![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
শেষ পর্যন্ত ফ্যাসিস্টদেরও বোধদয় হয়!
শেষ পর্যন্ত ফ্যাসিস্টদেরও বোধদয় হয়, যদিও লেডি হিটলারের বোধদয় হয়নি......পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার পূত্র সজীব ওয়াজেদ জয় বহুল চর্চিত একটি কবিতা পোস্ট করেছে- যা আমরা ২০০৭ সালের সেনা তত্বাবধায়ক সরকারের সময় থেকে পোস্ট করে এসেছি। ২০১৪ সালে এই কবিতা পোস্ট করার জন্য গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল।
ফ্যাসিস্ট শেখ হাসিনার পুত্রের পোস্ট হুবহু কপি করে দিলামঃ-
এটি মূলত জার্মান লুথেরান পাদ্রী, মার্টিন নিমোলারের (Martin Niemöller) বিখ্যাত কবিতা “ First they came… কবিতার বাংলা রূপান্তর। যার সঙ্গে আপনি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের মিল খুঁজে পাবেন। কবিতায় তিনি, নাৎসি নিপীড়নের সময় চুপ থাকার আত্মগ্লানিমূলক বর্ণনা দেন। যে কবিতাটি বিশ্বব্যাপী ফ্যাসিবাদ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
“প্রথমে তারা সমাজতন্ত্রীদের ধরে নিয়ে গেল, আমি কিছু বলিনি—কারণ আমি সমাজতন্ত্রী ছিলাম না।
তারপর তারা শ্রমিক ইউনিয়ন কর্মীদের ধরে নিয়ে গেল, আমি কিছু বলিনি-কারণ আমি ইউনিয়ন সদস্য ছিলাম না।
তারপর তারা ইহুদিদের নিয়ে গেল, আমি কিছু বলিনি—কারণ আমি ইহুদি ছিলাম না।
অবশেষে তারা আমার জন্য এলো— তখন আমার পক্ষে বলার মতো আর কেউ অবশিষ্ট রইলো না।”
বাংলাদেশে এখন #Yunus শাসক আওয়ামী লীগের পেছনে লেগেছে।
তারা ইতোমধ্যেই সংখ্যালঘুদের ওপর চড়াও হয়েছে।
শিক্ষক, পুলিশ, আমলা, ব্যাবসায়ীসহ দেশের সব পেশার লোকজনদেরকে অপমান ও হেনস্তা করেছে।
পরবর্তী লক্ষ্য বিএনপি।
তারপর তারা আসবে যেকোনো অমৌলবাদীদের পেছনে, ইতিমধ্যে বাম রাজনীতিবিদদের শাস্তি দেবার কথা বলা শুরু করেছে।
এক পর্যায়ে আপনাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না।
২| ১৩ ই মে, ২০২৫ রাত ১১:০৭
ইয়া আমিন বলেছেন: রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, ইতিহাস আমাদের শিখিয়েছে—যদি আমরা অন্যের নিপীড়নের সময় চুপ থাকি, তবে একদিন আমাদের জন্যও কেউ থাকবে না।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০২৫ রাত ৯:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপির কিছুই হবে না। ভোট বাড়ছে আরো ! যতবেশি জাতীয় পতাকা আর সংগীত নিয়ে এনসিপি-শিবির মারামারি করবে সেক্যুলার ভোট যাবে বিএনপি ভোটব্যাংকে !