নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

কি করে বুঝবেন \'উনারা তারা\'....

১৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:১০

কি করে বুঝবেন 'উনারা তারা'....

গুম নির্যাতনের পর গ্রেফতার নাটক, থানায় হস্তান্তর। ৭ দিনের রিমান্ড শেষে রাত সাড়ে দশটার দিকে যখন আমাকে আর Zahid Hassan কে কেন্দ্রীয় কারাগার মেডিক্যাল ওয়ার্ডে পাঠানো হলো তখন আমার শারীরিক মানসিক অবস্থা লবেজান! নির্ঘুম রাতের ফজরের আজানের সময় ডেকে তোলে। কেস টেবিলে যাওয়ার জন্য চার তলা থেকে নেমে শীত কুয়াশার মধ্যে বসে থাকা। কেস টেবিল থেকে সাড়ে এগারোটা নাগাদ ওয়ার্ডে ফিরে শাওয়ার করি। যোহরের নামাজ আদায় করে যতসামান্য খেয়ে অন্য একজন আসামির পায়ের কাছে কুকুরের মতো কুন্ডুলি পাকিয়ে বসে আছি- ঘুমানোর সুযোগ নাই....

সাড়ে তিনটা নাগাদ হঠাৎ দেখি ওয়ার্ডের সবাই বের হয়ে যাচ্ছে....(জাহিদ আমাকে বলেছিল- ৪ টার সময় লকআপ খুলে দিবে, তখন বের হয়ে Rezwanul Haque Shovan ফসিউল আলম Wasim Iftekharul Haque দের সাথে দেখা করবো। কিন্তু সাড়ে তিনটায়ই সবাই ওয়ার্ড থেকে বের হয়ে সুরমা ভবন ক্যাম্পাসের ভেতর দাঁড়িয়ে যায়)। একটুখানি খালি যায়গা পেয়ে আমি যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি তখন দুইজন মধ্যবয়সী লোক ভেতরে ঢুকে অধিকতর বয়স্কজন আমাকে সালাম দিয়ে হাত বাড়িয়ে বলে- "মুরব্বি কেমন আছেন?"
স্বভাব মতো আমিও দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলে তিনি অত্যন্ত তমিজের সাথে আমাকে তার শিনার সাথে অনেকক্ষণ জড়িয়ে রাখলেন। কোলাকুলি পর্ব শেষ হলেও তিনি আমার হাত ছাড়ছেন না...দুই হাতের ভেতর আমার হাত নিয়ে মৃদু কচলাচ্ছেন....

জিজ্ঞেস করলেন- কি মামলায় গ্রেফতার হয়ে জেলে এসেছি?

কেস টেবিল থেকে ফেরার পথে জাহিদ আমাকে সাবধান করে দিয়েছে- "ভাই, জেলে খুব সাবধানে কথা বলবেন। জেলেও কিন্তু গোয়েন্দা আছে...."- সে কথা মনে পড়তেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় সতর্ক হয়ে যায়।

আমি শুধু বলি- 'মিথ্যা মামলায়।'
হাত কচলাতে কচলাতে লোকটা বললো- আইনী পরামর্শ / সহায়তা লাগলে বিনে পয়সায় তারা ব্যবস্থা করবে....

আমি বললাম- 'আমি খুব ক্লান্ত, অসুস্থ। আমি একটু ঘুমাবো...'- কিন্তু সে আমার হাত ছাড়ছে না! ঠিক তখনই ওয়ার্ড রাইটার চলে আসে, পেছনে জাহিদ। ওয়ার্ড রাইটার তাদের দেখেই ধমক দেয়- অনুমতি ছাড়া ওয়ার্ডে ঢোকার জন্য। লোক দুজন দ্রুত চলে যায়। ওয়ার্ড রাইটার নাহিদ আমাকে বলে- "আংকেল, অপরিচিত কেউ ওয়ার্ডে ঢোকা নিষেধ, তাদের সাথে কথা বলবেন না।"

'আমি ওদের চিনি না'- বললাম।

জাহিদ বলে, "ভাই, ওরা জামাতের কর্মী। ওরা আইনী সহায়তা দেওয়া, টাকাপয়সা দিয়ে ওদের দলে টানে...ওদের থেকে সাবধান থাকবেন।"

আমি বলি- 'কি করে বুঝলা ওরা জামাতের লোক?'

