![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
একটুর জন্য পিছলাইয়া গেল.....
''Expert led Consultation on Truth and Healing of Victims of post conflict Bangladesh'' আয়োজিত একটি সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগদান করে ছিলাম। Bangladesh China Friendship Conference Centre অনুষ্ঠিত সেমিনারে জাতিসংঘ মানবাধিকার সংস্থা (ঢাকা অফিস) প্রধান ছাড়াও দেশী বিদেশী মানবাধিকার সংস্থা, ভুক্তভোগী, দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়ার বাংলাদেশের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Barrister Tajriyaan Akram Hussain (Junior consultant for the United Nations, Human rights team) এবং Shahidul Alam, (Renowned photo-journalist & Human rights activists) সাহেবের সঞ্চালনায় ভুক্তভোগী হিসেবে বক্তব্য দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত এবং সচিব Maruf Zaman, Lt. Col. (Retd.) Hasinur Rahman , Barrister Arman, Masrur Alam Chowdhury, আমি ছাড়াও আরও দুইজন। আমন্ত্রিত অতিথি বক্তাদের মধ্যে বক্তব্য দিয়েছেন- Dr. Asadullah (Prof. Dept. of Justice Studies, University of Regina), Brigdr. Gen. (Retd.) Hasan Nasir, Barrister Sarah Hossen, এবি পার্টির Mozibur Rahman Monzu, বাংলাদেশ সরকারের পক্ষে Mustain Billah (Sinior Consultant to the High Representive, Chief Adviser's Office), বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের উপদেষ্টা পরিষদের সদস্য Dr. Mahadi Amin এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন এর বাংলাদেশ অফিস প্রধান Huma Khan.
অতিথিদের মধ্য থেকে স্ব প্রনোদিত বক্তব্য দেন চ্যানেল আই এর '২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন নারী সাংবাদিক (নামটা প্রকাশ করলাম না)। তিনি তার বক্তব্যে 'জুলাই বিপ্লবে' বিভিন্ন যায়গায় শুধুমাত্র 'বোরকা-হিজাব পড়া নারীদের গ্রাফিতি আঁকায়' ক্ষোভ প্রকাশ করেন। তারপর শহীদুল আলম সাহেব তার বক্তব্যে স্বৈরশাসক তৈরীর পেছনে গত ষোলো বছরে মিডিয়া কর্মীদের প্রত্যক্ষ-পরোক্ষ ভুমিকা তুলে ধরেছেন। তখন সেই সাংবাদিক কিছুটা জোর করেই মাইক হাতে নিয়ে বলেন- "মিডিয়া কর্মীদের অনেক নিয়ম মেনে এবং সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়, তাই তারা অনেক কিছুই বলতে পারেন না। আমরাও কষ্ট পাই, এখনো রাতে ঘুমাতে পারিনা। আমরাও ট্রমাটিক প্রব্লেম ফেস করছি"।
তখন আমি প্রতিবাদ করে বলি- "আপনারা নিয়ম মেনে চলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যে থাকেন...আমরা অনেকেই সেই নিয়ম ভেংগে, সীমাবদ্ধতা ভেংগে ফ্যাসিবাদের বিরুদ্ধে ষোলো বছর লিখেছি, কথা বলেছি...."- আমার পাশেই ছিলেন মাহাদী আমিন ভাই, অন্যপাশে Professor Dr. Safiqur Rahman (BRAIN)
আমার বক্তব্যে পরিস্থিতি ভিন্ন দিকে যাবে তাই দুজনেই আমাকে থামিয়ে দিয়েছেন। অন্যদিকে, সেই '২৫ বছরের অভিজ্ঞ সাংবাদিক' লাঞ্চ না করেই চলে গিয়েছেন!
ভিডিওঃ এডিট করতে যেয়ে অজ্ঞতার জন্য ডিলিট হয়ে গিয়েছে।
০৭ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
জুল ভার্ন বলেছেন: চ্যানেল আই'র মালিক পক্ষ ডিবি হারুন, সুরমা মনির, মোজা বাবু, শ্যামল দত্ত গংদের মতো সন্ত্রাসবাদের দোসর। ভাকু এবং সুবিধাবাদী।
শহীদুল আলম ভাই আমার ক্যাডেট কলেজ এর তৃতীয় ব্যাচের ক্যাডেট। অত্যন্ত সাহসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনিও হাতের ইশারায় থামতে বলেন। আমাকে থামিয়ে দেওয়াটা যথাযথ ছিলো। কারণ, বরাবরের মতো মিডিয়ার উপর আমি একটু বেশীই মারমুখী ছিলাম।
২| ০৭ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: ভালো কাজ করেছেন। মিডিয়া কে টাইট দেয়া দরকার।
০৭ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
জুল ভার্ন বলেছেন: ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে আজীবন সোচ্চার থাকবো।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৩২
ঢাবিয়ান বলেছেন: চ্যানেল আই এর মালিক ফরিদুর রেজা সাগর , শাইখ সিরাজ ভয়াবহ আওয়ামীপন্থী। এদের গ্রেফতার করলে কত কি যে বের হবে। তৃতীয় মাত্রার জিল্লুর রহমানতো এখন ফ্যসিস্ট লীগের হয়ে সরাসরি সাংবাদিকতা করছে। মিডিয়ায় ইন্টারিম কেন যে হাত দেয় না বুঝি না। মিডিয়ার প্রতি কঠোরহস্ত না হলে এরাই খুনে লীগকে পুনর্বাসন করাবে। শহীদুল আলমদের এই বিষয়ে আরো বেশি বেশি বক্তব্য দেয়া উচিত। য়াপনাকে কেন থামিয়ে দেয়া হল, বুঝলাম না। কার ভয়ে?