![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্যে ওড়ে জীবন।
জানি লাফাতে লাফাতে কেউ ধরবে না আমায়।
আমি জলবায়ুর সংগে মিশে, কামনার অাঁচড় লিখবো।
মলাট খোলার পরও,
যে সব স্বপ্নরা ধরা খায় না।
আমি তাদের ই বিষদাঁত ভেংগে,
নতুন নগড় গড়বো।
অাসো জারুল,
এস বকুল,বিষন্ন উদ্ভিদ।
তোমাদের ও ইস্ কুল হোক।
©somewhere in net ltd.