![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
প্রসঙ্গঃ কিশোর গ্যাং এবং কিশোরদের বয়স.....
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১০ বছর এবং ১৯ বছর বয়সের মাঝামাঝি সময়টাকে কৈশোর বলে। এটা মূলত কৈশোর ও যৌবনের মধ্যবর্তী পর্যায়। বয়ঃসন্ধিকাল বা কৈশোর আগের তুলনায় দেরিতে শেষ হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছেন একদল গবেষক। সাধারণত ১০ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সটাকে বয়ঃসন্ধিকাল হিসেবে গণ্য হয়ে আসছে। *
কিন্তু কিশোর কিশোরীর সকল সংগা বদলে দিয়েছে 'ডিজিটাল বাংলাদেশ'! ডিজিটাল বাংলাদেশের আইনশৃংখলা বাহিনী এবং সাংবাদিকদের কাছে ৩৫ বছরের নারী পুরুষও কিশোর কিশোরী!
সংবাদঃ রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা থেকে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ৫টি কিশোর গ্যাংয়ের ২৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-২।
গ্রেপ্তাররা হলেন- আক্তার গ্যাংয়ের প্রধান মো. আক্তার (২৪), আক্তারের সহযোগী মো. শাকিল (১৯), মো. রাসেল (২০), মো. ফয়সাল (১৯) এবং মো. আশিক (২৩)। মাসুম গ্যাংয়ের প্রধান মো. মাসুম (২৫), মো. শাওন (২৩), পিনিক গ্যাংয়ের প্রধান হাসান (২৯), হাসানের সহযোগী মেহেদী হাসান (২৫), মো. আনোয়ার হোসেন (২২), ইমন (২১), বাপ্পী গ্যাংয়ের প্রধান মো. বাপ্পী (২৭), বাপ্পীর সহযোগী আবদুল জলিল (২৭), আশরাফুল (২২)।
লিমন গ্যাংয়ের প্রধান মো. লিমন (২২), লিমনের সহযোগী মো. ফয়সাল প্রকাশ আলিম (২৫), রাকিব প্রকাশ (১৯), মো. সুমন (২৩), মো. ফিরোজ (৩২), মো. সুজন মৃধা (৩২), মো. মমিন ইসলাম (২০), মো. নয়ন (১৯), মো. জুয়েল (২৩), সুমন মিয়া (২১) ও মো. রাবেল মিয়া (২২)।
* বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ’-এ প্রকাশিত ‘দ্য এইজ অব অ্যাডোলেসেন্ট’ শীর্ষক এক প্রবন্ধে গবেষকরা বলছেন, বর্তমানে বয়ঃসন্ধিকাল ১০ থেকে ২৪ বছর বয়স অবধি।
এক্ষেত্রে 'ল্যানসেট' থিউরিও বাংগুল্যান্ড কিশোর বয়স সীমা মানছে না।
২৪ শে মার্চ, ২০২৫ রাত ৮:২০
জুল ভার্ন বলেছেন: শুধু রাজনৈতিক দলের নেতারাই নয়, শুরুটা হয় পাড়া/ 'এলাকার বড়ো ভাই'র পৃষ্ঠপোষকতায়। লাইম লাইটে এলেই রাজনৈতিক দলের নেতারা পিক করে। ছোট চারাগাছ মহিরুহ হয়ে সবকিছু দাপিয়ে বেড়ায়।
২| ২৪ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৫২
সৈয়দ কুতুব বলেছেন: কিশোর অপরাধ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে নেশা, যৌনতা, শত্রুতা, কম কষ্টে টেক্ব ইনকাম ইত্যাদি। শিক্ষা ব্যবস্থা গো* য়া মারা সারা করে গেছে আপায়! খারাপ শব্দ লেখার জন্য দুঃখিত।
২৪ শে মার্চ, ২০২৫ রাত ৮:২৩
জুল ভার্ন বলেছেন: শুরুতে সন্তানদের উপর পারিবারিক নিয়ন্ত্রণ না থাকাই প্রধান কারণ। পারিপার্শ্বিকতাও খুব গুরুত্বপূর্ণ।
৩| ২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই দেখি সত্যি কিশোর । ক্যামনে কী
২৪ শে মার্চ, ২০২৫ রাত ৮:২৩
জুল ভার্ন বলেছেন: বুড়ো খোকা
৪| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ১:৩৭
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
বাস্তব কথাই বলেছেন -----শুধু রাজনৈতিক দলের নেতারাই নয়, শুরুটা হয় পাড়া/ 'এলাকার বড়ো ভাই'র পৃষ্ঠপোষকতায়। লাইম লাইটে এলেই রাজনৈতিক দলের নেতারা পিক করে। ছোট চারাগাছ মহিরুহ হয়ে সবকিছু দাপিয়ে বেড়ায়।
বাংগুল্যান্ডের কিশোর গ্যাং এবং কিশোরদের বয়স নিয়ে অবাক হওয়ার কিচ্ছুই নেই। কবিই তো বলে গেছেন-- এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি.....
২৫ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩৮
জুল ভার্ন বলেছেন: আহা ভেশ ভেশ ভেশ
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৩৪
মায়াস্পর্শ বলেছেন: এরা রাজনৈতিক দলগুলোর ভাড়াটে কর্মী। নেতাদের পরামর্শে এবং আদেশে কাজ করে।