নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

জুলাই ঘোষণা পত্র এবং জুলাই সনদ......

০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:০৩

অনেকে এখনো মনে করছেন “জুলাই সনদ” মানেই “জুলাই ঘোষণাপত্র” কিন্তু আসলে দুই জিনিস দুই রকম।

জুলাই ঘোষণাপত্র হচ্ছে ওই ৩১ ডিসেম্বর নাগরিক কমিটি যে ঘোষণা দিতে চেয়েছিল, যেখানে ৫ আগস্টের অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া, ‘সেকেন্ড রিপাবলিক’-এর একটা ধারণা উপস্থাপন করা, জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা এগুলো থাকবে। অনেকটা একাত্তরের স্বাধীনতার ঘোষণাপত্রের কাঠামোতে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই একটি দরকারি বিষয়। কারণ আমাদের জাতীয় জীবনে জুলাই অভ্যুত্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। কিন্তু সমস্যা এখানে হয় যখন এনসিপি জুলাই ঘোষণা কে সংবিধানের অংশ করতে চায়। স্বাভাবিকভাবেই বিএনপি এখানে আপত্তি জানিয়েছে। তাদের যুক্তি ও পরিষ্কার, সংবিধান তো হচ্ছে দেশ চালানোর গাইডলাইন, সংবিধানে ঘোষণাপত্র থাকতে পারে না। তবে ঘোষণাপত্রকে হয়তো তফসিল আকারে রাখা যেতে পারে।

এটা তো গেল জুলাই ঘোষণাপত্র তাহলে জুলাই সনদ কি জিনিস?

জুলাই সনদ হচ্ছে একটি রাজনৈতিক প্রতিশ্রুতি দলিল, যেখানে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছিল সেখান থেকে আসা প্রস্তাবগুলোর মধ্যে যেগুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো পরবর্তী সরকার বাস্তবায়ন করবে, এই বিষয়ে সবার লিখিত সম্মতি অঙ্গীকার নেওয়া। অর্থাৎ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাস করে যে সরকারই আসুক, সে যেন এই সংস্কারগুলো ফেলে না দেয়, এই নিশ্চয়তা তৈরির জন্যই এই সনদ।

তবে শুধু দলগুলো স্বাক্ষর করলেই যে সেটা কার্যকর হবে, তার তো কোনো গ্যারান্টি নেই। আমরা ’৯১-এর পরেও দেখেছি, ২০০৮-এও দেখেছি, বহু সংস্কার প্রস্তাব আলোকিত আলোচনার মধ্য দিয়ে এসেছে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি।

এই জায়গায় এসে জামায়াত ও এনসিপি বলছে, জুলাই সনদকে গণভোটের মাধ্যমে বৈধতা দিতে হবে। কিন্তু এই প্রস্তাব ঝুঁকিপূর্ণ। কারণ একবার গণভোটের প্রসঙ্গ এলে, তখন তারা নিয়ে আসতে পারে নতুন সংবিধান বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন, জুলাই অভ্যুত্থানকে বিপ্লব ঘোষনা ইত্যাদি নানা কিছু। তখন আর সংসদ নির্বাচন মূল বিষয়ে থাকবে না এবং বাংলাদেশ দীর্ঘ সময় নির্বাচন ছাড়াই একটা অনির্বাচিত ব্যবস্থায় পড়ে যাবে।

তাহলে সমাধান কী?

গণভোট এড়িয়ে একটি কার্যকর পন্থা হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার সব দলের স্বাক্ষর নেওয়ার পর একটি অধ্যাদেশ জারি করুক। সেই অধ্যাদেশে বলা থাকবে, নির্বাচনের পর গঠিত সরকার এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, এবং সনদে এটাও লেখা থাকতে হবে যে ঠিক কত বছরের মধ্যে পরবর্তী সরকার এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, সেটি হতে পারে দুই বছর বা তিন বছর।

এভাবেই জুলাই সনদ আইনি সুরক্ষা পেতে পারে, আর সংস্কারের প্রতিও রাজনৈতিক দায়বদ্ধতা তৈরি হতে পারে। সংস্কার প্রস্তাবগুলোকে নিয়ে প্রায় সব দলকেই খুব ইতিবাচক দেখা যাচ্ছে। বিশেষ করে বড় দল বিএনপি মোটামুটি বেশিরভাগ সংস্থার মেনে নিয়েছে। এখন তারা যদি জুলাই সনদে আন্তরিকভাবে স্বাক্ষর করে এবং এটিকে অধ্যাদেশ আকারে জারি করতে একমত হয় তাহলে ভবিষ্যতে পাস করে আসলে সেটি বাস্তবায়ন করতে তাদের একটা আইনগত এবং সামাজিক প্রেসার থাকবে। যারা সত্যিকার অর্থেই জুলাই সনদের বিষয়বস্তু অর্থাৎ একমত হওয়া নানা সংস্কার প্রস্তাব কে বাস্তবায়নে রূপ দিতে চায়, তাদের উচিত হচ্ছে এই ধরনের অধ্যাদেশ জাতীয় একটি সমাধানে আসা। তা না করে গণভোট, গণপরিষদ নির্বাচন, বিপ্লব, এই সমস্ত কথাবার্তার দিকে যাওয়া মানেই হচ্ছে সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়া এবং গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলা।


(ব্লগার বন্ধু রন্টি চৌধুরীর ফেসবুক পোস্ট)

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১২

সৈয়দ কুতুব বলেছেন: আজকে ইলেকশন ডেইট ঘোষণা হবে? খালেদা জিয়া নাকি ফেনী-২ থেকে নির্বাচন করবেন? :``>>

০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১১

জুল ভার্ন বলেছেন: তাই নাকি!

২| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৩

মাথা পাগলা বলেছেন: ফেবুর লিংকটা পোস্টে সংযুক্ত করতে পারলে ভালো ছিলো। আমার ধারণা, ইউনুস এখনো তার প্রভুদের (আম্রিকার) সব হোমওয়ার্ক শেষ করতে পারেনি, যতোদিন হোমওয়ার্ক কমপ্লিট হবে ন গদি ছাড়বে না। গদি বাঁচাতে সে রাজাকারদের সাথে সরাসরি হাত মিলিয়েছে। যারা একসময় ছিল গণহত্যার প্রতীক, আজ তাদের বের করে পুনর্বাসন করেছে শুধুমাত্র গদিতে থাকার জন্য।

নির্বাচন যতো দেরি হবে রাজাকারদের খুঁটি আরও মজবুত হবে। আমি তো ইউনুস সাহেবকে এখন আর মাঠেই দেখি না, মাঠ দখল করে আছে শুধু জামাত-হিজবুইত্তা আর তার ভাই-বোনেরা।

০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১২

জুল ভার্ন বলেছেন: https://www.facebook.com/share/p/1YV7ZTMRzD/

৩| ০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৪

মাথা পাগলা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আজকে ইলেকশন ডেইট ঘোষণা হবে? খালেদা জিয়া নাকি ফেনী-২ থেকে নির্বাচন করবেন? :``<<।

ইলেকশন? হে হে হে! মূলা ঝুলাইয়া দেয় কিনা দেখেন! B-))

০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১৩

জুল ভার্ন বলেছেন: আমার ভবিষ্যত জানা নাই।

৪| ০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৫

কাঁউটাল বলেছেন: মাথা পাগলা, হাউয়ামী ছাগল।

০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১৪

জুল ভার্ন বলেছেন: হ্যা আওয়ামী লীগ। ২০০৯ সালে আমরা ব্লগ থেকে তাড়িয়ে ছিলাম।

৫| ০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:১৬

মাথা পাগলা বলেছেন: কাঁউটাল বলেছেন: মাথা পাগলা, হাউয়ামী ছাগল।

ছিঃ! কি বলেন এগুলা। ছাগল-কাঁঠাল পাতা এগুলো তো আপনাদের জিনিস,পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া। উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিস অন্যরা নেবে কিভাবে?

০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১৫

জুল ভার্ন বলেছেন: এধরণের মন্তব্য কাম্য নয়।

৬| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৯

কাঁউটাল বলেছেন: মাথা চাঘল, তোদের পভুপাদ মুদির দেশ ভঁড়ৎে গিয়া হাগু মুতু কর। বাংলাদেশে থাকলে চেতনা ব্যবসা তোদের োয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে।

৭| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪২

মাথা পাগলা বলেছেন: কাঁউটাল বলেছেন: মাথা চাঘল, তোদের পভুপাদ মুদির দেশ ভঁড়ৎে গিয়া হাগু মুতু কর। বাংলাদেশে থাকলে চেতনা ব্যবসা তোদের োয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে।

ছাগল-কাঁঠাল পাতাদের থেকে "চেতনা ঢুকায়ে দিব" থ্রেট সব সময় এক্সপেক্ট করি।

চেতনা-মুতু স্পেশালিস্ট ভাই হাজির! যুক্তির মান এতটাই গভীর মনে হয় আপনি আর একটু চেষ্টা করলেই নোবেল পেয়ে যাবেন 'মুতুবিদ্যায়'।

৮| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:০১

কাঁউটাল বলেছেন: মাথা ছাগল, হাউয়ামী বাল কুকুর, ভাদার বাচ্চা, তোদের বিচারপতি মানিক চাঘলের বিচি ফাটায় দেয়া হয়েছিল - এত তাড়াতাড়ি ভুলে গেলি?

৯| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:১১

কাঁউটাল বলেছেন:

১০| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪০

মাথা পাগলা বলেছেন: কাঁউটাল

আপনি কি ছাগলের তিন নাম্বার বাচ্চা? আপনার মতের সাথে মিল না হলে কোন কারন ছাড়া লীগের ছাগল বলে ম্যাঁ ম্যাঁ করে গালি গালাজ করেন? উত্তেজিত কেন হয়েছেন আপনি নিজেই জানেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ম্যাঁ ম্যাঁ করতে থাকুন শুনতে ভালোই লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.