নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

"গণভোটে’র চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি গুরুত্ত্বপূর্ণ"- কেন?

১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৪

"গণভোটে’র চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি গুরুত্ত্বপূর্ণ"- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বক্তব্যের যথার্থ। কারণ, গণভোটের আগে মানুষের জীবন!

★ ১ কোটি ১৫ লাখ টন আলু উৎপাদন, কিন্তু কৃষক পাচ্ছেন অর্ধেক দামও না।
★ ৩৫৩টি পোশাক কারখানা বন্ধ, ১.২ লাখ শ্রমিক বেকার।
শিক্ষার্থীর এক-তৃতীয়াংশ ইংরেজি ও আইসিটি-তে অকৃতকার্য।
★ ২৪টি ব্যাংক মূলধন ঘাটতিতে, অর্থনীতি নাজুক।

এই সব বাস্তবতার মাঝে কথিত “গণভোট” কেনো বেশি জরুরি হতে পারে তা 'হাংকিপাংকি রাজনৈতিক নেতা', 'আংগুল ঢুকানো' নেতারা বুঝবে না।
তারেক রহমান বলেছেনঃ
“আলুর ন্যায্যমূল্য, পেঁয়াজ সংরক্ষণাগার, চাকরি, শিক্ষা সংস্কার- এগুলো মানুষের জন্য জরুরি, গণভোট নয়।”- এটা রাজনীতি নয়- এটা মাটির টান, মানুষের দুঃখের টান।

রাষ্ট্রের সামনে যখন অর্থনৈতিক সংকট, কৃষকের হাহাকার, শ্রমিকের আর্তনাদ, শিক্ষার মানের অবনতি আর ব্যাংকিং খাতের চরম অস্থিরতা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে- তখন কথিত ‘গণভোট’কে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম উত্তেজনার মধ্যে একটা সত্য যেন বারবার হারিয়ে যাচ্ছে।
মানুষ আজ ন্যূনতম জীবনের নিরাপত্তা চায়। ঠিক এই জায়গাটিতেই তারেক রহমানের বক্তব্য দেশবাসীর অন্তরের ক্ষতকে স্পর্শ করেছে। এই বাস্তবতার মুখে তারেক রহমানের প্রশ্ন নিছক রাজনৈতিক নয়- এটা মানবিক প্রশ্ন
“চাকরি ছাড়া হাজার কোটি টাকার গণভোট কার জন্য?”


তারেক রহমান যখন বলেন- “আলু উৎপাদন করে কৃষকরা অর্ধেক দামে বিক্রি করতে পারছেন না"- তখন সেটা শুধু পরিসংখ্যান নয়, এটা একেকটি মানুষের ঘামঝরা শ্রমের বেদনা। একদিকে কৃষকের ঘরে লোকসান,
অন্যদিকে রাষ্ট্রের টাকা ব্যয় করে কথিত গণভোটের আয়োজন- এই তুলনায় স্বাভাবিকভাবেই তারেক রহমানের প্রশ্ন- “গণভোটের চেয়ে কৃষকের ন্যায্যমূল্য কি বেশি জরুরি নয়?”

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: তারেক রহমান সঠিক কথা বলেছেন। সরকার কৃষক থেকে আলু কিনবে বলেও কিনে নাই। গণভোট আর জাতীয় নির্বাচন নিয়ে তারেক সঠিক কথা বলেছেন। মৌলবাদি দের নিয়ে দৌড় কেবল সোশাল মিডিয়ায়।

১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৯

বাকপ্রবাস বলেছেন: আগে ছিল ম্যাংগো পিপল এখন হবে পটেটো পিপল, আলুর জন্য কত দরদ ক্ষমতায় আসলে দেখিয়ে দিবে, অপেক্ষায় রইলাম

