নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নারী বা পুরুষ বলে পৃথিবীতে কিছু নেই। আমরা সবাই মানুষ।

জুনায়েত জান্নাত

মানুষ বলে কিছু একটা আছে এই পৃথিবীতে আমার মনে হয়।

জুনায়েত জান্নাত › বিস্তারিত পোস্টঃ

দারিদ্র মোরে করিল মহান

১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭



জীবন কতটা নিষ্ঠুর তা আপনি তখনি বুঝবেন যখন আপনার উপর একটা সংসারের চাপ এসে পরবে। দু'মাসের বাসা ভাড়া বাকি পরবে। ব্যাংক লোন আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারার যন্ত্রণা আপনাকে ছিঁড়ে খুঁড়ে খাবে।

" দারিদ্র মোরে করেছ মহান " নজরুলের এই কাব্যিক কথায় আপনার মনে স্বস্তি আসবে না। আপনার টাকা দরকার। কিছু টাকা দরকার। অনেক টাকা দরকার। আপাতত দরকার। আরজেন্ট নিডেড।

মানুষ গুলো হতাশ। এই হতাশাগ্রস্ততা উপেক্ষা করার শক্তি আমার নেই। কেউ যদি তার টিউশন ফী দিতে না পারার চিন্তায় থাকে ; দেনা পরিশোধ করতে না পারার দুশ্চিন্তায় থাকে ; মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারার যন্ত্রণায় ভোগে - তাকে আমি দুই লাইন মোটিভেশনের কথা শোনালে সে শান্ত হবে না।

পৃথিবীটা এমন যে এখানে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য টাকার দরকার আছে এবং সেটা জোগাড় না হলে কপালে দুঃখ আছে। এই সত্যটা উপেক্ষা করার সামর্থ্য আমার নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.