নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ফ্যাসিস্ট হাসিনা দেশ বিধ্বংশী একটা প্রতীক.....

২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:২৯

ফ্যাসিস্ট হাসিনা দেশ বিধ্বংশী একটা প্রতীক.....

ধর্মীয় বিশ্বাসের সাথে আমি রাজনীতিকে মিলাই না। যেকোন ধর্মের প্রতি, যার যার ধর্মীয় উপাসনার প্রতি আমার সম্মান আছে। একইভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নাগরিক অধিকারে শ্রদ্ধাশীল সকল রাজনৈতিক মতাদর্শের প্রতিও সম্মান আছে।

কিন্তু দল আর দলের নেতৃত্ব ভিন্ন বিষয়। হাসিনা হইল মোনাফেক। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধীতার প্রতীক। বাংলাদশের সাধারণ মানুষের বিরুদ্ধ শক্তি যারা তারাই এই হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছে। একই শক্তি যারা বঙ্গবন্ধুকেও ফ্যাসিস্ট বানিয়েছিল। যাদের কুমন্ত্রণায় বাকশাল গঠিত হয়েছিল। তিনিও নিজের ইচ্ছামত রাজনীতি করতে পারেন নাই। তাঁকেও বিভ্রান্ত করা হয়েছিল। তবে তিনি বাংলাদেশকে বিক্রী করে দিবার মত কোন কিছুতেই সায় দেন নাই। বাংলাদেশের মানুষের প্রতি তাঁর ভালবাসা ছিল- এটা আমার বিশ্বাস।

কিন্তু, হাসিনাকে একদম পা থেকে মাথা পর্যন্ত তৈরি করেই বাংলাদেশে পাঠানো হয়েছিল। যেই প্রোজেক্টের অংশ হিসেবে হাসিনাকে তৈরি করা হয়েছিল সেই প্রোজেক্ট তার দুই তৃতীয়াংশ সফলতা অর্জন করেছে। এখন বাকী সফলতার জন্য অন্য কোন পাপেট সরকার সামনে নিয়ে আসা হবে। হাসিনা নামক পাপেটটাকে এখন বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির কাজেই কেবল ব্যাবহার করা হবে। ক্ষমতায় ফিরিয়ে আনা আর হবে না।

মনে রাখবেন, কেবল হাসিনাই পালিয়ে গেছে। শেখ হাসিনার দোসর এপারেটাস সবগুলোই সক্রিয় আছে। এখন খেলা হচ্ছে অন্য আঙ্গিকে এবং বহুমাত্রিক। ছোটখাট বিষয়গুলোকে যেমন তারা পুঁজি করছে তেমনি নিজেদের দোষগুলোকে ঢেলে দিচ্ছে অন্যদের উপর। যেমন ভাঙারি মিগ ফাইটার বিমান কেনার বিষয়টাকে পুরোপুরি আড়ালে রেখে ছোট ছোট বাচ্চাদের মৃত্যু নিয়ে তারা রাজনীতি শুরু করে দিয়েছে। একটা দুর্ঘটনাকে তারা হত্যা বা গুমের চেয়েও বড় করে দেখাতে সক্ষম। হয়তো আজকে পারে নাই, তবে অচিরেই তা তারা পারবে। কারণ, এখন যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তাদের আসলে ক্ষমতা ছাড়া আর কিছু নিয়েই মাথা ব্যথা নেই। বাংলাদেশ বিরোধীদের নিয়ে নতুন পাপেট এর নাম "জা-শি, নাপা"! যে পরিমাণ ঘাতক ও দালাল এই দুইটি রাজনৈতিক দলে প্রবেশ করছে তাতে আমি স্পষ্ট করেই বলে দিতে পারি, এরা শেখ হাসিনার অসমাপ্ত কাজ এরা খুব দ্রুততম সময়ে করে ফেলবে।

কাজেই চলুন, আমরা ষড়যন্ত্রকারীদের দ্বিতীয় অধ্যায় দেখার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। আর যদি তা না দেখতে চান তাহলে সকল দেশপ্রেমিক একত্রিত হন। দেশপ্রেমিকদের কেবল একটাই দল। আর সেটা হচ্ছে - বাংলাদেশ। যে দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম সেই দলের প্রতিই আমাদের সমর্থন হোক।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: জাশি এবং এনসিপি মিলে লিগ কে ফেরাবে। বিএনপি যাকে ধরে থানা্য় দেয় সেই লিগ থেকে জশি হয়ে যায়।

২৫ শে জুলাই, ২০২৫ রাত ৮:৪৫

জুল ভার্ন বলেছেন: এর নাম 'নতুন বন্দবস্ত'!

২| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: যথার্থ বলেছেন ভাইজান।

২৫ শে জুলাই, ২০২৫ রাত ৮:৪৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.