![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
নিখুঁত অপরাধ বলে নাকি কিছু নাই। না, আমি বলি নাই, একাধিক ক্রাইম থ্রিলারে পড়েছি। যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও আছে। ডাকসু ইলেকশন নিয়ে দেশ রূপান্তরের এই লং ফরম্যাটের নিউজ পড়ে সম্ভবত কিছু বোঝা যাবে না। বোঝা যাবে যখন আলাদা আলাদা দুই জায়গার ডাটাগুলো নিয়ে এক্সেলে বসাবেন। আমি একটু সামারি করে দিচ্ছি -
ভিপি পদে, জিয়া হলে সাদিক কায়েম ৮৪১ ভোট, ফজলুল হক হলেও সাদিক কায়েম ৮৪১ ভোট
ভিপি পদে, জিয়া হলে আবিদ ১৮১ ভোট, ফজলুল হক হলেও আবিদ ১৮১ ভোট
ভিপি পদে, জিয়া হলে আব্দুল কাদের ৪৭ ভোট, ফজলুল হক হলেও আব্দুল কাদের ৪৭ ভোট
ভিপি পদে, জিয়া হলে উমামা ফাতেমা ১৫৩ ভোট, ফজলুল হক হলেও উমামা ফাতেমা ১৫৩ ভোট
ভিপি পদে, জিয়া হলে শামিম হোসেন ১৪১ ভোট, ফজলুল হক হলেও শামিম হোসেন ১৪১ ভোট
জিএস পদে, জিয়া হলে ফরহাদ ৫৮৯ ভোট, ফজলুল হক হলেও ফরহাদ ৫৮৯ ভোট
জিএস পদে, জিয়া হলে আবু বাকের ৩৪১ ভোট, ফজলুল হক হলেও আবু বাকের ৩৪১ ভোট
জিএস পদে, জিয়া হলে হামিম ২২৮ ভোট, ফজলুল হক হলেও হামিম ২২৮ ভোট
এজিএস পদে, জিয়া হলে মহিউদ্দিন খান ৭০৫ ভোট, ফজলুল হক হলেও মহিউদ্দিন খান ৭০৫ ভোট
এজিএস পদে, জিয়া হলে তানভীর আল হাদী মায়েদ ১৮৮ ভোট, ফজলুল হক হলেও তানভীর আল হাদী মায়েদ ১৮৮ ভোট
এজিএস পদে, জিয়া হলে আশরেফা খাতুন ৩৫ ভোট, ফজলুল হক হলেও আশরেফা খাতুন ৩৫ ভোট।
আমি কোনো কনক্লুশন দিচ্ছি না। শুধু ফ্যাক্ট অ্যান্ড ফিগার দেখাইতেছি।
নিউজ লিংক কমেন্টে।
ফ্যাক্টচেকার কেউ ব্যাপারটা দেখবেন নাকি? (অনারেবল মেনশন Qadaruddin Shishir )
আমি ক্রসচেক করেছি কি না, এর উত্তর হলো 'না'। আমি নিউজের কনজিউমার/রিডার। ফ্যাক্টচেকার বা রিপোর্টার না। আমি নিজেও সত্য জানার জন্যই পোস্ট করছি ধইরা নেন
কপি পোস্। সৌজন্ঃ Abu. Bokor Siddique Raju (একদা বিখ্যাত ব্লগার- 'বিতর্কিত বিতার্কিক'
Abu Bakor Siddique Raju (এক সময়ের সাড়া জাগানো ব্লগার- বিতর্কিত বিতার্কীক
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৫
জুল ভার্ন বলেছেন: Click This Link
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪০
মাথা পাগলা বলেছেন: সংখ্যাগুলো কি ক্রস চেক করে যাচাই বাছাই করে দেখেছেন?
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৪
জুল ভার্ন বলেছেন: Click This Link