নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

লাগে টাকা দিবে গৌরী সেন.....

২৬ শে জুন, ২০২৫ রাত ১০:৪৪

"লাগে টাকা দিবে গৌরী সেন'.....

সারা‌ দে‌শে মাত্র ৯৭৭‌টি সরকারি অবকাঠা‌মো ও প্রতিষ্ঠা‌নের নামকরণ করা হ‌য়ে‌ছিল পালাতক খুনি ফ্যাসিস্ট এবং তাঁর প‌রিবা‌রের সদস্যদের না‌মে। ওই কলংকিত পরিবারের ছয় সদস্যদের নামে নামকরণ এবং বিভিন্ন সেমিনার, উৎসব করতে খরচ হয়েছে ৩৪ হাজার কোটি টাকা। দুই বছর ব্যাপী বংগ বন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষেই খরচ হয়েছে ৩ হাজার দুইশত কোটি টাকা। দেশজুড়ে মুজিব কর্ণার তৈরী করতে ব্যয় হয়েছে এক হাজার আটশত ৮৯ লক্ষ ২২ কোটি টাকা। বংগ বন্ধুর মুর্তি (ভাষ্কর্য) এবং নামফলক তৈরী করতে ব্যয় হয়েছে ১২ শত ৯০ কোটি টাকা।

সূত্রঃ দৈনিক বনিকবার্তা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২৫ রাত ১০:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: গৌরী সেন কেন দেবে? এদেশটাতো তার বাবার, তার আর তাদের পরিবারের। তারা রাজা আর আমরা প্রজা। তাই প্রজাতন্ত্রের কর্মচারীরা টাকা দেবে, না হলে গর্দান যাবে। X((

২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:২৩

জুল ভার্ন বলেছেন: আল্লাহর রহমত, একটা ডাকাত পরিবারের হাত থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে।

২| ২৬ শে জুন, ২০২৫ রাত ১১:১৩

অপলক বলেছেন: আহা রে... এর ভেতরে আমারও টাকা আছিল। আমারে একবারও জিগায় নাই... বা* ছাল মুর্তি ফুর্তি বানানোর আগে। ১৮ বছর লেখাপড়া কইরা ১২০০টাকা ৮ ঘন্টায় ইনকাম কইরা টিন ট্যাক্স ম্যাক্স দিয়া ইনকাম হালাল করছি। আর বুবু এই সব কিতা কররা...

এই দিকে সিটে বসছে আর এক বিশ্ব বিখ্যাত সুদ খোর। কোন দিকে যাইমু ভাই...

২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:২৪

জুল ভার্ন বলেছেন: লুটপাটে আওয়ামী লীগ, তথা শেখ পরিবারের মতো দুনিয়ায় আর একটাও নাই।

৩| ২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:৪৪

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন। গৌরিসেন মানে, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ। তাদের ঘামঝড়ানো টাকায় ফুটানি করেছে।

২৭ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:২৬

জুল ভার্ন বলেছেন: শেখ হাসিনা বাংলাদেশটা ওর পৈত্রিক সম্পত্তি ভেবে যেভাবে খুশী লুটেপুটে খেয়ে চৌদ্দপুরুষ নিয়ে ভেগে ওদের প্রভুর কাছে আশ্রয় নিয়েছে।

৪| ২৭ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: বিএনপির উচিত এইসব থেকে শিক্ষা নিয়ে ও নিজেকে শুদ্ধ করা।
আগে ছিল শেখ জামাল ধানমণ্ডি ফুটবল ক্লাব, এখন নতুন বিড়ম্বনা শহীদ কোকো ফুটবল ক্লাব, কোকো ফুটবল টুর্নামেন্ট!
আগে ২৬ মার্চ সারা ঢাকা শহরে শেখ মুজিবের ভাষন দিয়ে শব্দ দুষন করতো,
এখন হয় জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষনা বাজিয়ে!!
এইসব নিছক তেলবাজি ছাড়া কিছুই না। এতে বিএনপির কি লাভ বুঝি না?
আশাকরি, আপনি বিএনপি কেন্দ্রীয় কোন নেতার সাথে কথা বলে
এইসব ব্যাপারে ব্যবস্থা গ্রহন করতে বলবেন।

২৭ শে জুন, ২০২৫ রাত ১০:১৮

জুল ভার্ন বলেছেন: আশা করি তেমন কিছু হবেনা।
খুঁজে দেখুন, জিয়া পরিবারের সদস্যদের নামে কয়টা প্রতিষ্ঠান আছে এবং তার মধ্যে তিনটা ছাড়া বিএনপি সরকার করেছে কি না? কখনও জিয়ার স্বাধীনতা ঘোষণা মাইকে বাজাতে শুনেছেন?

আরাফাত রহমান নিজে ক্রিকেট খেলতেন এবং ক্রিকেট সংগঠক ছিলেন। তার নামে কিশোরদের জন্য ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছিল কোকোর মৃত্যুর পর। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী জালেম শাহী অনুষ্ঠিত হতে দেয়নি।


জিয়া পরিবারের নামে কিছু করার ব্যাপারে জিয়া পরিবার থেকেই সুস্পষ্ট নেতিবাচক নির্দেশনা দেওয়া আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.