![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী অনন্তপারবিস্তারী ক্ষুদ্রত্ব গ্রাস করে আমায়, দিনযাপনের পাপক্ষালনকারী এই আমায়, মমতাহীন সময়ে আর মগজে বেঁচে-থাকা এই আমায়, নির্লজ্জ আর স্বার্থপর এই আমায়। চতুর্দিকে কী অপচয়, কী বিলাসলালসা, কী ভোগবুভুক্ষা। অথচ, কটা শিশুর সামান্যতম দায়িত্ব নেওয়ার তুচ্ছতম কাজে মানুষের কী অনীহা! তারপরও মরে না আশা। তারপরও স্বাপ্নিকেরা দেখে যায় অসীম স্বপ্ন। চারপাশে যখন এতো নীচতা, এতো কুৎসিত অমানবিকতা, এতো অর্থখ্যাতিলোলুপতা, ক্ষুদ্র স্বার্থের ঈর্ষিত দহন, সেখানটায় নিঃস্বার্থ হয়ে কেউ উজাড় করে দিতে চাইছে তার সব, এযে বিশ্বাসই হতে চায় না। মানুষের অমানুষতায় অভ্যস্ত হয়ে এই পতিত দুচোখ আর নোংরায় পরিচিত মন যেন মানতেই চায় না, বিশ্বাসই করতে চায় না মানুষ যে মানুষও হতে পারে, দেবতাও।
সেগুনবনের পুষ্পিত রাস্তার পাশ ঘেঁষে আমি ফিরে আসি সেই আশায়, সেই স্বপ্নে বেঁচে উঠবো বলে, মনে পড়ে জলরঙে বাচ্চারা ছবি আঁকছিলো চারপাশের, সাথে আমার শিশুসন্তানটিরও হাতখড়ি হয়েছিলো জলরঙতুলিতে, মনে পড়ে পূর্ণিমাদির হাতের অনবদ্য রান্না, মনে পড়ে আমিও ছিলাম সেই পুণ্য ও আনন্দময় যজ্ঞে এক নিমেষ।
আমি দেখি বর্ষায় ভেজা এক অদম্য এ্যাটলাস কাঁধের ওপর এক স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে আকাশের নিচে, চোখে তার প্রগাঢ় মায়া, হৃৎপিণ্ডটা তার দানকোর মতো, অহরহ জ্বলছে সেটা শিশুদের জন্যে কিছু করার তীব্রতায়, পারলে সেটা বুক থেকে বের করে সে ছড়িয়ে দিতো অন্ধকার মানুষগুলোর চোখ ফোটাবে বলে, তার কাঁচাপাকা চুলদাড়ি বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টিভেজা জল, তারমধ্যে কয়েক ফোঁটা উষ্ণ, চোখ থেকে নেমেছে সেসব, “কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো”, বুড়ো ছায়াময় বৃক্ষটা কাঁদছে ভালোবাসায়, আশায়, আনন্দে, আশংকায়।
সে জানে, মানুষ হাত বাড়াবেই, মানুষ শিশুদের ভালোবেসে বুকে তুলে নেবেই, মানুষ প্রাণের সাথে প্রাণ মেলাবেই।
মানুষেরা, আপনারা কি শুনতে পাচ্ছেন সেই আকুল আহ্বান, সেই প্রেমের প্রবল শঙ্খধ্বনি, সেই কল্পনারঙের ছবি দেখতে পাচ্ছেন চোখে?
মানুষেরা কোথায়? কোথায় মানুষেরা সবাই?
“আমি দুচোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু
রাতঘুমে আমি কোন স্বপ্ন দেখি না তাই,
স্বপ্ন দেখবো বলে আমি দুচোখ পেতেছি
তাই, তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি…”
২| ৩১ শে মে, ২০১৬ রাত ৮:৩২
ঘটক কাজী সাহেব বলেছেন: সে জানে, মানুষ হাত বাড়াবেই, মানুষ শিশুদের ভালোবেসে বুকে তুলে নেবেই, মানুষ প্রাণের সাথে প্রাণ মেলাবেই।
৩| ০২ রা জুন, ২০১৬ রাত ৯:০৮
গেম চেঞ্জার বলেছেন: এইগুলো কে লিখেছে??
(কিপাপ!!!!!!)
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৬ দুপুর ১:১১
বিজন রয় বলেছেন: সুন্দর লেখা।
++++