![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ব্রেকিং নিউজ!
ব্রেকিং নিউজ!!
ব্রেকিং নিউজ!!!
রিপন মিয়া ব্রেকিং নিউজ- ১
অজপাড়াগাঁয়ের রিপন মিয়া এখন বিশ্ববিখ্যাত ইউটিউবার!
বিশ্ব মিডিয়া হতবাক! ইউটিউব নিজেই নাকি এখন রিপন মিয়ার ভিডিও দেখে শেখে- কনটেন্ট কাকে বলে!
ফেসবুক বন্ধুদের পোস্ট না পড়লে আমিতো জানতেই পারতাম না, আমাদের দেশেই এমন “মহামূল্যবান” রত্ন লুকিয়ে আছে। বিজ্ঞানীরা নাকি ইতিমধ্যে তার “ভিডিওর এনার্জি” নিয়ে গবেষণা শুরু করেছেন- কিভাবে এমন দৃষ্টিনন্দন লাইক ও কমেন্ট জোগাড় হয়, তা নাকি নাসার কাছেও এক রহস্য!
গ্রামে এখন সবাই ভাত খাওয়ার আগে রিপন মিয়ার নাম নেয়, অনেকেই তার নতুন ভিডিও না দেখে ঘুমায় না। এক বৃদ্ধা নাকি বলেছেন, “রিপন মিয়া আমাদের গ্রামের গর্ব, ওর ভিডিও না দেখলে পেট ক্লিয়ার হয় না!”
অন্যদিকে শহরের তরুণরা এখন ভাবনায়- আমরা এতদিন ইউটিউব দেখি, আর রিপন মিয়া ইউটিউব বানিয়ে ফেলল!
বাংলাদেশের ইতিহাসে এটা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত- যখন গুগল জানে না, কিন্তু গ্রামের পান দোকানের ছেলেটা জানে, কে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ইউটিউবার!
রিপনমিয়া মহাবিশ্বের গর্ব।
বিশ্ববিখ্যাত লোকাল লেজেন্ড!
এইমাত্র CNN, BBC ব্রেকিং নিউজ প্রচার করছে- “রিপন মিয়া ফ্যান ক্লাব" খুলছে জাতিসংঘ সদর দফতরে”!
রিপন মিয়া ব্রেকিং নিউজ- ২
রিপন মিয়া দ্বিতীয় পর্বঃ
ফলোআপ নিউজঃ
★ জাতিসংঘে রিপন মিয়া, হোয়াইট হাউসে তার ভক্তদের মিছিল!
★ বিশ্বজুড়ে চলছে একটাই আলোচনা- “Who is Ripon Mia?”
কিন্তু বাংলাদেশের গ্রাম থেকে ঢাকায়, ঢাকা থেকে দুবাই- কৈল্কাত্তা- পম ঘানা, সবাই জানে- “রিপন মিয়া! বিশ্ববিখ্যাত ইউটিউবার!”
জাতিসংঘ সদর দফতর থেকে খবর এসেছে-
★ রিপন মিয়াকে “বিশ্ব ভাইরাল ভিডিও পুরস্কার” দেওয়ার উদ্যোগ নিচ্ছে একাধিক দেশ। কারণ, তার ভিডিও দেখেই নাকি অনেকে বিক্ষুব্ধ নেতারাই রাগ কমিয়ে হেসে ফেলছে- ইয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি ফিরছে- এক লাইক এক কমেন্টে!
রিপন মিয়ার সাক্ষাৎকারে তিনি বলেনঃ
★ “আমি তো কিছুই করিনায় ভাই, ইউটিউবে এট্টু ঘুরাফেরা করতাম, হঠাৎ দেখি আমি ভাইরাল! আমি বিশ্ব বিখ্যাত! পুরাই ইন্টারন্যাশনাল!"
তিনি আরও জানান, অনেক দেশ তার কাছে চায় ইউটিউব ট্রেনিং, কিন্তু তিনি এখন ব্যস্ত “মুরিদান মিটআপ” নিয়ে- যেখানে ভক্তরা একে একে এসে তার পায়ের ধুলো নিচ্ছে!
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে-
★ মার্কিন প্রেসিডেন্ট রিপন মিয়ার ভিডিওর নিচে “Nice bro!” লিখে কমেন্ট দিয়েছেন। পরে সেই কমেন্ট পিন করা হয় জাতিসংঘের ওয়েবসাইটে!
নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে-
★ “Coming soon- The Legend of Ripon Mia: From Village to Viral” নামে ডকুমেন্টারি বানাবে এবং রিপন মিয়ার সাথে কন্টাক্ট সাইন মানি দুইশো টাকা বিশ্ব ব্যাংকের মাধ্যমে অগ্রিম দেয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড-
★ #RiponChallenge -যেখানে সবাই রিপন মিয়ার মতো করে ক্যামেরার সামনে “গম্ভীর মুখে উদ্ভট কথা” বলে ভিডিও করছে!
