নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নারী বা পুরুষ বলে পৃথিবীতে কিছু নেই। আমরা সবাই মানুষ।

জুনায়েত জান্নাত

মানুষ বলে কিছু একটা আছে এই পৃথিবীতে আমার মনে হয়।

জুনায়েত জান্নাত › বিস্তারিত পোস্টঃ

অসময়ের কবিতা

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫



তুমি পুরুষ আমি নারী

আমার দোষ আমার লিঙ্গে,
আমার কাল আমার শরীর,
আমার ভুল আমি নারী,
আমি বশ করতে পারি!

আমার কেউ নাই, আমি বেশ্যা,
আমার সাহস, আমার নিন্দা,
আমি নগ্ন, তাই উগ্র,
দেখে পুরুষ হও জাগ্র!

আমার ব্যথা, তোমার কাম্য,
আমি রাধা, তাই বাঁধা,
আমি রুক্সার, চিত্রাঙ্গদা,
আমার শক্তি তোমার কাঁদা।

আমার স্বাধীনতায় তোমার, 'না'
আমি চাইলেই করো মানা,
আমি উড়লেই ভাঙো ডানা,
তোমার শিশ্ন দেয় হানা!

আমি অবলা, তুমি ঈশ্বর,
তুমি বললেই, আমি নশ্বর,
তুমি চাইলেই, আমি বাধ্য,
আমার ইচ্ছে অবরোধ্য!

যদি বলি আমি বিদ্বেষী,
হাসো তুমি মলিন হাসি,
তোমার বুকে বড় ভয়,
আমি নারীই তোমার বিজয়।

আমি বিজয়া, আমি দুর্গা,
আমার হাতে তোমার স্বর্গ,
আমি চাইলেই তোমায় জ্বালি-
দিই স্বাধীনচেতার কাছে বলি।

আমি চাইনা, আমি মাতা,
আমি প্রীতি, আমি শ্রোতা,
আমি শুনি, তোমায় বুঝি,
ভালোবাসি-বাসা খুঁজি।

তোমার ধ্বংস, আমার কান্না,
প্রাণ প্রদানে নাই বাহানা।
আমি এক হতে বাঁকা বাঁশের বাশুরি
আমি নারী, আমি পারি,
পুরুষ শুধরো তাড়াতাড়ি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.