![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
হাসিনা তার প্রেতাত্মা রেখে গেছে সর্বত্র
কেউ যদি আমাকে প্রশ্ন করেন- আপনি বাংলাদেশে জঙ্গিবাদ অস্বীকার করেন কিনা?
উত্তরঃ করি।
সব গোত্রে, সব দেশে সব সমাজে বাড়াবাড়ি বা টুকটাক বিশৃঙ্খলা তৈরি করা কিছু লোকজন থাকে, সেটাকে কোন একটা ‘বাদ’/নাম’ দিয়ে খেলাটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের ক্ষেত্রে কারণটা ভারত-আকাঙ্ক্ষা। বিচ্ছিন্ন কিছু আচরণকে জঙ্গিবাদ বলার কোন কারণ নাই। জংগিবাদের চরিত্র আরো অনেক কিছু রিকয়ার করে।
চোর সম্রাজ্ঞী পালিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনা তার শয়তানি প্রেতাত্মা রেখে গেছে সর্বত্র। তারা এ পর্যন্ত বহুকিছুই করে দেখেছে, কিন্তু বহির্বিশ্বে মনোযোগ টানতে পারেনি। কারণ ফ্যাসিবাদের পতনের পর তারা প্রকৃত সত্যটা এখন দেখতে পাচ্ছে এবং তা অনেকটাই দেখতে পাচ্ছে স্পেশালি ড. মুহম্মদ ইউনুসের মাধ্যমে।
এখন তারা তাদের জঙ্গিগুটি বের করেছে, এ নিয়ে নিরলস কাজ করবার জন্য তাদের তো ‘র’ পত্রিকা প্রথম আলো আছেই, সেই সাথে সচিবালয় কেন্দ্রিক ভারতের মগজধোলাই হওয়া এজেন্ট প্রশাসন সবাই মিলে এই মিশনে মাঠে নেমেছে।
এদের দুটো গুরুত্বপূর্ণ গুটি হলো সাম্প্রদায়িক সংখ্যালঘুত্বের মিথ আর জঙ্গিবাদের উত্থানের ফেইরিটেল।
এতোদিন বজ্রপাতে হিন্দু কারো মৃত্যু হলে মুসলিম দেশের সাম্প্রদায়িক বজ্রাঘাতে সংখ্যালঘুর মৃত্যু
- টাইপ নিউজ করে তো দেখা গেলো, হচ্ছেনা, সব মিথ্যে প্রমাণ হয়েছে। এখন তাদেরকে খেলতে হবে জঙ্গিখেলা।
প্রথম আলো ও হাসিনার দোসররা আগেও ভারতদাস ফ্যাসীবাদকে টিকিয়ে রাখার জন্য বিচারবহির্ভূত নানান হত্যাকান্ডকে যেমন জঙ্গি দুশমন নিধন হিসেবে দেখাতো আর নাটক সাজাতো, তেমন চেষ্টাই তারা শুরু করেছে আবারো ফ্যাসীবাদ ও ইন্ডিয়ার যৌথ পুনর্বাসনের জন্য- যার সর্বশেষ উদাহরণ ফিলিস্তিনের বিরুদ্ধে মার্কিন-ইহুদী জান্তার জাতিগত নিধন যজ্ঞের প্রতিবাদে 'তৌহিদী জনতা'র ব্যানারে আওয়ামী গুন্ডাদের কেএফসি'র মুরগী চুরি, বাটার জুতা স্যান্ডেল চুরি এবং ব্যাপক ভাংচুর লুটপাট। সেই লক্ষ্যে তাদের স্ট্রঙ্গেস্ট মেনডেশাস প্রপাগান্ডাটাই হলো জঙ্গিবাদের গল্প, তাদের শেষ কড়ি।
সিমস লাইক দে স্টার্টেড টু মুভ দেয়ার কুইন-নাইট আউট অব ডেসপারেশন।
০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:২৫
জুল ভার্ন বলেছেন: মন্তব্যের শিরোনাম সঠিক হয়নি, অথবা যা বোঝাতে চেয়েছেন তার বিপক্ষে লিংক দিয়েছেন।
২| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:২২
নতুন নকিব বলেছেন:
ছাত্রলীগ/ আওয়ামীলীগ এখন ধর্মের লেবাসে ভাংচূর এবং লুটপাটে নেমেছে। এদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।
০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:২৭
জুল ভার্ন বলেছেন: ওদের একমাত্র লক্ষ্য- যেকোনো ভাবে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করা।
৩| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৪
নাহল তরকারি বলেছেন: আওয়ামীলীগ মুক্তিযোদ্ধে অবদানকারী দল।
০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:২৯
জুল ভার্ন বলেছেন: ফ্যাসিবাদের পতন হলো, ফ্যাসিস্ট হাসিনা জ্ঞাতিগুষ্টি নিয়ে পালিয়ে গেল, কতোকিছুই বদলে গেলো- বদলায়নি শুধু 'তরকারি'র মান! 'আওয়ামীলীগ মুক্তিযোদ্ধে অবদানকারী দল'- তো কি হয়েছে? 'মুক্তিযোদ্ধে' অবদানকারী দল- বলে কি রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করবে? মানুষ গুম খুন, নির্যাতন নিপীড়ন করবে?