জাহিদ বলে- "ওরা হ্যান্ড শেক করে কোলাকুলি করবে। কোলাকুলি শেষ করেও হাত ছাড়বে না। আপনার হাত নিয়ে ওরা কচলাকচলি করতে করতে কথা বলবে। আমাকেও ধরছিল!"

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:১৫

চাষী২০২৫ বলেছেন:



আপনার অনেক কথার মাঝে মিল কম।

১৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৪৩

জুল ভার্ন বলেছেন: এটা কতো নম্বর?

এবার চাষী২০২৫ নামে এসেছেন

২| ১৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৫৬

চাষী২০২৫ বলেছেন:



ব্লগার কান্ডারীর পিতার মৃত্যুর পর, তিনি পরিবারের ভার নেয়ার জন্য আমেরিকা ছেড়ে দেশে রয়ে গেলেন; তারপর, অনেক কষ্টে চাকুরী পেলেন; সেই লোক কিভাবে বেগম জিয়ার জবানবন্দীর বই'এর সাথে যুক্ত হলেন? কারা কিভাবে উনাকে ওখানে নিলেন?

১৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৫

জুল ভার্ন বলেছেন: আমেরিকান OP-1 ডাইভার্সিটি প্রোজেক্টে অনেক গাধা-গরু গিয়েছিল। তাদেরই সদস্য আপনি, তা এই মন্তব্যতেই নিশ্চিত হলাম। আমি যা লিখিনি, আমার পোস্টের বক্তব্য বিকৃত করে বলদের মতো আউলা ঝাউলা প্রশ্ন করেছেন!

৩| ১৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

সৈয়দ কুতুব বলেছেন: জামাত এসব কচলানি কাজে অভিজ্ঞ ! :-P

১৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০০

জুল ভার্ন বলেছেন:

৪| ১৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি ভাবছিলাম তাবলিগের লোক!

১৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০০

জুল ভার্ন বলেছেন: দুটোই কাছাকাছি.....

৫| ১৮ ই মার্চ, ২০২৫ রাত ১০:৫৯

জ্যাক স্মিথ বলেছেন: তারা কথা বলার সময় এক হাত কাধের উপর রাখে এবং আরেক হাত ধরে রাখে। হ্যান্ডসেক করার পর ওই হাত আর ছাড়ে না।
বিষয়টা হচ্ছে এমন- আপনার ডান হাত তার ডান হাত দিয়ে ধরে রাখবে আর তার বা হাত আপনার ডান কাধে রাখবে।
মানুষের মন গলানোর এটা খুব কার্যকারী একটা পদ্ধতি, এভাবে কেউ আপনার সাথে কথা বললে আপনি তাকে কোন কিছুতে সরাসরি না বলতে পারবেন না।

১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৪৫

জুল ভার্ন বলেছেন: সঠিক পর্যবেক্ষণ।

৬| ২২ শে মার্চ, ২০২৫ রাত ৯:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি ভাবছিলাম তাবলিগের লোক!

লেখক বলেছেন: দুটোই কাছাকাছি....

ঋণাত্মক শূণ্য বলেছেন: উহু, তাবলিগের ৯৯.৯৯% মানুষ আম্লিগার...

২৩ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩৭

জুল ভার্ন বলেছেন: অনেস্টলি বলছি, আমি আপনার মন্তব্যের শেষ বাক্যের মাথামুণ্ডু কিছুই বুঝিনি (এটা আমার মতো 'সেকেলে' লোকের সমস্যা)!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.