![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে কিছু একটা আছে এই পৃথিবীতে আমার মনে হয়।
বিখ্যাত ফোর্ড কোম্পানীর মালিক বলেছিলেন , পাবলিক যদি অর্থনীতি বুঝতো তাহলে আগামীকাল সকালেই দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। কথাটা চিরন্তন সত্য। যে দেশের ৫০ শতাংশ লোক মুর্খ ও বাকি ২৫ শতাংশ লোক গ্রাজুয়েট মুর্খ সেখানে অর্থনীতির সুত্র বোঝানোটা বোকামি। স্বাধীনতা পরবর্তী ৪৫ বছরে দেশ থেকে প্রায় ২৫৫ লাখ কোটি টাকা আত্মসাত হয়েছে। এই টাকাগুলি সরকারের বা অর্থ মন্ত্রীর বাপের না। এগুলি রহিমার মতো গার্মেন্টস শ্রমিকের টাকা ; জসিমের মতো সারাদিন চায়ের কাপে চামচ নাড়ানো চা ওয়ালার টাকা ; কাদেরের মতো রোদে পোড়া কালো চামড়ার কৃষকের টাকা। আমাদের বাতরুম থেকে শুরু করে কবরের কাফনের কাপড়ের উপরও ট্যাক্স দিতে হয়। অথচ আমরাই ধুকতে ধুকতে মরি। আমার টাকায় মন্ত্রী প্রাডো গাড়ীতে চড়ে আর আমার শালার এক কেজি লবনের টাকা জোগাড় করতে কষ্ট হয়।
২| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
জুনায়েত জান্নাত বলেছেন: কিনতু আমরা তো বুঝতে রাজি না
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
দেবজ্যোতিকাজল বলেছেন: পুঁজিবাদি সমাজ যতদিন টিকবে এসমস্যা যাবার না……