![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জুমা নামাজে বয়ানে অশ্লীলতা....
একটা কাজে উত্তরা যেতে হয়েছিল। ফিরতে লেট হওয়ায় নিয়মিত যে মসজিদে জুমা নামাজ আদায় করি সেই মসজিদে জুমা নামাজ আদায় করতে পারিনি। কাছেই একটা মসজিদে নামাজ আদায় করি, যে মসজিদ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নির্মিত এবং মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যরাও সরকারের পদস্ত কর্মকর্তা। ইমাম সাহেবের বেতনও রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করা হয়। নামাজের পূর্বে বয়ানে ইমাম সাহেব মুসুল্লিদের দৃষ্টি আকর্ষণ করে বললেন- "পবিত্র ঈদুল আজহার আগে ঈদুল আজহা সম্পর্কে আলোচনা করার ইচ্ছা থাকা সত্যেও জরুরী একটা বিষয় নিয়ে আলোচনা করা ঈমানী দায়িত্ব মনে করছি।"
"আপনারা নিশ্চয়ই শুনেছেন, সরকার 'নারী বিষয়ক সংস্কার কমিশন' গঠন করেছে এবং সেই কমিশন রিপোর্ট দিয়েছে- bey*শ্যা*দের শ্রমিক হিসাবে স্বীকৃতি এবং শ্রমিকের সম্মান দিতে হবে। নারীর যৌন স্বাধীনতা দিতে হবে, স্ত্রীর সম্মতি ছাড়া স্বামী শারীরিক সম্পর্ক করলে তা Dho*র্ষ*N বলে গণ্য হবে এবং স্বামীর বিরুদ্ধে Dho*র্ষ*N মামলা করা যাবে। নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ"।
প্রায় সবাই সমস্বরে নাউজুবিল্লাহ বলেছেন। কেউ কেউ মিনমিন করে বলেছেন....কেউ কেউ দাঁত কেলিয়া হাসছিল।
ওরা স্লোগান দেয়-
"চাইছিলাম হিস্যা, হইয়া গেলাম beyশ্যা।"
"আমরা সবাই beyশ্যা, beyশ্যা।"
"বোতল না মুলা, মুলা মুলা।"
সবাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন....
এবার ইমাম সাহেব বললেন- "Dho*র্ষ*N মামলা করলে Dho*র্ষ*N করেছে সেই সাক্ষী আদালতে অবশ্যই দিতে হবে। আইন মোতাবেক সাক্ষী কয়জন লাগে? কমপক্ষে দুইজন। শারীরিক সম্পর্ক Dho*র্ষ*N কি-না তা প্রমাণ রাখতে তাহলে স্ত্রীর সাথে সম্পর্ক করার সময় দুইজন পুরুষ কিম্বা একাধিক নারীর সামনে দাঁড় করিয়ে রেখে শারীরিক সম্পর্ক করতে হবে। কি বলেন- কথা ঠিক কি-না?"
"এবার আপনারাই বলেন- আপনারা কি বিবির সাথে শারীরিক সম্পর্ক করার সময় দুইজন পুরুষ কিম্বা একাধিক নারী সাক্ষী রেখে করতে রাজি আছেন? আপনার বিবি কি রাজি হবেন?"
এভাবেই শ্লিলবর্জিত যতসামান্য সত্যের সাথে ৯৫% মিথ্যা কথা এতোই অশ্লীল কদর্য শব্দে, অংগ ভংগীতে বলেছেন তাতে ইমাম সাহেবের অযু তো থাকার কথাই না, তিনশতাধিক মুসুল্লিদেরও অযু নষ্ট হয়ে যাওয়ার কথা।
এনিওয়ে, নামাজ কবুল করার মালিক মহান আল্লাহ রাব্বুল আল আমীন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০২৫ রাত ৯:১৪
সৈয়দ কুতুব বলেছেন: সংস্কার বলিয়া কোনো কিছুই নজরে পড়ছে না। উহা কি ব্যাকটেরিয়ার মতো অদৃশ্য নাকি? ঢাকা উত্তরের প্রশাসক নিয়োগ দিয়েছে হিজবুতি কাম আম্লিকের কাছের লোক কে ! ইহা অনেক বড়ো সংস্কার হয়েছে। জোরদার তালিয়া !