![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জীবনের গল্প....
★ ১৯৭১, মুক্তিযুদ্ধের সময় স্কুলের ছাত্র ছিলাম।
..... তারপরও দেশের জন্য আমার যতসামান্য অবদান ইতিহাসের অংশ হয়েছে।
★ ১৯৮২-১৯৯০, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম- জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছি- দেশের জন্য আমার আরও একটু অবদান।
★ গণতন্ত্রের ছ্দ্মাবরণে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে র্যাব-পুলিশের নির্যাতন নিপীড়ন, গুম গ্রেফতার সহ্য করে ১৬ বছর মাঠে ছিলাম।
.....দেশের জন্য আমার আরও একটু ক্ষুদ্র অবদান।
★ ২০২৪, জুলাই বিপ্লবে সক্রিয় ছিলাম- দেশের জন্য আমার আরও একটু ক্ষুদ্র অবদান। সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ১৫ মিনিটের প্রমান্যচিত্র জুলাই মিউজিয়াম ৫ আগস্ট ২০২৫, উদ্বোধনী দিনে প্রচারিত হবে দেশের ৬৪ জেলায় এবং বিদেশে বাংলাদেশের সকল মিশন /দূতাবাস/ এম্বাসীতে.....যা ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষিত থাকবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে।
১৮ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০১
জুল ভার্ন বলেছেন: ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ন এর শিকার হয়েছে লাখ লাখ মানুষ। তাদের মধ্যে মাত্র ১৫ জনকে বিভিন্ন বিবেচনায় মন্ত্রণালয় থেকে সিলেক্ট করেছে- যাদের উপর ইন্ডিভিজুয়াল ১২-১৫ মিনিটের প্রামাণ্যচিত্র তৈরী করার জন্য। সেই ১৫ জনের মধ্যে আমি থাকবো তা কল্পনাও করিনি- শুটিং শেষ করে এডিটিং, ইফেক্ট অ্যানিমেটেড করার আগে পর্যন্ত।
২| ১৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২৮
আহমেদ রুহুল আমিন বলেছেন: অন্যায়-অবিচারের বিরুদ্ধে এভাবে লড়ে যান, কোন কিছু পাওয়ার আশায় নয় বরং মানুষের কল্যাণে । আপনার জন্য অনেক শুভকামনা রইল ।
১৮ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০২
জুল ভার্ন বলেছেন: এমন সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২২
নতুন নকিব বলেছেন:
আপনি দেশের গর্বিত সন্তান। বীর সেনানী। সালাম আপনাকে। আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করছি।