নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন সম্ভবত যথা সময়েই হতে যাচ্ছে.....

৩১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৬

নির্বাচন সম্ভবত যথা সময়েই হতে যাচ্ছে.....

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না- সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকা সত্বেও আজ আইন উপদেষ্টা জানিয়েছেন- "প্রধান উপদেষ্টা কয়েক দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।" অবশ্য নির্বাচনের রূপরেখা দিবে সরকার এবং নির্বাচনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন)। একই দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন- "প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেভাবেই সকল প্রস্তুতি চলছে....."। এই ঘোষণায় জা-শি, নাপা এবং বাটপার পীরের দল খুশী না হলেও দেশের বৃহত্তর জনগোষ্ঠী স্বস্তি বোধ করছে।

২০২৪ সালের ১২ আগস্ট লিখেছিলাম.....নির্বাচনের আগে তত্বাবধায়ক সরকারের উচিৎ নিম্নোক্ত সংস্কার করা। যদিও সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবুও বর্তমান সরকার যদি একটা আইনী কাঠামোর মধ্যে সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারে তাহলে নির্বাচিত সরকার সেই প্রক্রিয়া থেকে সহসাই সরে যেতে পারবে না।

(১) বাংলাদেশের ওপর ইংগ-মার্কিন-ভারতের সকল প্রভাব ও হস্তক্ষেপ বন্ধ করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ভারত ও অন্যান্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রের সাথে জলে-স্থলে সকল কৌশলগত চুক্তি (যেমন, ট্রানজিট, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটিজি সংশ্লিষ্ট ইত্যাদি) এবং সামরিক চুক্তিসমূহ বাতিল করতে হবে।

(২) ক্ষমতাসীন হওয়ার পর পরই ২০০৯ সালের ফেব্রুয়ারি ভারতের স্বার্থে পিলখানায় মেধাবী সামরিক অফিসারদেরকে হত্যার মধ্য দিয়ে হাসিনা সরকার দেশের সামরিক বাহিনীকে দুর্বল করার যে ষড়যন্ত্র করেছিল, ভারতীয় মদদপুষ্ট সেই ষড়যন্ত্রকারীদের বিচার করতে হবে।

(৩) যালিম হাসিনা ও তার যুলুমের সহযোগিতাকারী এমপি-মন্ত্রীসহ আমলা, নিরাপত্তাবাহিনীর পদস্থ কর্মকর্তা ও বিচারকদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

(৪) দমনমূলক সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল /সাইবার নিরাপত্তা আইনসহ দমন-নিপীড়নমূলক আইনসমূহ বাতিল করতে হবে। একই সাথে বিগত ১৫ বছরে হাসিনা সরকারের যুলুম-অত্যাচারের শিকার সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

(৫) পৃথিবীর কোনো রাষ্ট্র আইএমএফ ও বিশ্বব্যাংকের নীতি অনুসরণ করে স্বনির্ভরতা অর্জন করতে পারে নাই। বরং চরম দরিদ্র রাষ্ট্রে পরিণত হয়েছে। এই অবস্থায় দেশের অর্থনীতিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

(৬) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দাবি ছিলো দেশ থেকে সকল বৈষম্য দূর করা। কারণ, একদিকে একটি লুটেরা পুঁজিপতি শ্রেণি তৈরী হয়েছে, অন্যদিকে বৃহত্তর জনগোষ্ঠী মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। প্রকৃতপক্ষে, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা একটি বৈষম্যমূলক ব্যবস্থা যেখানে "বিশ্বের ১% ব্যক্তি ৯৯% সম্পদের মালিক"। তাই রাষ্ট্রের অর্থনীতি থেকে পুঁজিবাদী নীতিমালা উচ্ছেদ করতে হবে।

দেশি-বিদেশী পুঁজিপতিদের স্বার্থে অনুৎপাদনশীল ও অপরিকল্পিত মেগাপ্রকল্পসমূহ বাতিল করে প্রয়োজনীয় ও উৎপাদনশীল এমন প্রকল্প হাতে নিতে হবে যার মাধ্যমে জনগণের জীবনযাত্রা উন্নত ও আরামদায়ক হবে।

(৭) তেল-গ্যাস-বিদ্যুৎ সহ জ্বালানী খাত থেকে দেশি-বিদেশি কোম্পানিসমূহকে উচ্ছেদ করে রাষ্ট্রীয় পরিচালনায় নিয়ে আসতে হবে এবং এগুলো থেকে প্রাপ্ত রাজস্ব জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৭

সৈয়দ কুতুব বলেছেন: ইলেকশন ডিসেমবারে পসিবল।

৩১ শে জুলাই, ২০২৫ রাত ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: জানুয়ারী-ফেব্রুয়ারীতে হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান হবে, সেটা দরকার আছে.....

২| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: নির্বাচন ছাড়া আপাতত কোন উপায় দেখছি না! কিংস পার্টি যেভাবে রাজনৈতিক অঙ্গনে বিভাজন সৃষ্টি করছে, এতে দেশে অস্থিরতা বাড়ছে।

৩১ শে জুলাই, ২০২৫ রাত ১০:০১

জুল ভার্ন বলেছেন: কিংস পার্টির দৌরাত্ম্য থামাতেই নির্বাচন দিয়ে মানে মানে কেটে পড়ার বিকল্প নাই।

৩| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:২২

এম ডি মুসা বলেছেন: এই দেশে নির্বাচন মানে, দলীয় কায়েম প্রতিষ্ঠা

০১ লা আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৯

জুল ভার্ন বলেছেন: এই দেশে নয়, সব দেশে। উদাহরণ- মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া।

৪| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:২৩

এম ডি মুসা বলেছেন: দলীয় মানে গনতন্ত্র নয়। দলীয় মানে দলীয় তন্ত্র

০১ লা আগস্ট, ২০২৫ সকাল ১০:৪০

জুল ভার্ন বলেছেন: দল ছাড়া গণতন্ত্র হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.