৪| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৫
লুধুয়া বলেছেন: ,, এইরকম মাথা নিয়ে আপনাদের দল দেশ চালাবে। আর কতো অন্যের উপর দোষ চাপিয়ে পার পাবেন। আপনাদের জামাতি রা যে তালিবানি মেন্টালিটির মানুষ সেটা আগে বোঝেন। ঢাকা কে কাবুল বানানোর ডান্ডায় আসে আপনার চেলা চামুন্দারা।
০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩১
জুল ভার্ন বলেছেন: আওয়ামী গু তে জন্ম নেওয়া লুধুয়া ল্যাদাইতে আসছেন, অথচ আমার রাজনৈতিক পরিচয় জানেন না। বেকুব কোথাকার!
৫| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০০
কলিমুদ্দি দফাদার বলেছেন: ফ্যাসিস্টের অন্তর্বাসের গন্ধ নেওয়া কিছু পলাতক দালাল ও ব্লগে দৃশ্যমান।
এরা সামাজিকভাবে লাঞ্ছিত, অপমানিত! না পাড়ছে নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে,
না ঘর থেকে বের হইতে!!! তাই, চৈত্র মাসের ১ হাত জিহ্বা বার হওয়া ভাদা কুত্তার মত, ব্লগে নিক খুলে "ঘেউ ঘেউ" করতেছে।
০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪২
জুল ভার্ন বলেছেন: ফ্যাসিবাদের দোসর, দালালদের নূন্যতম নৈতিকতা, মানবিকতা নাই। মানুষ কতটা নির্লজ্জ বেহায়া হতে পারে তা সন্ত্রাসী লীগারদের না দেখলে বুঝতে পারবেন না।
৬| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৭
কাঁউটাল বলেছেন: পতিত ফ্যসিস্টের পোষা কুকুর এবং সিমপ্যাথাইজারদের দিনকাল একটু খারাপ যাচ্ছে। কোথাও শান্তিমত হাগু মুতু করতে পারছে না। কেউ না কেউ এসে গদাম দিয়ে যাচ্ছে।
০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৪
জুল ভার্ন বলেছেন: ওরা শুয়ার-কুকুরেরও অধম, শুয়ার কুকুরের গু।
৭| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৮
ঢাবিয়ান বলেছেন:
এই প্রেতাত্মারাই সবচেয়ে ভয়ঙ্কর !!! জঙ্গীবাদ এদের দাড়াই অতীতে মঞ্চায়ন হত , এখনও হচ্ছে!!
১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:১৫
জুল ভার্ন বলেছেন: সত্যি বলতে প্রশাসন স্থবির। সরকারি সকল সংস্থায় দুর্নীতি দুর্নিবার গতিতেই চলছে। সেনাবাহিনী দুষ্কৃতকারীদের ধরে পুলিশের কাছে দিচ্ছে, পুলিশ ৫১/৫৪ ধারায় মামলা দিয়ে কোর্টে চালান করে দেয়। উভয় ধারা জামিন যোগ্য হওয়ায় দুই সপ্তাহের মধ্যেই আদালতে জামিন পেয়ে বেরিয়ে আসে। পুলিশ এর দুই প্রধান এবং প্রতিমন্ত্রীর মর্যাদায় সাবেক পুলিশ কর্মকর্তা কারোর সাথেই পুলিশ বাহিনীর সম্পর্ক নাই ১৫/১৬ বছর- তারা কিভাবে পুলিশ চালাবে? তাদেরকে কেউ কেয়ার করে না
ডক্টর ইউনুস স্যার ছাড়াও বেশ কয়েক জন উপদেষ্টা আন্তরিক চেষ্টা করেও সর্বত্র অসহযোগিতার কারণে সফল হতে পারছেন না। তার উপর ইন্টেরিম সরকারের উপর জেঁকে বসেছে ছাত্র আন্দোলনের নতুন সংস্করণ জানাপা।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:৪৩
এ পথের পথিক বলেছেন: যারা আম্লিক/কুত্তালীগের সম্পৃক্ততা পাচ্ছে তাদের জন্যঃ কেএফসি-বাটায় ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ কর্মীসহ আটক ১৪