![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, ‘ছাগু’-র অর্থ আমার জানা নেই! শুধু এতটুকু জানি যে জামাতীদেরকে ছাগু বলা হচ্ছে। ছাগু মানে কি ছাগলের .........?(!)
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
মৃন্ময় বলেছেন: ca-cagol, ar gu mane niscoi janen........
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
মোঃ জুনায়েদ খান বলেছেন: Thanks both of you. Amar dharona tahole thik chilo!
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
মোঃ_হাসান_আরিফ বলেছেন: জামায়াত-শিবিরের আস্তানা
Click This Link
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
আখিলিস বলেছেন: ছাগু পাকির বীর্যে তৈরি হওয়া এক আজব সৃষ্টি! মানুষের মতো ইহাদেরও হাত-পা, চোখ-নাক, মুখ-কান ইত্যাদি আছে। সামাজিক প্রাণী না হইলেও ইহারা মানুষের সহিত সমাজেই বাস করে। ইহারা ব্রেইনওয়াশজনিত কারণে মানসিকভাবে সম্পূর্ণ বিকলাঙ্গ। ফেইসবুকে, ব্লগ, মিডিয়ায় তথা সমাজের সর্ব স্তরে ইহাদের বিচরণ লক্ষ্য করা যায়। ইহাদের কিছু কিছু আবার ভেক ধরিয়াও থাকে। সাধারণত ইহারা ইহাদের আব্বাদের বিষ্ঠা খাইয়া জীবন ধারণ করিয়া থাকে । তবে মাঝে ভার্চু্য়াল কাঠালপাতাও ইহাদের প্রিয় খাদ্য । নামটা ছাগলের মতো নিরীহ শোনাইলেও ইহারা অতি বিপজ্জনক প্রাণী। যেখানে সেখানে লেদানো এদের অন্যতম কু-স্বভাব! ইদানিং ইহাদেরকে ডায়াপার পড়িয়া থাকতে দেখা যায় , যা থেকে ওভারফ্লো-জনিত কারণে কটু গন্ধে চারিদিক ভরিয়া যায় । মগবাজারের আশেপাশ এদের আসল আবাসস্থল হইলেও এই প্রাণিরা বিভিন্ন স্থানেই বিচরণ করে । তবে ইহারা কয়েকদিন ধরিয়া শাহাবাগের অন্তত: ৫০ কিমির ভেতর যাইতেছে না, এমনকি শাহাবাগের কথা শুনলেও ইহারা বারবার প্যান্ট বা ডায়াপার ভিজায়ে ফেলিতেছে ।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
মোঃ জুনায়েদ খান বলেছেন: What a defination! @আখিলিস
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ @আমার_কথা
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
আখিলিস বলেছেন: @ মোঃ জুনায়েদ খান সংগা পছন্দ হলে শেয়ার কইরেন
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: http://www.sachalayatan.com/suman/47877
ছাগু শব্দের ইতিহাস ও অর্থ বিসতারিত পাবেন।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
মোঃ জুনায়েদ খান বলেছেন: Thanks @ দিকভ্রান্ত*পথিক
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
পীর বাবা বল িছ বলেছেন: পাকিস্থানি জাতী্য পশু ছাগল-- এখান থেকে ছাগুর উতপত্তি।