নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ আওয়ামী রাজনীতিঃ প্রস্তাবনা.....

২৩ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৪

প্রসঙ্গ আওয়ামী রাজনীতিঃ প্রস্তাবনা.....

খুব লক্ষ্য করে দেখলাম, হাসনাত আবদুল্লাহ- সার্জিস আলম- আইএসপিআর তিন দিকের বক্তব্যের শানেনজুল এবং সারমর্ম একই। একটা বিষয় নিয়ে আলোচনা হতেই পারে। তবে সব আলোচনা পাবলিক করতে হয় না। সব সত্য সব সময় বলতে নেই। সব সত্যিই সব সময় মংগলজনক হয়না। ফ্যাসিবাদের পতন আমরা সবাই চেয়েছিলাম। আমার অনেক আওয়ামী লীগের বন্ধুরাও শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপে অসহ্য হয়ে একটা পরিবর্তন চেয়েছে। স্বৈরশাসকের পতন হয়েছে। এখন দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এই সময়ে আপনারা বাটপার পিনাকীর ফাঁদে পা দিয়ে সেনাপ্রধানের সততা নিয়ে, সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছেন। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অবস্থা সৃষ্টি করেছেন।
ড. মুহাম্মদ ইউনূসকেও আপনারা বিতর্কের মুখে ঠেলে দিচ্ছেন। প্রফেসর ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছেন। আমি মনে করি, আপনারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটা একটা বিপর্যের মধ্যে নিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত আওয়ামী রাজনীতি নিয়ে আমার ব্যক্তিগত প্রস্তাবনা.....

(১) আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন এবং প্রতীক বাতিলের জন্য এবং বিচারিক প্রক্রিয়া শেষে সংসদে ভোটাভুটির মাধ্যমে নিষিদ্ধকরনের জন্য গনস্বাক্ষর অভিযান শুরু করা হোক।

(২) জুলাই শহীদদের পরিবারের ভিডিও রেকর্ডেড অভিমত, এরপর জুলাই আহতদের অভিমত এবং শেষধাপ সাধারন মানুষের গনস্বাক্ষর।

মনে করে দেখুন- ২০০৬ থেকে লীগের পেইড ছানাপোনারা যুদ্ধাপরাধের বিচারের জন্য গনস্বাক্ষর অভিযান শুরু করেছিলো। সেটা ৩৫ বছরের পুরনো ফৌজদারি অপরাধের জন্য।
আর জুলাই গণহত্যার অপরাধ চাক্ষুষ, রক্তাক্ত, বিভীষিকাময়। সুতরাং গনস্বাক্ষর অভিযান শুরু হোক ওদের প্রতীক এবং নাম নিষিদ্ধের জন্য।

রাজনীতি থেকে বুড়ো খোকাদের বিদায় নেয়া উচিত।
একজন রাজনৈতিক নেতা বলেছেন- "বিচার শেষে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যাবেনা, তাদের রাজনীতি করতে বাধা কোথায়।"

মনে করে দেখুন- ১৯৩০'র দশকে যারা জার্মানিতে নাজি পার্টির রাজনীতি করতো তাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন জার্মানিতে আজও রাজনীতি করে। কিন্তু নাজি পার্টি নাম আর স্বস্তিকা চিহ্ন নিয়ে করতে পারেনা।
সেগুলো নিষিদ্ধ।

কারো বিরুদ্ধে ফৌজদারি মামলায় সাজা না থাকলে, ঋণখেলাপী না হলে সে এমনিতেই নির্বাচন করতে পারবে।
তবে জুলাই গণহত্যার অপরাধী সংগঠন আওয়ামী লীগের নাম এবং নৌকা প্রতীক নিয়ে করতে পারবেনা।

'রিফাইন্ড আওয়ামী লীগ' বা 'গুড আওয়ামী লীগ' বলে কিছু নাই। আওয়ামী লীগ হইল গু। গু' র মধ্যে আবার রিফাইন্ড গু হয় না-কি! গু এর মধ্যে যারা রিফাইন্ড গু খোঁজে তারাও গু।
আওয়ামী লীগ একটা ভাইরাস।
এটা ট্রোজান হর্স।
এই ট্রোজান হর্সের পেটে সবসময় লুকিয়ে থাকে গণশত্রু আওয়ামী লীগ।

'It was well anticipated that General Waker might make an opinion to include a dummy Awami League in the election process."- উনি ওনার মন্তব্য করেছেন। এটা চাঞ্চল্যকর কোন কিছু না।
শেষ পর্যন্ত বল ইন্টারিম সরকার এবং দেশের সাধারন মানুষের কোর্টে। সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে এই গণশত্রুর সব সিম্বল এবং ইনসিগনিয়া নিষিদ্ধ করতে হবে।

চারদিকে অতি গবেষণা এবং বুদ্ধিজীবীতা কপচানো চলতেছে। এইসব বাচালতা বন্ধ করে গনস্বাক্ষর অভিযান শুরু করুন। সেখান থেকে একটা গনভোটের দিকে যাওয়া যাবে। কিংবা গনস্বাক্ষর অভিযানের ভিত্তিতে ওদের প্রতীক এবং নিবন্ধন বাতিল করতে হবে ইলেকশন কমিশন থেকে।
রক্তাক্ত জুলাই এর স্মৃতিগুলো মানুষকে পুনঃস্মরণ করাতে হবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

