![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে কিছু একটা আছে এই পৃথিবীতে আমার মনে হয়।
তৃতীয় লিঙ্গ
স্বাভাবিক প্রক্রিয়ায় বেড়ে ওঠা সকল মানুষের মগজ যেনো লিঙ্গের ভেতর।
লিঙ্গকে কেন্দ্র করে গড়ে ওঠে তাই মর্যাদার আসন ও রাষ্ট্রীয় সংবিধান!
লাথি দিই আমি রাষ্ট্রের এই মুখে।
মুঠোভর্তি অভিশাপ আমার প্রথাগত নাভিতে রেখে তাই-
অশ্লীল নৃত্য দেখাই
বালক
একটা কোনো দূর বালক
হয়তো ভীষণ কাছে,
এই ভূমিতেই অপেক্ষাতে - আছে, আছে, আছে !
হয়তো এটা ভুল -
কিন্তু ভুলেই কবি বাঁচে .. ...
নিকোটিনে জমা চুপকথা গুলো নিমেষেই তবে হয়ে যেতো রুপকথা !
২| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
জুনায়েত জান্নাত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: + এর জন্য যথেষ্ট।
নিকোটিনে জমা চুপকথা গুলো নিমেষেই তবে হয়ে যেতো রুপকথা !