![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
আমরা কোনো অপরাধ করিনি- তবু আমাদের গুম করা হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। দিনের পর দিন চোখ বেঁধে, দুইহাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে ৪'×৫'×৫' যায়গায় আটকে রেখেছে। দিন আর রাতের কোনো পার্থক্য বুঝতে পারিনি। একদিনও গোসল করতে দেয়নি। কে বা কারা আমাদের ধরে নিয়ে গিয়েছে- তা মুক্তির আগে পর্যন্ত জানতে পারিনি। চোখের আলো কেড়ে নিয়েছে, ইলেক্ট্রিক শক দিয়ে কান নষ্ট করে দিয়েছে। দাঁত, নখ তুলে ফেলেছে- শুধু মতভিন্নতার অপরাধে। মিথ্যা মামলার পর মামলা, মাসের পর মাস জেলের স্যাঁতসেঁতে দেয়ালে কাটিয়েছি, বছরের পর বছর আদালতের বারান্দায় দৌড়াতে দৌড়াতে নিঃস্ব হয়ে গেছি- তবুও ন্যায়ের দেখা পাইনি।
আর আজ দেখি, যারা আমাদের উপর সেই নির্মম নির্যাতন চালিয়েছে, আমাদের শরীর পংগু দিয়েছে, জীবন থেকে আলো কেড়ে নিয়েছে- তাদেরই রাখা হয়েছে জেলের নামে সরাইখানায়! তারা আরাম করছে, আমরা এখনো শ্বাস নিই ব্যথার হিসাব রেখে। এই অবিচারই হয়তো আমাদের সময়ের সবচেয়ে ভয়ঙ্কর চেহারা- যেখানে নির্দোষরা দগ্ধ হয়, আর অপরাধীরা হাসে ক্ষমতার ছায়ায়-
এ যেনো পিশাচের অট্টহাসি!
১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১৩
জুল ভার্ন বলেছেন: মানুষকে নিপীড়ন, গুম আর খুন করাটা ভয়াবহ এবং তা দেখলে মনে ক্রোধ ওঠাই স্বাভাবিক।
সবাইকে ক্লিনিক্যালভাবে ‘সাইকোপ্যাথ’ বা কোনো মানসিক ডিসঅর্ডার নয়। অনেক সময় রাজনৈতিক, আদেশ- চাপ, মানুষকে নির্যাতন করতে প্ররোচিত করে। ওদের আচরণের কারণগুলো বোঝার জন্য শুধুমাত্র “সাইকের” ট্যাগ দেওয়া যথেষ্ট নয়।
২| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা গুম খুনের শিকার তাদের জন্য সমবেদনা এবং যারা এটা করেছে তাদের কঠিনতম শাস্তি কাম্য।
১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১৫
জুল ভার্ন বলেছেন: কঠোর শাস্তি চাইতেই হবে। আপনি ঠিক বলেছেন: যারা গুম ও হত্যার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে জোরালো আইনগত ব্যবস্থা হওয়া উচিত- স্বচ্ছ তদন্ত, নিরপেক্ষ বিচার, এবং প্রাপ্য শাস্তি। একই সঙ্গে বিচারের নিয়ম লঙ্ঘিত হলে নির্দোষেরও কষ্ট বাড়ে; তাই আন্তর্জাতিক মানদণ্ড মেনেই তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।
৩| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচার হবে। নাহলে, এরকম ঘটনা আরও ঘটবে।
১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১৮
জুল ভার্ন বলেছেন: অবশ্যই বিচার হতে হবে। সেই সাথে প্রতিষ্ঠানগত সংস্কার: নিরাপত্তা বাহিনী ও তদন্ত সংস্থার তদারকি, মানবাধিকার শিক্ষা ও নজরদারি বাড়াতে হবে।
আপনাদের মতো সচেতন মানুষই ন্যায়ের জন্য চাপ তৈরি করে।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৭
নতুন বলেছেন: যারা গুম খুনের সাথে জড়িতো তারা সাইকোপ্যাথ। কোন সুস্থ মানুষ একজন মানুষকে নির্যাতন করতে পারেনা। এদের কঠিন সাজা হউয়া উচিত।