিলো জংগীদের হাতে।

মাহমুদুর রহমান শেখ হাসিনার সরকারের শত্রুতে পরিণত হয়েছিলো।

০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

জুল ভার্ন বলেছেন: ২০০৯ সাল থেকে দেশে সকল অপকর্ম শেখ হাসিনা করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনী বাহিনী সব হত্যার পেছনে কলকাঠি নেড়েছে।

৫| ০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২১

ধুলোপরা চিঠি বলেছেন:



লেখক বলেছেন: আমি বিএনপি সমর্থক। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দুর্নীতি, গুম খুন এবং ভোট ডাকাতির বিরুদ্ধে লিখতাম.....

-আপনি কোথায় লিখতেন?

০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

জুল ভার্ন বলেছেন: আপনি কি আমার ইন্টারভিউ নিচ্ছেন? না কি ইন্টারোগেশন করছেন??
সোনা এবং সোনার চামচাদের মতো ছাগলের নাদির মতো ন্যাদাইয়া মন্তব্য বাড়ানোর ব্লগার আমি নই।
আগ্রহ হলে খবর নিয়ে দেখবেন- সোশ্যাল মিডিয়ায় আমার একটা অবস্থান আছে।

ধন্যবাদ।

৬| ০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

ধুলোপরা চিঠি বলেছেন:



যখনই ব্লগে কিছু লিখবেন, তখন মানুষ অনেক কিছু জানতে চাইবেন! অন্য মিডিয়ায় লিখলে, প্রশ্ন আসে না, উত্তর দেয়ার দরকার হয় না।

০৩ রা মার্চ, ২০২৫ রাত ৯:০৮

জুল ভার্ন বলেছেন: আমি আপনার প্রশ্নের যথাযথ জবাব দিয়েছি। কিন্তু আপনার প্রশ্নের ধরণ ব্লগ থেকে বিতাড়িত কুখ্যাত এক ব্লগার এবং তার দোসরদের সাথে হুবুহু মিল!

৭| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ৯:০০

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনি এবং আপনার পরিবারের উপর দিয়ে যে অবর্ননীয় কষ্ট এবং দূর্ভোগ গেছে তা কোনোভাবেই পূরন করা সম্ভব নয়। আপনার প্রতি গভীর শ্রদ্ধা এবং সন্মানবোধ জানাই। ধন্যবাদ আপনাকে নিজের জীবনের এই ঘটনাটি শেয়ার করার জন্য।

০৩ রা মার্চ, ২০২৫ রাত ৯:০৯

জুল ভার্ন বলেছেন: সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানাই। এভাবেই যেনো আমরা সবাই সবার আনন্দ বেদনা, দুঃখ কষ্টে একাত্মবোধ থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.