![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে তারুণ্য !
একটু দাঁড়াও ।
আজ তুমি অজানার গহীন স্রোতে নিজেকে ভাসিয়ে নিচ্ছ Modernism এর কালপ্রবাহে।
আজ তুমি ভুলে গিয়েছ তোমার জীবন এর Ultimate Goal ।
আজ তোমার রাত কাটে B4U,Star Music,Star World,Star Movies আর .... .... এর সামনে। অথচ তোমার বয়সের অনেক যুবকের রাত কাটে তাহাজ্জুদে, জায়নামাযে, সেজদায়, আল্লাহর সামনে চোখের পানি ফেলে।
আজ তোমার দিন কাটে গোলাপ বা রজনিগন্ধার Stick হাতে নিয়ে কলেজ-ভার্সিটি আর কোচিং এর সামনে Dating এ। অথচও তোমার বয়সের অনেক যুবকের দিন কাটে উম্মতের ফিকিরে-মানুষের ময়দানে। জান্নাত পাবার আশায় তারা তাদের ইমানকে তাজা করছে।
তুমি নিজেকে High Society এর একজন Citizen মনে করছ, অথচ তোমার থেকে ও High Class যুবক ছিলেন আসহাবে কাহাফের ৭ যুবক। যাঁদের বাবারা ছিলেন রাষ্ট্রের High Position এর চাকরিজীবী। তারা নিজেদের Social Status কে দেখেননি। তাদের অন্তরের অন্তস্থলে ছিল আল্লাহ্র ভালোবাসার ফুলকি। যে ভালোবাসার সামনে পৃথিবীর সবকিছুই মূল্যহীন।
আল্লাহ্র ভালোবাসার করিডোর এ তোমার জায়গা করার এখনও সময় আছে
©somewhere in net ltd.