![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কে বেশী সুখী.....
কতটা বিত্ত ব্যক্তিকে নির্ভার জীবন দিতে পারে?
অর্থনীতির কোনো সূত্র কি এর সীমা টেনে দিতে পারে?
আমার জানা এবং উপলব্ধিতে তা পারে না।
ব্যক্তির চাওয়ার ভিন্নতার কারনে এটি সম্ভব নয়।
ব্যাক্তি মানসিকতার ভিন্নতার কারনে- একজন পর্ণ কুটিরে সুখী, আবার একই কারনে আরেকজন ব্যক্তিগত বিমানে চড়ে সুখী। কাজেই একথা বলার সুযোগ নাই- কে বেশি সুখী।
- পর্ণ কুটির না কি বিত্তের পাহাড়।
কে কিসে সুখী তার কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা নাই। একজন জীবনকে উৎসর্গ করে- অন্যজন বিত্তের পাহাড়ে চড়ে।
তবে সরল একটি রেখা টানা যায়, অন্য কোন ফ্যাক্টর না থাকলে, নিদারুণ দারিদ্র্যের জীবন কষ্টের। বেঁচে থাকার যৎসামান্যের মধ্যেও তৃপ্তির জীবন হতে পারে এবং তা বেশ মহান জীবনই। আবার অঢেল সম্পদও অনেক সময় চরম অশান্তির- অন্ততঃ মনের। বিশেষ করে, যদি সে সম্পদ হয় দুর্বিনীত লুণ্ঠনের পথে।
নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে দিন।
শুভ রাত্রি।
১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১০
জুল ভার্ন বলেছেন: সুখ দুঃখ মিলিয়ে যে জীবন সেই জীবনই স্বার্থক।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৬
সাইফুলসাইফসাই বলেছেন: আমি কখনো সুখি, আমি কখনো দুখি