১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫১

জুল ভার্ন বলেছেন: ম্যাংগো পিপল, পটেটো পিপল- সবই চটুল কথার খেলা। কিন্তু বাস্তবে আলু কিনতে গিয়ে কৃষকরা যখন অর্ধেক দামেও বিক্রি করতে পারছেন না, তখন এ ধরনের উত্সবমুখর ব্যঙ্গ কি কোনো সমাধান দিতে পারবে? অজস্র নিরীহ মানুষ হত্যা করে গুম করার পড়েও "এবসিউলুট পাওয়ার" এর দাবী করে ক্ষমতা দেখানোর নাটক নয়, "১০ টাকা কেজি চাল দেওয়ার কথা বলে ৭০ টাকায় চাল কিনতে বাধ্য করা নয়", দরকার বাস্তব পদক্ষেপ- ন্যায্যমূল্য, সঠিক সংরক্ষণ ও কৃষকের নিরাপত্তা। আলুর জন্য অপেক্ষা নয়, কাজের সময় এসেছে।



--

৩| ১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
অবশ্যই গণভোটের চেয়ে কৃষক তথা মানুষের জীবনের মুল্য অনেক বেশি। কিন্তু কথাটি এমন একজন মানুষ বলেছেন যারা বিএনপির ০১-০৬ এর শাসনামল দেখেছেন উনাকে খুব ভালো মতো চিনেন। তারেক সাহেব এতো ভালো মানুষ হলে বিএনপির সময় সার সংকট কে কেন্দ্র করে আন্দোলন দেশব্যাপী যে ১২ জন কৃষক কে গুলি করে হত্যা করা হয়েছিল তার জন্যে ক্ষমা চাইতো।

১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩

জুল ভার্ন বলেছেন:
ঠিক বলেছেন। গণভোট নয়, মানুষের জীবনই প্রথম। কিন্তু যারা অতীতের কুখ্যাত শাসনামল দেখেছেন, তারা জানেন- কথার মধুরতা যথেষ্ট নয়, কাজে নৈতিকতা ও দায়বোধ থাকতে হবে। কৃষকের প্রতি সহমর্মিতা শুধু বক্তব্যে নয়, সরাসরি ক্ষমা, স্বীকৃতি ও প্রতিকার দিয়ে প্রমাণ করতে হয়। সেই সংগে সরকার প্রধানের নির্দেশে অজস্র ছাত্র-জনতা- নারী শিশু হত্যার বিচারের জন্য সোচ্চার হতে হবে। যতদিন তা হবে না, “ভালো মানুষ” হওয়ার দাবি শূন্যের ওপরে।



৪| ১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫২

ফেনা বলেছেন: আমি কিন্তু আ আর বি বা জা কোনটাই না। আমি শান্তি আর পরিবার নিয়ে শান্তিতে বেচে থাকার চিন্তায় মগ্ন থাকা একজন মানুষ। বাংলাদেশের রাজনীতি করা মানুষগুলির মূলধন হল মিথ্যা বলা, মিথ্যা আশা দেওয়া, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া। এদের আর কোন ভাবেই বিশ্বাস করা সম্ভব হচ্ছে না।

১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৫

জুল ভার্ন বলেছেন: এদেশের কোটি কোটি মানুষের কাছে আপনি, আমি বা আমরা ধর্তব্য নই। ঠিক বলেছেন, শান্তিতে বেঁচে থাকা মানুষের ভাবনাই প্রকৃত। কিন্তু সত্যি বলতে- রাজনীতির ময়দানে শুধু “মিথ্যা” নয়, মেধা, কর্মদক্ষতা আর সাহসও রয়েছে। সব দলকে এক চোখে মাপা ঠিক নয়। নীতির সঙ্গে থাকা মানুষও আছে, যারা সত্যিই দেশের স্বার্থে কাজ করতে চায়- বিদেশে বসে তাদের অবমূল্যায়ন করাটা অন্যায়ের সমান।

৫| ১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৫

অপলক বলেছেন: যদি তোর সাথে কেউ নাই আসে তবে একলা চলরে...


দেশবাসী কে নানা উপায় বাতলে আলু চাষীদের জন্যে এগিয়ে আসতে বলেছিলাম কিছু দিন আগে, কেউ কথা রাখেনি... বিস্তারিত এখানে

১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.