| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তোমার আসলে কোনো বন্ধু নাই-
শ্যাওলা পড়া এক পাথরের মতো অনাদিকাল পড়ে আছো , 
ভাঙা মাস্তুলের মতো সমুদ্রের নীচে চুপচাপ তোমার মৌন বোধি ,
তোমার ভাষার নৈঃশব্দ কে বুঝতে পারে ?
- কেঊ না , কেউ না
তুমি আসলে কোথায় যাও- 
হয়তো যাও কোনো কোনো নামসম্বলিত জায়গায় ,
কিন্তু তুমি অতীত থেকে ক্রমাগত বর্তমানে আস ,
ওইসব স্থানে তুমি কখনো থাক না , 
তোমার গন্তব্য আসলে 
- কোথাও না
বিযুক্ত সময়ের বিচ্ছুরনে 
ছড়িয়ে যেতে থাকো , এক অনির্দিষ্ট যাত্রাপথ ধরে , 
তুমি পেয়েছ এক ঘোর-লাগা জীবন 
যেখানে অর্থ আর অর্থহীনতা সমান্তরাল- 
চোখের দৃষ্টিতে খেলা করে
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:০৭
অশ্রুত প্রহর বলেছেন: তুমি পেয়েছ এক ঘোর-লাগা জীবন
  
যেখানে অর্থ আর অর্থহীনতা সমান্তরাল-
চোখের দৃষ্টিতে খেলা কর।
ভালো লাগলো।