![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
বাড়ি থেকে লাস্ট যেবার এসেছি তখন হালকা শীত ছিল। তারপর বসন্ত এলো, গ্রীষ্ম এলো, বর্ষাও এলো! চলেও গেল। প্রথমে বসন্ত, তারপর গ্রীষ্ম। রসের মাস নাকি কি যেন বলে? ঐ বৈশাখ-জৈষ্ঠ্যও চলে গেছে। এখন বর্ষাও যাবার জন্য ব্যাগ গুছাচ্ছে! তবুও আমার যাওয়া হল না...
হোম সিকনেস! না, এ ব্যাপারটা আমার মাঝে নেই। কখনো ছিল বলেও মনে পরে না। ‘কবে আসবে বাবা?’ –এ জাতীয় প্রশ্ন করা আম্মু অনেক আগেই ছেড়ে দিয়েছে। সো নো এগারশন [{১০(টেন) + ১ = ১১ (এগার)} + শন = এগারশন]! তবে মাঝে মাঝেই র্যান্ডমলি জিজ্ঞেস করে বসেন, -‘আজ পরীক্ষা কেমন হল?’ বেশীরভাগ ক্ষেত্রেই আম্মুর এ প্রশ্নটা কমন পরে যায়। আর যেদিন পরে না সেদিন বলে দিই, ‘আম্মু, আজ তো পরীক্ষা ছিল না!’ ‘ও...’ আম্মু অন্য প্রসঙ্গে চলে যায়।
পরীক্ষা! ও হ্যা, তাইতো! আমার তো পরীক্ষা চলছে!
- কবে শুরু হয়েছিল যেন?
- সেটা জেনে তোমার কি লাভ? ঢেঁকির কাজ ধান ভাঁনা, আর তোমার কাজ পরীক্ষা দেয়া। তুমি তাই দাও...
- দিচ্ছিই তো। আর কত দেব? আপনার কাছে ভিক্ষুক ভিক্ষা চাইলে আপনি কি পকেটের সব টাকাই দিয়ে দেন?
- চুপ! কথা বেশী বলে ইদানিং! “ব্রহ্মপুত্রের চর ভাঙ্গিয়া নতুন চর জাগিয়া উঠিবে, পুষ্পহীন বৃক্ষ-শাখেও পুষ্প আসিবে, ফল ধরিবে, এমনকি পাকিয়া পরিয়াও যাইবে... তবুও বাকৃবিয়ানদের ব্যস্ততা কোন দিন সাঙ্গ হইবে না!” জাননা??
- তাই বলে জেলে পাড়া আর বাকৃবি এক হয়ে গেল?
- তো? রমজানের পবিত্র পরিবেশে তোমার পরীক্ষা দিতে এত আপত্তি কিসের?
- না, আপত্তি করিনি তো! চামচিকাও একটা পাখি, আমারো আবার আপত্তি! হাসালেন!
- একেই না বলে সুবোধ বালক!
- ... ... ... (আমি চুপ!)
রমজান মাস সংযমের মাস! সংযম করাই শ্রেয়! কি বলেন?
২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১
মোঃ জুনায়েদ খান বলেছেন: আপত্তি নাই!
৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
পথহারা সৈকত বলেছেন: শুঁটকি মাছ বলেছেন: চলুন একটু কান্নাকাটি করি!(আজিব!সামুতে কোনো কান্নার ইমো নাই
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:০০
শুঁটকি মাছ বলেছেন: চলুন একটু কান্নাকাটি করি!(আজিব!সামুতে কোনো কান্নার ইমো নাই)