নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

কবি বন্ধুর কাব্য যন্ত্রণা....

০৫ ই জুলাই, ২০২৫ সকাল ৮:২০

কবি বন্ধুর কাব্য যন্ত্রণা....

S K R আমার বাল্যবন্ধু এবং বিশ্ববিদ্যালয় জীবনে সহপাঠী (সাবজেক্ট ভিন্ন)। পেশাগত জীবনে বিসিএস শিক্ষা ক্যাডার। শিক্ষকতা পেশায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে পটুয়াখালী, পিরোজপুর ও বরিশাল সরকারি কলেজের পর বরিশালের হাতেম আলী সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন।

S K R কবিতা লিখেন। নিজেকে শিক্ষক পরিচয়ের চাইতেও কবি হিসেবে পরিচয় দিতে পছন্দ করে। আমরা যারা S K R বন্ধু স্থানীয় দেখা সাক্ষাৎ হলেতো বটেই, রাতবিরেত ফোনেও তাদেরকে জোরজবরি কবিতা শোনাবে এবং ঢাকা, কোলকাতা এমনকি সুদূর কানাডা-আমারিকা থেকেও কোন কোন সেলিব্রিটি 'ভয়ংকর সুন্দরী' মহিলা ওর কবিতা শুনে প্রেমে গদগদ সেই গল্পও শোনাতো। বাধ্যতামূলক ভাবে ওর কবিতার বড়ো শ্রোতা ভক্ত ওর কলেজের ছাত্রীরা। দুর্ভাগ্য, কবিকুল S K R কে কবি হিসেবে গ্রহণ করেনি, তারপরও পদাধিকারবলে ওর কলেজের কবিতা-সাহিত্যের অনুষ্ঠানে সভাপতিত্ব করতো। আমার এক ভাগ্নী S K R এর ছাত্রী ছিলো। ওর কাছে একবার বলেছিলাম- "তোদের প্রিন্সিপাল S K R
আমার বন্ধু...।"

ভাগ্নী তো হেসে গড়াগড়ি খাওয়ার উপক্রম। বলে- মামা, তোমার বন্ধু মানে আমাদের প্রিন্সিপাল S K R স্যারের একটা কোড নেম আছে....আমরা সবাই তাকে "কবি রসু খা" ডাকি!

২০২০ সালে S K R অবসরপ্রাপ্ত হয়ে বর্তমানে আমেরিকা প্রবাসী। ভেবেছিলাম এখন ওর কবিতা শোনা থেকে মুক্তি পাবো....কিন্তু না, সুদূর আমেরিকা থেকে হোয়্যাটসয়্যাপে কবিতা শোনাবে। ফেসবুকে কবিতা পোস্ট করে মেসেজে জানায় এবং কবিতায় একটা পজেটিভ মন্তব্য করার জন্যও বলবে। প্রবাস জীবনে ওর অনেক বিদেশী ফেসবুক বন্ধু এড হয়েছে। কাব্য প্রতিভারও বিস্ফোরণ ঘটেছে, সাথে যোগ হয়েছে সাদা মেয়েদের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়া!

বেশ কিছুদিন ওর কবিতা ও ছবি পোস্টে লাইক কমেন্টস করা থেকে বিরত ছিলাম। কয়েক দিন আগে ফোন করে ঝাড়ি দিয়েছে- "চব্বিশ ঘন্টা ফেসবুকেই পড়ে থাকিস, অথচ আমার পোস্টে একটা লাইক কমেন্টস করিস না....!"

তারপর ওর কয়েটা ছবি পোস্টে মন্তব্য করেছি- "দোস্ত, তুই কি সাদা চামড়ার মেয়ে দেখলেই হাতে পায়ে ধরে তাদের সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করিস? ছবি দেখে তেমনটা মনে হয়....ভালো হয়ে যা মাসুদ"(মন্তব্যগুলো আবার ইংরেজিতে অনুবাদ করে দিয়েছি, যাতে ওর ফ্রেন্ড লিস্টের ইংরেজি ভাষাভাষীরাও বুঝতে পারে)!

কবিতা পোস্টে মন্তব্য করেছি- "বাংলা ভাষায় কিছু ব্যাকরণ রীতি আছে- যাতে বাক্যের মধ্যে যতিচিহ্ন দারি(।), কমা(,), প্রশ্নবোধক (?) ইত্যাদি ব্যবহার আবশ্যিক। কিন্তু তোর কোনো কবিতায় একটাও যতিচিহ্ন ব্যবহার না করায় কবিতায় বাক্যের অর্থবোধক কিছুই হয় না। মনে রাখবি- শব্দের পর শব্দ বসিয়ে দিলেই কবিতা হয় না।"

কয়েকদিন পর S K R ওর পোস্টের নোটিফিকেশন না আসায় ওর ফেসবুক প্রোফাইল খুঁজে পাচ্ছিনা। আমার অন্য আইডি থেকে সার্চ দিয়ে নিশ্চিত হলাম আমাকে ব্লক করেছে। সেল ফোন, হোয়্যাটসয়্যাপ নম্বরেও ব্লক করেছে। ভাগ্যিস ইমেইল আইডি ব্লক করার কথা এখনো মনে পড়েনি!

আমার ফেসবুক বন্ধুদের জন্য বন্ধুবর S K R এর প্রোফাইল পরিচিতি এবং কয়েটা কবিতার স্ক্রিনশট তুলে দিলাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২৫ সকাল ৯:০১

শেরজা তপন বলেছেন: এভাবে আপনার বলা ঠিক হয়নি এই বয়সে এসে আর তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। কবিতার মাঝেই তার বসবাস, কবিতা কি ঘিরে তার সব স্বপ্ন আপনি খুব কাঠখোট্টা শব্দ-বানে তার সে স্বপ্নকে ভেঙে দিয়েছেন।
এরকম আমারও একজন বন্ধু আছে, কলেজের অধ্যাপক। সেখানে সবাই তাকে পাগলা স্যার বলে ডাকে+ সে মাইন্ড খায় না।
তবে চমৎকার গানের কন্ঠ আছে তার গান গেয়ে মাতিয়ে দিতে পারে।

০৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৫

জুল ভার্ন বলেছেন: না না না। ওর স্বপ্ন ভাংগা সম্ভব না। অনেক চেষ্টা করেও পারিনি, বরং আমরাই ভেংগে খানখান হয়ে গিয়েছি। সত্যি বলতে, ওর কবিতার মধ্যে একটা আবেগ এবং গল্প থাকে। কিন্তু ব্যাকরণ না মানায় সব কিছু গুবলেট হয়ে যায়! আমার এইবন্ধুটি গান ভালোবাসে তেমনটা মনে হয় না। তবে মঞ্চে আসতে, মাইকের সামনে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। ওর প্যাশন হচ্ছে কবিতার নামে প্রেম

২| ০৫ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৫৪

বাকপ্রবাস বলেছেন: ওনাকে বলেন কবিতা বাদ দিয়ে রবীন্দ্র সংগীত লিখতে হা হা হা

০৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৭

জুল ভার্ন বলেছেন: সে চেষ্টাও করে করেছিলো কিন্তু আমাদের প্রবল বিরোধিতার জন্য আগাতে পারেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.