নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ জুলাই যোদ্ধা...

১৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৫

প্রসঙ্গঃ জুলাই যোদ্ধা...

মেরি শেলির ফ্রাঙ্কেনস্টাইন মনে আছে তো?
যে বিজ্ঞানী নিজের হাতে এক দানব তৈরি করেছিল-
শেষ পর্যন্ত সেই দানবই তার গলায় দা বসায়!

আজ সেই ইতিহাস যেন আবার ফিরে আসছে-
কেউ কেউ “জুলাই যোদ্ধা” সেজে এমন এক রাজনৈতিক দানব তৈরি করছে,
যে দানব কাল গিলে খাবে তারই সৃষ্টিকর্তাকে!


ক্ষমতা, স্বার্থ আর প্রতারণার ল্যাবে তৈরি এই নতুন ফ্রাঙ্কেনস্টাইনরা আজ গর্বে হাঁটছে, কাল হাহাকারে ডুববে!

স্মরণে রাখুন- দানব কখনও কৃতজ্ঞ হয় না!
যে তাকে বানায়, তাকেই প্রথমে ধ্বংস করে!
সুতরাং সাবধান!
জুলাইয়ের ফ্রাঙ্কেনস্টাইন জন্ম নিচ্ছে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেশের মানুষকে আবারও কয়েক ভাগে বিভক্ত করা হচ্ছে।
ফায়দা লুটবে অশুভ শক্তি।

১৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৭

জুল ভার্ন বলেছেন: ওরা জামাতের হাতের পুতুল.....

২| ১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,




এটা ঠিক যে, অনেক জুলাই যোদ্ধা গজিয়ে উঠছে, রাজনীতির জল ঘোলা করে এরা নিজ নিজ স্বার্থ হাসিল করতে চাইছে। আর তা হবে নাইবা কেন? অপুষ্ট মগজের এক জাতি যে আমরা, বিবেক-বিবেচনা শূণ্য; কৃতকর্মের পরিনতি বোঝায় অজ্ঞ।

১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:০০

জুল ভার্ন বলেছেন: একদম ঠিক বলেছেন ভাইজান। আজকাল “জুলাই যোদ্ধা” নামের একদল সুযোগসন্ধানী রাজনীতির জলে নেমে ঘোলা পানিতে নিজেদের মুখটাই পরিষ্কার রাখতে চাইছে! এরা জানে না- জাতির বিবেক নিয়ে খেলা করার ফল ভয়াবহ হয়।
দেশের মানুষ এখনো ভাবতে শেখেনি, তাই এরা বুদ্ধিজীবীর মুখোশ পরে জনমত বানায়, ভ্রান্ত তত্ত্ব বিক্রি করে আর নিজেদের পকেট ভরায়! অপুষ্ট মগজ, অন্ধ অনুসরণ আর বিবেকহীনতার মিশেলেই তৈরি হয়েছে এই জুলাই যোদ্ধার জাত।
তাদের দেখে এখন প্রশ্ন জাগে- এরা কি দেশ বাঁচাতে নেমেছে, নাকি নিজেদের রাজনৈতিক ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করছে?

৩| ১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২১

মাথা পাগলা বলেছেন: "ঝুলাই যোদ্ধা" হবে।

১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:০৪

জুল ভার্ন বলেছেন: জা-শি পুরাই ঝুলিয়ে দিয়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.