নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

বস্তুর মূল্য নির্ধারিত হয় দক্ষতা বিকাশ করে প্রয়োগ ক্ষেত্রে....

২৭ শে মে, ২০২৫ বিকাল ৪:৪৬

বস্তুর মূল্য নির্ধারিত হয় দক্ষতা বিকাশ করে প্রয়োগ ক্ষেত্রে....

এটি ১,০০০ গ্রামের একটি লোহার বার, যার দাম মাত্র ১০০ ডলার।

★ এটিকে ঘোড়ার জুতোতে পরিণত করুন, এবং এর মূল্য বেড়ে ২৫০ ডলারে পৌঁছে যাবে।

★ এটিকে সেলাইয়ের সূঁচে পরিণত করুন, এবং এর মূল্য প্রায় ৭০,০০০ ডলারে পৌঁছে যাবে।

★ এটিকে ঘড়ির স্প্রিং এবং গিয়ারে রূপান্তর করুন, এবং এর মূল্য বেড়ে ৬ মিলিয়ন ডলারে পৌঁছে যাবে।

★ কিন্তু এটিকে কম্পিউটার চিপে ব্যবহৃত উচ্চ প্রযুক্তির লেজার উপাদানে রূপান্তর করুন, এবং সেই বারটি হঠাৎ করেই ১৫ মিলিয়ন ডলারের হয়ে যাবে।

★ বস্তুর আসল মূল্য বস্তু কী দিয়ে তৈরি তা দ্বারা নির্ধারিত হয় না- বরং আপনি কীভাবে আপনার দক্ষতা বিকাশ করেন এবং সেগুলি প্রয়োগ করেন তা দ্বারা নির্ধারিত হয়।

★ This is a 1,000-gram bar of iron, worth just $100 in its raw form.

★ Turn it into horseshoes, and its value rises to $250.

★ Craft it into sewing needles, and it becomes worth around $70,000.

★ Shape it into watch springs and gears, and its value soars to $6 million.

★ But refine it into high-tech laser components used in computer chips, and that same bar is suddenly worth $15 million.

★ Your true worth isn’t defined by what you’re made of- but by how you develop your skills and apply them.

(আপনাদের জানা কথাটাই মনে করিয়ে দিলাম)

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২৫ রাত ১০:২৮

শায়মা বলেছেন: ভেরি গুড লেসন ভাইয়া। :)

২৮ শে মে, ২০২৫ সকাল ৭:১১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে মে, ২০২৫ সকাল ১১:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.