নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

অপরাধের সম্রাটদের পতনঃ অপরাধের শেকল ভাঙার শুরু আজ- নতুন ভোরের সূচনা....

১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৩

অপরাধের সম্রাটদের পতনঃ অপরাধের শেকল ভাঙার শুরু আজ- নতুন ভোরের সূচনা....

আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।

আজকের রায় শুধু একটি মামলার রায় নয়- এটা ইতিহাসের বুক চিরে উঠে আসা প্রথম বজ্রধ্বনি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু মানে বহু বছরের দলিত, পিষ্ট, নিপীড়িত মানুষদের আর্তনাদ আজ আদালতের কক্ষে প্রতিধ্বনিত হলো। যারা ভেবেছিল ক্ষমতা নামক বর্ম পরে মানুষের রক্তে স্নান করেও তারা চিরকাল অক্ষত থাকবে- আজকের রায় তাদের জন্য নির্মম চাবুক।

ভুক্তভোগী পরিবারগুলো যে ক্ষত বয়ে বেড়িয়েছে দেড় দশক ধরে, আজ তারা অন্তত বলতে পারছে- নির্মম নীরবতার দেয়াল প্রথমবারের মতো ফাটল ধরেছে। কিন্তু এখানে থেমে থাকলে চলবে না। দ্রুত রায় কার্যকর করতে হবে। ন্যায়বিচারের গতি যত দ্রুত হবে, তত দ্রুত অপরাধীদের মুখোশ খুলে যাবে।

আর শুধু শাস্তিই নয়-
"অপরাধীদের সকল স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করে ভুক্তভোগী পরিবারের মধ্যে বণ্টন করে দেওয়া হোক।"
যারা মানুষের রক্ত চুষে রাতারাতি প্রাসাদ বানিয়েছে- সেই সম্পদ যেন ভুক্তভোগীদের সন্তানদের শিক্ষায়, জীবনে, ভবিষ্যতে আলো হয়ে ফিরে আসে। অপরাধীরা জানুক- যে জীবন তারা ছিনিয়ে নিয়েছে, সেই জীবনের মূল্য তারা নিজের ঘর-সম্পদ দিয়ে শোধ করবে।

গণহত্যা কখনো একজনের কাজ নয়- এটা একদল নরপিশাচের সমন্বিত দানবীয় কাজ। আজকের প্রযুক্তির যুগে তাদের লুকানোর কোনো জায়গা নেই। সময়, দলিল, প্রমাণ, ডিজিটাল- সবকিছু অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য দেবে।
তারা যতই গর্তের গভীরে লুকিয়ে থাকুক, কিম্বা হোয়াইট কালার ধারণ করে মিশে থাকুক, রাষ্ট্রের চোখ তাদের খুঁজে বের করবেই।

অপরাধী সে যেই হোক- চোখে ক্ষমতার চশমা পরা নেতা, রাষ্ট্রযন্ত্রের ভেতরের ছদ্মবেশী দালাল, কিংবা অন্ধকারে লুকিয়ে থাকা শকুন- আজকের রায় তাদের বলে দিয়েছে-
“অপরাধ করলে শাস্তি পাবে- পরিচয়, দল, ক্ষমতা কিছুই তোমাকে বাঁচাতে পারবে না।”

আজকের রায় হলো নতুন ঘোষণা-
অন্যায়কারীর আর কোনো নিরাপদ আশ্রয় নেই।
গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের দায় কখনো পুরনো হয় না। মানবতা বিরোধী অপরাধের ঋণ কখনো মাফ হয় না।

যারা ভেবেছিল বিচারহীনতার সংস্কৃতি চিরকাল চলবে- আজ তাদের মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে যাক।
যারা ভেবেছিল রাষ্ট্র তাদের পায়ের নিচে, আমজনতা তাদের ভৃত্য- আজ তাদের পায়ের তলা কাঁপুক।
যারা ভেবেছিল অন্যায়কে তারা চিরকাল ঢেকে রাখবে- আজ তাদের দৃষ্টি উন্মোচিত হোক।

আজকের রায় শুধু ন্যায়বিচারের নয়-
এটা ন্যায্য প্রতিশোধের সূচনা।
এটা অন্যায়ের দুর্গে প্রথম হাতুড়ির আঘাত।
এটা অন্যায়ের শেষ অন্ধকারকে ভেঙে দেওয়া প্রথম বজ্রপাত। এটা মানবতার বিজয়ের প্রথম মশাল।

এই মশাল যেন আর নিভে না যায়-
যতদিন না শেষ অপরাধীকে শাস্তি দেওয়া হয়,
যতদিন না শেষ কান্নার ঝর্ণা থেমে যায়,
যতদিন না ন্যায়বিচার এই ভূখণ্ডে অটল সত্য হয়ে দাঁড়ায়,
যতদিন না শেষ কান্নার প্রতিধ্বনি থামে,
যতদিন না মানবতার উপর শেষ দাগটিও মুছে যায়-
ততদিন আমরা থামবো না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আজ নতুন ভোরের শুরু হলো। বাংলাদেশ জিন্দাবাদ।

১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৯

জুল ভার্ন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিসি মাকসুদ কামাল, ইনু সহ হাসিনা যাদের সাথে হত্যার আলোচনা করেছে তারাও অপরাধী। তাদেরকেও আইনের আওতায় আনা হোক।

২| ১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২০

একজন নিষ্ঠাবান বলেছেন: নতুন ভোরের সূচনা....। বাংলাদেশ জিন্দাবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.