![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জগার সাইকেল পাচার এবং জা-শি'র ভোট চুরি.......
আওয়ামী লীগের ভোট চুরির এক একটা ফরম্যাট ছিলো। যেমন- ভোটারের উপস্থিতি ছাড়াই ভোটের বাক্স ভরে ফেলা। ডামি প্রার্থী, দিনের ভোট রাতে করা, বিনা প্রতিদ্বন্দিতায় এমপি - ইত্যাদি।
এবারের ডাকসু, জাকসু নির্বাচনের জা-শি'র কূটকৌশল এখন পর্যন্ত কেউ ধরতে পারেনি। এই প্রসঙ্গে ৬/৭ বছর আগে ফেসবুকে একটা রম্য গল্পের কথা মনে পড়েছে......
'জগা' নামক এক লোক বর্ডার দিয়ে সাইকেল চালিয়ে আসছিলো। সাইকেলের পেছনে এক বিশাল বস্তা বাঁধা। BSF এর এক চৌকশ অফিসার সাথে সাথে তাকে থামালো এবং জিজ্ঞেস করলো- 'বস্তায় কি?'
সাইকেল চালক জগা বললঃ "স্যার কিছু না, শুধু বালি নিয়ে যাচ্ছি।"
অফিসারঃ 'বস্তাটা খোলতো!'
জগাঃ "এই যে দেখেন স্যার, বালি।"
অফিসারঃ 'আচ্ছা যা।'
দুই দিন পর জগা আবারও সেই বর্ডার দিয়ে সাইকেল চালিয়ে আসতেছে। সাইকেলের পেছনে বড় একটি বস্তা বাঁধা। BSF অফিসার তাকে আবারও থামালো।
অফিসারঃ 'বস্তায় কি?:
জগাঃ 'স্যার, বালি।"
অফিসারের খটকা লাগলো। ঐ দিনও বালি, আবার আজকেও বালি! অফিসার তখন পুরো বস্তা খুলে চেক করলো, কিন্তু বালি ছাড়া আর কিছুই পেল না। শুধু বালি আর বালি।
অফিসারঃ 'আচ্ছা যা।'
আবারও কয়েকদিন পর জগা বস্তা সহ সাইকেল চালিয়ে আসতেছে। BSF অফিসার তাকে থামালো।
অফিসারঃ 'বালি?'
জগাঃ ''জী স্যার।"
অফিসারঃ 'তুই খালি বালি নিয়া যাস এটা সন্দেহ জনক!'
....অফিসার সব বালি ঘেটে দেখলো, কিন্তু কিছুই পেলো না। কিন্তু BSF অফিসারের মনে খচখচটা থেকেই গেলো। সেনার মাথার সন্দেহ, সমাধান না হওয়া পর্যন্ত ছাড়ার পাত্র নয়!
ঘটনা কি? তখন সে কিছু বালি নিয়ে ল্যাবে পাঠালো- পরীক্ষা করার জন্য। কিন্তু কোনো লাভ হলো না। সবই বালি আর বালি! কিন্তু অফিসারের মনে সন্দেহটা থেকেই গেলো।
এভাবে সাইকেল সহ বালি দেখতে দেখতে বহু দিন কেটে গেলো। কোনো কিছুই করতে পারছে না অফিসার। কোনো না কোনো ঘটনা তো নিশ্চয়ই আছে! কিন্তু অফিসার সেটা ধরতে পারছে না!
অনেক দিন ধরে জগার কোনো খোঁজখবর নাই। অফিসার নিজেই তাকে খুঁজে বের করলো। অনেক কষ্টে জগার বাড়ি খুঁজে বের করলো। জগার বাড়িতে গিয়ে বললঃ 'দেখ জগা, আমি জানি তুই কিছু না কিছু পাচার করছিলি। কিন্তু আমি ধরতে পারিনি। আমার মনে কোনো শান্তি নাই। বউয়ের সাথে ঝগড়া করি, খারাপ আচরণ করি! আমার মনটা খালি খচখচ করে, যে তুই কিছু না কিছু পাচার করছিলি। তোর দুইটা পায়ে পরি, সত্যি করে বল তুই কি পাচার করছিলি?'
জগা একটা হাসি দিয়ে বললঃ "স্যার, আমি এতদিন সাইকেল পাচার করছিলাম। এখন অবসর নিয়েছি।"
অতএব, সাধু সাবধান!
খোঁজ নিয়ে দেখুন- জা-শি'র ভোটের পেছনে কি কুকাম করে চলছে.......
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৭
জুল ভার্ন বলেছেন: আমাদের দুর্ভাগ্য!
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৯
প্রামানিক বলেছেন: নির্বাচন যাই হোক সাইকেল চোরের ঘটনাটা সুন্দর
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৭
বিজন রয় বলেছেন: হা হা হা হা .............
এখন থেকে নির্বাচনে জিততে হলে কারচুপি করতেই হবে।