| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আপনারা সবাই এলিয়ট বা পাউন্ডের নাম শুনেছেন, কিন্তু তাদের কবিতায় দীর্ঘ প্রভাব ছিল হিউমের, সেটা হয়তো অনেকেরই জানা নেই। কবিতায় ইমেজিস্ট আন্দোলন শুরু করেন তিনি। তারপর একে একে রোমান্টিসিজম, নিউ মডার্নিজম নিয়ে ভাবনাগুলো প্রকাশ এবং কবিতায় তার প্রয়োগ করা শুরু করেছিলেন। তিনি একাধারে ছিলেন তার্কিক, দার্শনিক, প্রবক্তা, এবং সর্বশেষে একজন কবি। জীবদ্দশায় তার কোন বই প্রকাশিত হয়নি, তাঁর আগ্রহ ছিল না। মৃত্যুর পরে তাঁর কবিতা ও প্রবন্ধের বইগুলো প্রকাশিত হয়, তাঁর ওপর অনেকে প্রবন্ধ লেখেন, বিশেষ করে এজরা পাউন্ড ও টি-এস-এলিয়ট। তাতে হিউমের ইমেজ তাদের থেকে বড় হবার উপক্রম হলে তারা গুটিয়ে যান, এমনকি কেউ কেউ অস্বীকারও করেছেন পরে। .
©somewhere in net ltd.