নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

কেউ শুনতে চায়না, সবাই শোনাতে চায়....

০১ লা মে, ২০২৫ রাত ৯:০৯

কেউ শুনতে চায়না, সবাই শোনাতে চায়....

আত্মকেন্দ্রীক দুনিয়ায় এখন আনন্দ বা দুঃখ হলে ভাগ করে নেবার মানুষের খুব অভাব। ধরুন আপনি একটি আনন্দ সংবাদ ভাগ করে নিতে চান। যাকে বলছেন সে তখন হয় না শোনার ভান করবে, ব্যস্ততা দেখাবে কিংবা তার কোন বন্ধু-স্বজনের গালভরা গল্প আপনাকে শুনিয়ে দেবে। মানে আপনি যে আনন্দের পারদে চড়ে ভাগ করে নেবেন বলে বললেন, উল্টো সে এমন দেখিয়ে শুনিয়ে দিল- "এ এমন কি! আমার অমুক"- বলে তাঁর সুখ/দুঃখের ঝাঁপি খুলে আপনাকে সুযোগই দিল না।

এবার ধরুন, আপনি দুঃখের কোন মুহূর্ত একলা বোধ করছেন। হয়ত ভাবছেন কাউকে বলে হালকা হই। যেই বলবেন, হয় সে তাঁর জীবনে আপনার থেকেও আরো দুঃখ তার আছে তা উগরে দেবে। ভাবখানা এমন যে, দুঃখের প্রতিযোগিতাইয় সে আপনার থেকে যোজন যোজন এগিয়ে।

কাজেই, আনন্দ বা দুঃখ যাই হোক- ভাগ তার সঙ্গেই করুন, যে আপনার অনুভূতি গুলোকে হৃদয় দিয়ে অনুভব করবে, উল্টো আপনার অনুভূতির ওপর চেপে বসবে না।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২৫ রাত ১০:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: ভালো লিখেছেন।

০২ রা মে, ২০২৫ সকাল ৮:৪৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা মে, ২০২৫ সকাল ৮:৩৬

মুনতাসির বলেছেন: ব্লগের মজাই এখানে :)

০২ রা মে, ২০২৫ সকাল ৮:৪৬

জুল ভার্ন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.