নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

প্রতিশোধ নয়- শুধু সত্যের জয় চাই.....

১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১২

প্রতিশোধ নয়- শুধু সত্যের জয় চাই.....

আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা হবে।
আমরা- এই নৃশংসতার ভুক্তভোগী পরিবারগুলো- অসংখ্যদিনের কান্না, ক্ষত, অপেক্ষা আর প্রার্থনা বুকে নিয়ে সব সময় ন্যায়ের আলো দেখতে চেয়েছি। আর সেই ন্যায়ের আলো দেখার জন্য আমাদের পূর্ণ আস্থা আদালতের ওপরই।

আমরা বিচারকে কখনোই প্রভাবিত করিনি, করবোও না। আমরা কোনো দলীয় উন্মাদনা কিংবা ধ্বংসযজ্ঞে নেমে ন্যায়বিচারের পথ মলিন করতে চাই না। শাহবাগের মতো কোনো উগ্র আন্দোলন নয়- অন্যায় আবদার নয়- আমরা শান্ত, সংযত, সম্মানজনক ভাবে আদালতের রায়কে বরণ করার জন্যই প্রস্তুত। রায়ের দিনটি হোক সত্য জয়ের দিন। বিচারের রায় যা-ই হোক- রক্তের স্মৃতি, কষ্টের স্মৃতি ভুলে না গিয়ে- ন্যায়ের পথে অটল থাকবো।

আমরা বিশ্বাস করি- ন্যায়বিচারকে সম্মান করা হলো শহীদদের প্রতি, মজলুমদের প্রতি আমাদের নীরব অঙ্গীকার। শহীদদের রক্তের প্রতি, মজলুমের দীর্ঘশ্বাস আমাদের দায়বদ্ধতা এবং আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি সত্য ও সাহসের উত্তরাধিকার।

ন্যায়বিচারের অপেক্ষায় একটি জাতির প্রার্থনাঃ
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.