নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নারী বা পুরুষ বলে পৃথিবীতে কিছু নেই। আমরা সবাই মানুষ।

জুনায়েত জান্নাত

মানুষ বলে কিছু একটা আছে এই পৃথিবীতে আমার মনে হয়।

জুনায়েত জান্নাত › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিক

১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৫



Pistanthrophobia আক্রান্ত হওয়া কখনো কখনো খুব বিপজ্জনক। আমি বলি , সাময়িক সময়ের জন্য এটা ভালো। কিন্তু দীর্ঘপথ এই ফোবিয়ার পথে হাটলে এখান থেকে বের হওয়াটা খুব মুশকিল। ওহ সরি , খটমট শব্দের অর্থ হয়তো বোঝোনি। অতীত বাজে অভিজ্ঞতার কারণে যারা পরবর্তী কাউকে বিশ্বাস করতে ভয় পায় , তাদের এই রোগাক্রান্ত ধরা হয়। ডিপ্রেশন ডিসঅর্ডার বলতে পারো।

আমাদের জেনারেশনের একটা বিশাল সমস্যা আছে , টের পাও ? সমস্যা হলো দুঃখ বিলাস। এটাকে একধরনের পার্ট ধরে নিতে আমরা খুব ভালবাসি। কিন্তু বিশ্বাস করো , মাকসুদই সত্য বলেছিলেন , "একাকীত্বের কোনো কৃতিত্ব নেই"। যা ভালো লাগে স্বীকার করে তাকে মেনে নিয়ে অন্তবিহীন পথ চলাই জীবন। অতীত , ভবিষ্যৎ , অনিশ্চয়তা এতসব হিসেব করা জ্ঞানীদের কাজ , তুমি-আমি কেউই সেটা নই। আমি হতেও চাইনা , জ্ঞানীদের খুব কমই আমি জীবনকে প্রাণভরে উপভোগ করতে দেখেছি। আমি আমার জীবন প্রাণভরে উপভোগ করতে চাই , সবসময়ই চেয়েছি। তার জন্য একটু যদি ত্যাগ স্বীকার করতে হয় , মন্দ কি ?

উপভোগ করতে শেখো , সব মুছে ফেলে। সময় গেলে কিন্তু সাধন হয় না প্রিয়া আমাদের ঘোর সংকট কাল , বিশ্বাসের বদলে বিশ্বাস দেয়া জরুরী।

ভুলে যাও শবনম , দাগগুলো মুছে ফেলো।
সংকট স্বীকার করে নাও।
শোনো নেই বলে কিছু নেই , একবার চেয়ে দেখো
আছে সবকিছু এখানেই .....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৩:১৪

অসত্য আমি বলেছেন: একাকীত্ব কজন বরণ করতে পারে..?
আর যে পারে সে অজেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.