![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
একজন 'বাকের ভাই' আওয়ামী লীগের সংস্পর্শে 'নান্দাইলের ইনুচ' হয়ে যায়!
"ভালো মানুষ চেনার কোনো বৈজ্ঞানিক সূত্র নাই"- অর্থাৎ বিজ্ঞানের মতো নির্দিষ্ট সূত্র বা সমীকরণ দিয়ে মানুষের ভালো-মন্দ আলাদা করা যায় না। মানুষের প্রকৃত স্বভাব ও ভেতরের চরিত্র বোঝা সহজ নয়। বাহ্যিক আচরণ বা কথাবার্তা দিয়ে সবসময় আসল মানসিকতা ধরা যায় না। অভিজ্ঞতা, সময় এবং পর্যবেক্ষণের মাধ্যমেই আমরা ধীরে ধীরে কারো চরিত্র বুঝতে পারি। তাই এই প্রবচনটি মানুষ চেনার জটিলতাকে তুলে ধরে।
'বাকের ভাই'র কথা মনে আছে? কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকের যার ফাঁসির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছিলো? বাকের ভাই চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর সাহেবের কথা বলছি। সেই ভালো মানুষটার মাত্র ১০ কোটি টাকার স্থাবর সম্পত্তি, ১২ কোটি টাকার ১১টি এফডিআর, ২ কোটি টাকার ৫টি সঞ্চয়ী হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের।
সূত্রঃ গতকালের বিভিন্ন টিভি চ্যানেল নিউজ হেডলাইন এবং আজকের বিভিন্ন জাতীয় দৈনিক খবরের কাগজের সংবাদ।
আসাদুজ্জামান নূর অন্য একটা নাটকে ঠান্ডা মাথার ভয়ংকর খুনী 'নান্দাইলের ইনুচ' চরিত্রে অভিনয় করেও নন্দিত হয়েছিলেন।
আমার জানামতে, আসাদুজ্জামন নূর এর রাজনৈতিক চরিত্র অন্যসব আওয়ামী লীগারদের মতোই। তবে শিল্পী আসাদুজ্জামান নূরকে ভালোবাসত না এমন কোনো ব্যক্তি আমি দেখিনি। সেই পছন্দের মানুষটারই যদি আর্থিক বিষয়ে এমন অনৈতিকতা প্রমাণিত হয় তাহলে- অন্যদেরটা ভাবেন!
প্রসঙ্গত আরও একটা প্রবাদ বলি- "সৎ সঙ্গে স্বর্গবাস, অসত সঙ্গে সর্বনাশ।"
মানুষের জীবনে সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যাদের সঙ্গে চলাফেরা করি, তাদের প্রভাব আমাদের চরিত্র, অভ্যাস ও জীবনদর্শনের ওপর পড়ে। সৎ মানুষের সান্নিধ্যে থাকলে মানুষ ধীরে ধীরে সৎগুণ, ন্যায়-নীতি ও ইতিবাচক জীবনের দিকে অগ্রসর হয়। অপরদিকে অসৎ মানুষের সঙ্গে চললে অনৈতিকতা, অপরাধ, দোষত্রুটি ও ধ্বংসের পথে টেনে নেয়। তাই প্রবচনটি আমাদের সতর্ক করে দেয়- সঙ্গ নির্বাচন জীবন গঠনের মূল চাবিকাঠি।
প্রথম প্রবচন আমাদের সঙ্গ বাছাইয়ে সতর্ক হতে শেখায়, আর দ্বিতীয় প্রবচন মানুষ চেনার জটিলতা ও অনিশ্চয়তার বাস্তবতা প্রকাশ করে।
এর পরেও আওয়ামী লীগের লোকজন এবং তাদের দোসর গং বলবে এটা ভুয়া। হয়তো A I এর উপরেও দোষ চাপাবে। বলবে- তাকে ফাঁসানোর জন্যে সব সাজানো। আসলে ভালো মানুষ যখনই আওয়ামী লীগের সাথে মিশবে তখনই তাদের ভালোত্ব ধ্বংস হয়ে আওয়ামী লীগ হয়ে যায়! একজন 'বাকের ভাই' আওয়ামী লীগের সংস্পর্শে 'নান্দাইলের ইনুচ' হয়ে যায়!
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২১
জুল ভার্ন বলেছেন: ভাইজান, দীর্ঘদিন পর অন্তত আমার নামটা নেওয়ার জন্য ধন্যবাদ। ❤️
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালো দেখিনি; আমি তাদের মধ্যে দেখেছি ডাকাত, নয়তো খুনি, নয়তো লম্বট, নয়তো মিথ্যাবাদী, নয়তো প্রতারক অথবা ভন্ড এছাড়া আমি তো আম্লিগে মানুষ দেখিনা।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৩
জুল ভার্ন বলেছেন: "শেখ হাসিনার আওয়ামী লীগ" নেগেটিভ বিষয়টাকে Universal Truth মর্যাদা দিয়েছ্রন।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৪
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
সঠিক বলেছেন!!