রিফাত হোসেন বলেছেন: নাৎসিরা নাম পরিবর্তন করেছে ঠিকই কিন্তু আদর্শ পরিবর্তন করে নাই। আজও তারা উগ্রবাদী। লীগের/দলের অন্ধত্বপূর্ণ সমর্থকেরা এমনি। তবে আপনি একটি procedure বলেছেন, তা খারাপ নয়। তবে সময় সাপেক্ষ। লীগের ধৈর্য্য জানি না, তবে দলের থাকবে না। তারা লীগ নিয়েও নির্বাচনের দিকে যাবে। ড. কে অসফল করতে হবে তো!

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩১

জুল ভার্ন বলেছেন: দল এখন অনেক পরিপক্ক....

আপনার ধারণা সঠিক, সব কিছু বদলাতে পারে কিন্তু আওয়ামী স্বভাব চরিত্র বদলাবে না।

২| ২৩ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ নিজেই ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এখন পর্যন্ত ইহাই লাস্ট আপডেট :)

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৩

জুল ভার্ন বলেছেন: আওয়ামী লীগ কার অধীনে নির্বাচন করবে সেটা সূদুর পরাহত.... ওদের কোনো নেতা প্রকাশ্যে আসতেই ৫/১০ বছর লাগবে।

৩| ২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:২৮

মেঠোপথ২৩ বলেছেন: সেনাবাহিনীর বিরুদ্ধে নয় হাসনাত, সারজিস ও আসিফ সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। এই প্রজন্মের তরুনেরা অনেক অনেক বেশি দুরদর্শি ও প্রজ্ঞাবান। তারা সমস্যার শিকড়ে হাত দিয়েছে। গাছের গোড়া ঠিক না করে গাছে পানি দিয়ে কোন লাভ নাই। এদের উপড় আস্থা না রেখে আপনাদের মত বিএনপির ডেডিকেটেড নেতা কর্মীর দলের উপড় আস্থা রাখলে আপনাদের অবস্থা সামনে আবারো বিগত ১৭ বছরের মতই হবে। তখনো আপনারাই গুম, খুনের শিকার হয়েছিলেন কিন্তু হাইকমান্ড কিন্তু নিরাপদেই ছিল। সামনেও আবারো তাই হবে।

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৭

জুল ভার্ন বলেছেন: তরুণদের উপর আস্থা আছে। কিন্তু তরুণদের অভিজ্ঞতা অর্জন করতে হবে। অনভিজ্ঞতার কারণেই হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম রাজনৈতিক অবস্থান নষ্ট করে ফেলেছে- যা অচিরেই প্রমাণিত হবে।

অপেক্ষা করুন, কার ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলে দেবে।

৪| ২৪ শে মার্চ, ২০২৫ ভোর ৪:১১

বাকপ্রবাস বলেছেন: এতো কাহিনি করার কিছু নাই, বিডিআর মেসাকার এর বিচার করলে সব হয়ে যাবে, সেটা ঠিক মতো করা যায় নাকি দেখেন, সেনাবাহিনী সেটা হতে দিচ্ছে নাকি দেখেন, সেটার আপডেট ঠিক থাকলে সব ঠিক থাকবে।

২৪ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৯

জুল ভার্ন বলেছেন: আপনার সাথে একমত, আর বাড়তি কিছু যোগ করার সুযোগ নাই।

৫| ২৪ শে মার্চ, ২০২৫ দুপুর ২:১৯

শেরজা তপন বলেছেন: সরকারের কোন গোপন নীতি বা কথা থাকতে পারে না -সব জনগণের কাছে উন্মুক্ত করতে হবে। এইটা সাফ কথা। রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্য বলে কত আকাম কুকাম ধামা চাপা দেয়া হচ্ছে প্রতিনিয়ত। আর এক শালার কুত্তা সাংবাদিক একটিভিষ্ট এই নিয়া ঘাউ ঘাউ করছে। সবার আসল চেহারা বের হয়ে আসছে। কারো উপরে আর বিশ্বাস রাখতে পারছি না রে ভাই!!!
শুধু বি ডি আর হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ বিচার করলেই কাম ফতে। আর কারো কিছু কইতে হবে না। তবে আপনার প্রস্তাবনার সাথে সহমত।

২৪ শে মার্চ, ২০২৫ দুপুর ২:২৬

জুল ভার্ন বলেছেন: পিনাকীয় থিউরি হচ্ছে- সব কিছুতে ঘোট পাকিয়ে নিজেকে আলোচনায় রাখা.....সেই ফাঁদে আটকে আছে জা-শি এবং একশ্রেণীর অর্ধ-শিক্ষিত ফেসবুক ষ্টুপিড।


পিলখানা ট্রাডেজির সঠিক তদন্ত এবং বিচার হবে না, বিচার হবে না লেডি হিটলার শেখ হাসিনা সরকারের কোনো অপরাধেরও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.