এখন সবার মুখে প্রশ্ন একটাই-
★ 'রিপন মিয়া কি নোবেল পাবেন, না কি ইউটিউবের মালিকানাই হাতিয়ে নেবেন?'
রিপন মিয়া ব্রেকিং নিউজ- ৩ (শেষ পর্ব):
★ “গ্রামে ফিরলেন রিপন মিয়া!”- ভক্তদের কান্না, ফুলের বন্যা, আর বিয়াফক নাটকীয়তা!
★ বাংলাদেশ কাঁপছে- বিশ্ববিখ্যাত ইউটিউবার রিপন মিয়া অবশেষে নিজ গ্রামে ফিরেছেন!
★ রাস্তায় মানুষের ঢল, হাতে ফুল, ব্যানার, ব্যানারে লেখা - “আমরা গর্বিত, আমাদের ছেলে রিপন ভাই বিশ্ব জয় করে ফিরেছে!”
গ্রামে যা ঘটলো......
যেই না রিপন মিয়া অটো থেকে নামলেন, এক বৃদ্ধ চাচা দৌড়ে গিয়ে বললেন-
> “অই রিপইন্যা, তুই যখন ছাগল চুরি করে ধরা খাইছিলি, আমি তরে যে দড়ি দিয়ে বাইন্ধা রাখছিলাম, মনে আছে? এখন সেই দড়িও বিশ্ববিখ্যাত!”
মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলো-
★ “বাদ মাগরিব রিপন মিয়া ভাইয়ের জানাজা...থুক্কু লাইভ শুভাগমন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে!”
ভক্তদের উন্মাদনা.....
একজন ভক্ত রিপন ভাইকে দেখে জ্ঞান হারালেন। আরেকজন মোবাইল উঁচু করে চিৎকার-
★ “এই নে ভাই, আমার মোবাইল ফোনডা একটু ছুঁইয়া দে- মোবাইলডা ভাইরাল হইবে!”
স্থানীয় জনপ্রতিনিধির ঘোষণা দিয়েছেন-
★ “আমরা ইউনিয়ন পরিষদের নাম বদলে ‘রিপননগর ইউনিয়ন’ রাখার প্রস্তাব করছি।”
নাটকীয় মুহূর্তঃ
একসময় হঠাৎ দেখা গেল, রিপন ভাই চুপচাপ বসে আছেন খালপাড়ে। আল-জাজিরার এক সাংবাদিক জিজ্ঞেস করলো-
★ “আপনার এখন অনুভূতি কেমন?”
রিপন ভাই উদাস দৃষ্টিতে উত্তর দিলেন-
“আমি তো শুধু ভিডিও বানাইসিলাম ভচ, বেজ্ঞুনেতো আমাকে ইতিহাস বানায় ফেললো!”
শেষ খবর পাওয়া পর্যন্ত, রিপন মিয়াকে এক নজর দেখতে ট্রাম্প কন্যা ইভানকা এবং ওবামার দুই কন্যা 'কদুভাত' এর নানীর সাথে যোগাযোগ করছে....
(রিপন মিয়া একজন ইউটিউবার। নেত্রকোনার এক প্রত্যন্ত গ্রামে বাস। প্রচন্ড ধূর্ততা আর মুখোশের আড়ালে নিজেকে সহজ সরল ভাবে উপস্থাপন করে অনেক ফায়দা হাসিলের পর ধরা খেয়েছে- তাকে নিয়ে এই রম্য লেখা)।
১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৭
জুল ভার্ন বলেছেন: ভাই, আপ্নে হাসতাসেন- একবার ভাবেন- আমরা কি ফালতু বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়া সরগরম করে রাখছি! কবে আমাদের এহন মানসিক দীনতার উন্নতি হবে!
২| ১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইতানরে নিয়া মাথা ঘামাই না। খালি সংবাদগুলো পড়ি আর হাসি
িএখন তনিরে নিয়া মানুষ মেতে আছে
বেডি বিয়া কইরায়ালছে হাহাহাহ
১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৮
জুল ভার্ন বলেছেন: আহারে! এখনকার রুচি এমন পর্যায়ে গেছে যে-
তনি বিবির বিয়া হইলো কি না, রিপনের ভিডিও দেখছে, মিজানের রান্না খাচ্ছে- সবই “এন্টারটেইনমেন্ট ডায়েট প্ল্যান”-এর অংশ!
আগে মানুষ বই পড়তো, এখন দেখে “রিপন-মিজান ইউনিভার্স”!
একজন বলে “ভাই, রিপনের ভিডিও না দেখলে ঘুম আসে না”,
অন্যজন বলে “মিজানের রেসিপি খাইলে ডাক্তারের দরকার নাই!”
এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে হয়তো জাতীয় দিবস হবে-
“রিপন-মিজান দিবস: রুচির পতনের গৌরবময় স্মারক!”
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩০
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: পইড়ালাইছি
