![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে কিছু একটা আছে এই পৃথিবীতে আমার মনে হয়।
দেখেছি পিঁপড়া সকল দলে দলে হাঁটে,
বাউল দর্শন ফিরে ত্রিবেণীর ঘাটে
মদ্যপ প্রেমিক যখন হয়ে যায় চুর,
প্রেমিকার শীৎকারে রয় না কসুর
এইসব চিরন্তন, সন্ত দাঁড়কাক জানে
ছন্দবদ্ধ কবিতার ক্ষুধার্ত মানে।
অথচ,
তুমি যে প্রেমিকের পড়েছিলে প্রেমে,
কখনো দেয়নি শ্লোগান মিছিলে ঘেমে
তাও কেনো ভালোবাসো, বুকপকেটে রাখো হলুদ খাম?
তোমার অবহেলায় পুড়ে যায়, গোটা বসন্তপুর গ্রাম!
©somewhere in net ltd.